চেন্নাই, 2 ডিসেম্বর: হাতেনাতে ধরা পড়লেন ইডি আধিকারিক ৷ 20 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় এক ইডি আধিকারিককে গ্রেফতার করা হল ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জোনাল অফিসে ৷ রাজ্যজুড়ে মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদের বাড়িতে, কার্যালয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ তখনই হাতেনাতে পাকড়াও হন অঙ্কিত তিওয়াড়ি ৷ তবে দক্ষিণের এই রাজ্যটিতে এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ এটাই প্রথমবার ৷
ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অঙ্কিত তিওয়ারিকে দিন্দিগুলের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয় ৷ তাঁকে 15 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ দিন্দিগুলের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিটেনডেন্ট ডাঃ সুরেশ বাবু, অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করেন ৷ এই চিকিৎসকের বিরুদ্ধে ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন বা ডিভিএসি অসামঞ্জস্য সম্পত্তির একটি মামলা দায়ের করে ৷ এদিকে সেই সময় অঙ্কিত তিওয়ারি ইডি-র মাদুরাই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন ৷
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই চিকিৎসককে 3 কোটি টাকা দিয়ে মামলাটি বন্ধ করার হুমকি দিয়েছিলেন ৷ তবে চিকিৎসক তা দিতে অস্বীকার করেন ৷ এরপর দু'জনের সমঝোতায় ওই ঘুষের অর্থ কমে দাঁড়ায় 51 লক্ষ ৷ গত মাসে ইডি-অধিকর্তা তিওয়ারিকে 20 লক্ষ টাকা ঘুষ নেন ৷ এরপর অঙ্কিত আরও অর্থ পাওয়ার জন্য চাপ দিতে থাকেন ৷ এরপরই চিকিৎসক সুরেশ বাবু ডিভিএসি-র কাছে অভিযোগ জানান ৷
এরপর ইডি আধিকারিকরা অঙ্কিত তিওয়ারিকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতেন ৷ আধিকারিকদের নির্দেশে সুরেশ বাবু অঙ্কিতের হাতে আরও নগদ তুলে দেন ৷ এই ঘটনাটি ঘটে দিন্দিগুল-মাদুরাই হাইওয়ের থোমাইয়ার পূরম নামক জায়গায় ৷ টাকা নিয়ে অঙ্কিত তাঁর গাড়িতে রওনা দেন ৷ ইডি আধিকারিকরাও মাদুরাইয়ের দিকে তাঁকে ধাওয়া করতে থাকেন ৷ এদিকে অঙ্কিত দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন ৷ তা সত্ত্বেও কোদাইকানাল রোডের কাছে টোল প্লাজায় তাঁকে ধরে ফেলেন ইডির আধিকারিকরা ৷ তাঁকে গ্রেফতার করে তাঁর কাছ থেকে 20 লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা ৷ পুলিশ জানিয়েছে, তিওয়ারি নাগপুরের বাসিন্দা ৷ 2018 সাল থেকে তিনি এখানে কাজ করছিলেন ৷ পরে ডিভিএসি-র কর্মীরা মাদুরাইতে দিন্দিগুলে ইডির জোনাল অফিসে পৌঁছন ৷ তাঁরা তিওয়ারির ঘরেও তল্লাশি চালান ৷
আরও পড়ুন: