ETV Bharat / bharat

Money Laundering Case: অর্থ তছরূপের মামলায় তামিলানাড়ুর এক মন্ত্রী ও তাঁর ছেলের বাড়িতে ইডির হানা - ইডি

ডিএমকে-র এক নেতা ও তামিলনাড়ু সরকারের এক মন্ত্রীর বাড়িতে সোমবার ইডি হানা দিয়েছে ৷ দিন কয়েক আগে তামিলনাড়ুতে এক মন্ত্রীর বিরুদ্ধে ইডি অভিযান চালায় ৷ তাঁকে গ্রেফতারও করে ৷ এই ক্ষেত্রে কোনও গ্রেফতারি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷

Money Laundering Case
Money Laundering Case
author img

By

Published : Jul 17, 2023, 2:47 PM IST

চেন্নাই, 17 জুলাই: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযান তামিলনাড়ুতে ৷ সোমবার তামিলনাড়ুর উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী পোনমুড়ি ও তাঁর ছেলের চেন্নাইয়ের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে অর্থ পাচারের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে ৷ এর আগে তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইডি ৷ সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয় ৷ ফলে তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুড়ি হলেন দ্বিতীয় ডিএমকে নেতা, যিনি সাম্প্রতিক সময়ে ইডির নজরে এসেছেন ৷

1996 সাল থেকে 2001 সালের মধ্যে ডিএমকে-র মন্ত্রী থাকাকালীন তিনি চেন্নাইয়ের সাইদাপেটে বেআইনিভাবে সরকারি জমি দখল করেন বলে অভিযোগ ওঠে ৷ চলতি মাসের শুরুর দিকে সেই মামলায় ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন বা ডিভিএসি তাঁকে সেই অভিযোগ থেকে মুক্তি দেয় ৷ তাঁর সঙ্গেও ওই মামলায় অভিযুক্ত অন্য ছ’জনকেও মুক্তি দেওয়া হয়েছিল ৷

বিশেষত 2007 ও 2011 সালে ডিএমকে জমানায় যখন পোনমুড়ি তামিলনাড়ুর খনি মন্ত্রী ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে পদের অপব্যবহার করে খনির শর্ত লঙ্ঘন করার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে ভিলুপুরমে 2 লক্ষ 64 হাজার 644 লোড লাল বালি নিয়েছিলেন । ভিলুপুরম জেলার ক্রাইম ব্রাঞ্চ মন্ত্রী পোনমুড়ি, তাঁর ছেলে তথা প্রাক্তন সাংসদ গৌতম সিগামনি, খুড়তুতো ভাই জয়চন্দ্রন এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ ওই বালি নেওয়ার ফলে সরকারের 28 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ৷ ওই মামলায় 2012 সালে ক্রাইম ব্রাঞ্চ মন্ত্রী পোনমুড়ি ও জয়চন্দ্রন-সহ তিনজনকে গ্রেফতার করে ।

ভিলুপুরমের এমপি-এমএলএ কোর্টে (সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি হয় এমন বিশেষ আদালত) এই মামলার শুনানি শুরু হয় ৷ কিন্তু সেখানে মামলার শুনানি স্থগিত করার আরজি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন পোনমুড়ির ছেলে গৌতম ৷ কিন্তু মাদ্রাজ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় ৷

2020 সাল থেকে পোনমুড়ির ছেলে গৌতম ইডির স্ক্যানারে আসে ৷ তদন্তকারী সংস্থা তাঁর 8.6 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ৷ তাঁর বিরুদ্ধে অবৈধ অধিগ্রহণ ও বিদেশে অর্জিত বৈদেশিক মুদ্রা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে । তার মধ্যে তামিলনাড়ুতে কৃষিজমি, বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে ৷

আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ', হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

চেন্নাই, 17 জুলাই: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযান তামিলনাড়ুতে ৷ সোমবার তামিলনাড়ুর উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী পোনমুড়ি ও তাঁর ছেলের চেন্নাইয়ের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে অর্থ পাচারের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে ৷ এর আগে তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইডি ৷ সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয় ৷ ফলে তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুড়ি হলেন দ্বিতীয় ডিএমকে নেতা, যিনি সাম্প্রতিক সময়ে ইডির নজরে এসেছেন ৷

1996 সাল থেকে 2001 সালের মধ্যে ডিএমকে-র মন্ত্রী থাকাকালীন তিনি চেন্নাইয়ের সাইদাপেটে বেআইনিভাবে সরকারি জমি দখল করেন বলে অভিযোগ ওঠে ৷ চলতি মাসের শুরুর দিকে সেই মামলায় ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন বা ডিভিএসি তাঁকে সেই অভিযোগ থেকে মুক্তি দেয় ৷ তাঁর সঙ্গেও ওই মামলায় অভিযুক্ত অন্য ছ’জনকেও মুক্তি দেওয়া হয়েছিল ৷

বিশেষত 2007 ও 2011 সালে ডিএমকে জমানায় যখন পোনমুড়ি তামিলনাড়ুর খনি মন্ত্রী ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে পদের অপব্যবহার করে খনির শর্ত লঙ্ঘন করার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে ভিলুপুরমে 2 লক্ষ 64 হাজার 644 লোড লাল বালি নিয়েছিলেন । ভিলুপুরম জেলার ক্রাইম ব্রাঞ্চ মন্ত্রী পোনমুড়ি, তাঁর ছেলে তথা প্রাক্তন সাংসদ গৌতম সিগামনি, খুড়তুতো ভাই জয়চন্দ্রন এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ ওই বালি নেওয়ার ফলে সরকারের 28 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ৷ ওই মামলায় 2012 সালে ক্রাইম ব্রাঞ্চ মন্ত্রী পোনমুড়ি ও জয়চন্দ্রন-সহ তিনজনকে গ্রেফতার করে ।

ভিলুপুরমের এমপি-এমএলএ কোর্টে (সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি হয় এমন বিশেষ আদালত) এই মামলার শুনানি শুরু হয় ৷ কিন্তু সেখানে মামলার শুনানি স্থগিত করার আরজি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন পোনমুড়ির ছেলে গৌতম ৷ কিন্তু মাদ্রাজ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় ৷

2020 সাল থেকে পোনমুড়ির ছেলে গৌতম ইডির স্ক্যানারে আসে ৷ তদন্তকারী সংস্থা তাঁর 8.6 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ৷ তাঁর বিরুদ্ধে অবৈধ অধিগ্রহণ ও বিদেশে অর্জিত বৈদেশিক মুদ্রা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে । তার মধ্যে তামিলনাড়ুতে কৃষিজমি, বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে ৷

আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ', হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.