ETV Bharat / bharat

National Herald Case: রাহুলকে ফের 12 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের - বিজেপি

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পঞ্চম দিনে 12 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করল ইডি (ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case) ৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে বারোটার পর ইডি দফতর থেকে বের হন ওয়েনাডের সাংসদ ৷

ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case
ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case
author img

By

Published : Jun 22, 2022, 10:30 AM IST

নয়াদিল্লি, 22 জুন: এই সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ৷ মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে 12 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case) ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন ইস্যুতে গত 13 জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল ৷ সেখানে লাগাতার তিনদিন প্রায় 27 ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর 20 জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি ৷ গতকাল জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনে রাহুলকে 12 ঘণ্টার উপর জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এ নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে পুরোটাই ‘নোংরা প্রতিশোধ’ বলে উল্লেখ করা হয়েছে ৷ কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘একটি ভিত্তিহীন মামলায় কংগ্রেস নেতাকে মাত্র 3টি প্রশ্ন করা হয়েছে ৷ 50 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদের পরেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্ন শেষ না হওয়া আসলে অবিচার ৷’’

প্রসঙ্গত, এ দিন কংগ্রেসের তরফে এই ইস্যুতে সব রাজ্যের বিধায়কদের দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইডিকে দিয়ে রাহুল গান্ধিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ আর এর বিরুদ্ধে রাজধানীতে কংগ্রেসের এই আন্দোলনকে আরও তীব্র করতে সব রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং সেখানকার বিধায়কদের দিল্লিতে এসে প্রতিবাদে সামিল হতে বলা হয়েছে হাইকমান্ডের তরফে ৷

আরও পড়ুন : Rahul Gandhi ED Appearence : রাত সাড়ে বারোটায় ইডি অফিস ছাড়লেন রাহুল ! মঙ্গলবারও তলব

গতকাল রাত প্রায় 12টা 40 মিনিটে ইডি দফতর ছাড়েন রাহুল গান্ধি ৷ এই পরিস্থিতিতে গতকালই করোনা পরবর্তী অসুস্থতার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধিও ৷ তাঁকেও ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করেছে ইডি ৷ তবে, ইডি’র তরফে সোনিয়াকে 23 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেস সভানেত্রী কি ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন ? কারণ, বহুদিন ধরে অসুস্থ সোনিয়ার শারীরিক অবস্থা করোনার পর আরও খারাপ হয়ে যায় ৷ তাঁকে অনেকদিন হাসপাতালেও থেকে চিকিৎসা করাতে হয়েছে ৷ ফলে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সোনিয়া গান্ধিকে ইডি তলব করবে কি না, সে নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর তেমনটা হলে, কংগ্রেস হাইকমান্ড এটাকে বড় ইস্যু তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

নয়াদিল্লি, 22 জুন: এই সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ৷ মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে 12 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case) ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন ইস্যুতে গত 13 জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল ৷ সেখানে লাগাতার তিনদিন প্রায় 27 ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর 20 জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি ৷ গতকাল জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনে রাহুলকে 12 ঘণ্টার উপর জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এ নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে পুরোটাই ‘নোংরা প্রতিশোধ’ বলে উল্লেখ করা হয়েছে ৷ কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘একটি ভিত্তিহীন মামলায় কংগ্রেস নেতাকে মাত্র 3টি প্রশ্ন করা হয়েছে ৷ 50 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদের পরেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্ন শেষ না হওয়া আসলে অবিচার ৷’’

প্রসঙ্গত, এ দিন কংগ্রেসের তরফে এই ইস্যুতে সব রাজ্যের বিধায়কদের দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইডিকে দিয়ে রাহুল গান্ধিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ আর এর বিরুদ্ধে রাজধানীতে কংগ্রেসের এই আন্দোলনকে আরও তীব্র করতে সব রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং সেখানকার বিধায়কদের দিল্লিতে এসে প্রতিবাদে সামিল হতে বলা হয়েছে হাইকমান্ডের তরফে ৷

আরও পড়ুন : Rahul Gandhi ED Appearence : রাত সাড়ে বারোটায় ইডি অফিস ছাড়লেন রাহুল ! মঙ্গলবারও তলব

গতকাল রাত প্রায় 12টা 40 মিনিটে ইডি দফতর ছাড়েন রাহুল গান্ধি ৷ এই পরিস্থিতিতে গতকালই করোনা পরবর্তী অসুস্থতার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধিও ৷ তাঁকেও ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করেছে ইডি ৷ তবে, ইডি’র তরফে সোনিয়াকে 23 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেস সভানেত্রী কি ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন ? কারণ, বহুদিন ধরে অসুস্থ সোনিয়ার শারীরিক অবস্থা করোনার পর আরও খারাপ হয়ে যায় ৷ তাঁকে অনেকদিন হাসপাতালেও থেকে চিকিৎসা করাতে হয়েছে ৷ ফলে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সোনিয়া গান্ধিকে ইডি তলব করবে কি না, সে নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর তেমনটা হলে, কংগ্রেস হাইকমান্ড এটাকে বড় ইস্যু তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.