ETV Bharat / bharat

Raj Kundra Money Laundering Case : শিল্পা-পতি রাজের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগে মামলা ইডির

আগের বছর জুলাই মাসে রাজ কুন্দ্রাকে পর্ন ফিল্ম বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ সেবার 2 মাস পর জামিনে মুক্তি পান তিনি ৷ এবার ইডি রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দায়ের করল (Raj Kundra Money Laundering Case) ৷

Hotshots App of Raj Kundra
রাজ কুন্দ্রা
author img

By

Published : May 19, 2022, 10:30 AM IST

মুম্বই, 19 মে : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থপ্রতারণার মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ এই টাকা জালিয়াতির সঙ্গে পর্নোগ্রাফিক সিনেমা বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার যোগ রয়েছে, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED registers money laundering case against Raj Kundra) ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করে 2019-এ ৷ 'হটশটস' নামের একটি অ্যাপ তৈরি করে ৷ এই অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানিকে বেচে দেয় ব্যবসায়ী কুন্দ্রা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের এই কোম্পানির সিইও প্রদীপ বক্সি রাজের শ্যালক ৷ এরপর হটশট অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ কেনরিন-এর সঙ্গে গাঁটছড়া বাঁধে ৷ ভিয়ান-এর 13টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয় ৷

  • Maharashtra | ED (Enforcement Directorate) has registered a money laundering case against businessman Raj Kundra in connection with the pornography case, Mumbai Police also registered a case against him in 2021.

    — ANI (@ANI) May 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Raj Kundra: 2 মাস পর পর্ন মামলায় জামিন রাজ কুন্দ্রার

সূত্র অনুযায়ী, হটশটস আসলে একটা পর্নোগ্রাফিক সিনেমা দেখার একটা প্ল্যাটফর্ম ৷ এই ধরনের সিনেমাগুলি ভারতে বানানো হত এবং হটশটস অ্যাপে আপলোড করে সাবস্ক্রিপশনের অফার দেওয়া হত ৷ সাবস্ক্রাইবারদের থেকে পাওয়া এই অর্থ যেত রাজ কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রির কাছে ৷ এইভাবে পর্ন সিনেমাগুলি থেকে পাওয়া অর্থ ব্রিটেন ঘুরে কুন্দ্রার কোম্পানির অ্যাকাউন্টে জমা হত ৷

এর আগে পর্নোগ্রাফিক সিনেমা তৈরির অভিযোগে 2021-এর 19 জুলাই রাজ কুন্দ্রা এবং 11 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ 20 সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট 50 হাজার টাকার জমানতে কুন্দ্রাকে জামিন দেয় ৷ যদিও রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন : Raj Kundra : পর্ন চক্র মামলায় রাজ কুন্দ্রাকে কেন 3 মাস দেরিতে গ্রেফতার, উঠছে প্রশ্ন

মুম্বই, 19 মে : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থপ্রতারণার মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ এই টাকা জালিয়াতির সঙ্গে পর্নোগ্রাফিক সিনেমা বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার যোগ রয়েছে, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED registers money laundering case against Raj Kundra) ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করে 2019-এ ৷ 'হটশটস' নামের একটি অ্যাপ তৈরি করে ৷ এই অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানিকে বেচে দেয় ব্যবসায়ী কুন্দ্রা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের এই কোম্পানির সিইও প্রদীপ বক্সি রাজের শ্যালক ৷ এরপর হটশট অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ কেনরিন-এর সঙ্গে গাঁটছড়া বাঁধে ৷ ভিয়ান-এর 13টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয় ৷

  • Maharashtra | ED (Enforcement Directorate) has registered a money laundering case against businessman Raj Kundra in connection with the pornography case, Mumbai Police also registered a case against him in 2021.

    — ANI (@ANI) May 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Raj Kundra: 2 মাস পর পর্ন মামলায় জামিন রাজ কুন্দ্রার

সূত্র অনুযায়ী, হটশটস আসলে একটা পর্নোগ্রাফিক সিনেমা দেখার একটা প্ল্যাটফর্ম ৷ এই ধরনের সিনেমাগুলি ভারতে বানানো হত এবং হটশটস অ্যাপে আপলোড করে সাবস্ক্রিপশনের অফার দেওয়া হত ৷ সাবস্ক্রাইবারদের থেকে পাওয়া এই অর্থ যেত রাজ কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রির কাছে ৷ এইভাবে পর্ন সিনেমাগুলি থেকে পাওয়া অর্থ ব্রিটেন ঘুরে কুন্দ্রার কোম্পানির অ্যাকাউন্টে জমা হত ৷

এর আগে পর্নোগ্রাফিক সিনেমা তৈরির অভিযোগে 2021-এর 19 জুলাই রাজ কুন্দ্রা এবং 11 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ 20 সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট 50 হাজার টাকার জমানতে কুন্দ্রাকে জামিন দেয় ৷ যদিও রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন : Raj Kundra : পর্ন চক্র মামলায় রাজ কুন্দ্রাকে কেন 3 মাস দেরিতে গ্রেফতার, উঠছে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.