নয়াদিল্লি, 16 মার্চ: গ্রেফতারি এবং সমন থেকে সুরক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা (Fresh Summon for Kavitha)৷ সেই রায় না বেরনো পর্যন্ত তাঁর বিরুদ্ধে যাবতীয় প্রসিডিং স্থগিত রাখতে ইডির কাছে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তবে সেই আবেদন খারিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED rejects Kavitha's plea)৷ বৃহস্পতিবার কবিতাকে নতুন করে নোটিশ পাঠানো হয়েছে ৷ দিল্লির আবগারি নীতির কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে 20 মার্চ তলব করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷
তেলাঙ্গানার এমএলসি কে কবিতা বৃহস্পতিবার সকালে একজন "অনুমোদিত প্রতিনিধি"কে দিয়ে একটি ছয় পৃষ্ঠার পিটিশন পাঠিয়েছিলেন দিল্লির মামলার তদন্তকারী অফিসারদের কাছে ৷ সেই পিটিশনে বলা ছিল যে, তিনি 16 মার্চের সমন এড়িয়ে যাচ্ছেন কারণ তাঁর সশরীরে উপস্থিত হওয়ার কোনও প্রয়োজন নেই । ইডি-কে পাঠানো চিঠিতে কবিতা বলেন, "আমি বিনীতভাবে আপনাদের ভালোর জন্য অনুরোধ করছি যে, সুপ্রিম কোর্টের সামনে প্রসিডিংটি চলছে, সমনের বিষয়ে পরবর্তী কোনও প্রসিডিং শুরু হওয়ার আগে আদালতের ফলাফলের জন্য অবশ্যই অপেক্ষা করা উচিত।"
বুধবার সুপ্রিম কোর্ট 24 মার্চ কবিতার আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে ৷ সেই আবেদনে গ্রেফতারি থেকে সুরক্ষা কবচ চেয়েছেন কবিতা এবং এই মামলায় ইডি তাঁর বিরুদ্ধে যে সমন জারি করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি ৷ সংস্থার সূত্রগুলি বলেছে যে, চলমান তদন্তের পরিপ্রেক্ষিতে তাঁর আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ এই তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে ৷ কবিতাকে আগামী সপ্তাহে 20 মার্চ উপস্থিত হতে বলা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷
আরও পড়ুন: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন কবিতা
44 বছর বয়সি রাজনীতিবিদকে এই মামলায় 11 মার্চ প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে তদন্তকারী আধিকারিকদের প্রশ্নবাণের মুখে পড়তে হয় ৷ তাঁকে 16 মার্চ আবার জবানবন্দি দিতে বলা হয়েছিল । তবে আজ সেই হাজিরা এড়িয়ে যান কবিতা ৷