ETV Bharat / bharat

আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের - Arvind Kejriwal

ED likely to arrest Arvind Kejriwal: আজই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ আশঙ্কা দিল্লির মন্ত্রী আতিশির ৷

ETV Bharat
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:18 AM IST

Updated : Jan 4, 2024, 8:36 AM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বুধবার দিল্লির দুই মন্ত্রী আতিশি এবং সৌরভ ভরদ্বাজ আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁরা সূত্রে জানতে পেরেছেন যে, বৃহস্পতিবারই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি ডিরেক্টরেট ৷

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বুধবার তাঁকে সমন পাঠিয়েছিল ইডি ৷ তবে মুখ্যমন্ত্রী তাতে হাজিরা দেননি ৷ এদিন সোশাল মিডিয়ায় আতিশি জানান, "আমরা খবর পেয়েছি যে, বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে ৷ আর হয়তো তাঁকে গ্রেফতারও করা হতে পারে ৷" এদিকে আজ সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷

  • Delhi | Security heightened outside the residence of Delhi CM & AAP leader Arvind Kejriwal

    AAP Minister Atishi, in a post on social media X last night, claimed that they had information about the possible arrest of Arvind Kejriwal after a raid by the Enforcement Directorate at… pic.twitter.com/IlpkzbjOmy

    — ANI (@ANI) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার তৃতীয় বারের জন্য ইডির সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এর কারণ প্রসঙ্গে তিনি ইডিকে চিঠিতে জানন, রাজ্যসভা নির্বাচন এবং সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত ৷ এবছরের 27 জানুয়ারি রাজ্যসভায় সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে ৷ দিল্লি থেকে রাজ্যসভার 3টি আসনে সাংসদ নিয়োগ হওয়ার কথা ৷ অরবিন্দ লেখেন, "আমি আম আদমি পার্টির জাতীয় কনভেনার ৷ তাই এই প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি ৷ আমি দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাই 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছি ৷"

  • News coming in that ED is going to raid @ArvindKejriwal’s residence tmrw morning. Arrest likely.

    — Atishi (@AtishiAAP) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে গত বছরের 22 ডিসেম্বর তাঁকে সমনের চিঠি পাঠিয়ে 3 জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, কেজরিওয়াল ইডিকে উত্তরে সব দিক দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ তবে পাশাপাশি তিনি ইডির এই নোটিশকে বেআইনি বলেও উল্লেখ করেন ৷ 3 জানুয়ারি ইডির সামনে হাজিরা দিতে অস্বীকার করেন ৷ কেজরিওয়াল তাঁকে তলব করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, একদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে তাঁকে তলব করছে ইডি ৷ কিন্তু তাঁকে কোনওভাবেই থামানো যাবে না ৷

প্রথমবার ইডি তাঁকে 2 নভেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেবার দিল্লির মুখ্যমন্ত্রী এই নোটিশকে অস্বচ্ছ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, এই সমনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে ৷ তিনি ইডি হাজিরা দেননি ৷

আরও পড়ুন:

  1. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
  2. প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন
  3. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র

নয়াদিল্লি, 4 জানুয়ারি: গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বুধবার দিল্লির দুই মন্ত্রী আতিশি এবং সৌরভ ভরদ্বাজ আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁরা সূত্রে জানতে পেরেছেন যে, বৃহস্পতিবারই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি ডিরেক্টরেট ৷

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বুধবার তাঁকে সমন পাঠিয়েছিল ইডি ৷ তবে মুখ্যমন্ত্রী তাতে হাজিরা দেননি ৷ এদিন সোশাল মিডিয়ায় আতিশি জানান, "আমরা খবর পেয়েছি যে, বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে ৷ আর হয়তো তাঁকে গ্রেফতারও করা হতে পারে ৷" এদিকে আজ সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷

  • Delhi | Security heightened outside the residence of Delhi CM & AAP leader Arvind Kejriwal

    AAP Minister Atishi, in a post on social media X last night, claimed that they had information about the possible arrest of Arvind Kejriwal after a raid by the Enforcement Directorate at… pic.twitter.com/IlpkzbjOmy

    — ANI (@ANI) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার তৃতীয় বারের জন্য ইডির সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এর কারণ প্রসঙ্গে তিনি ইডিকে চিঠিতে জানন, রাজ্যসভা নির্বাচন এবং সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত ৷ এবছরের 27 জানুয়ারি রাজ্যসভায় সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে ৷ দিল্লি থেকে রাজ্যসভার 3টি আসনে সাংসদ নিয়োগ হওয়ার কথা ৷ অরবিন্দ লেখেন, "আমি আম আদমি পার্টির জাতীয় কনভেনার ৷ তাই এই প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি ৷ আমি দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাই 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছি ৷"

  • News coming in that ED is going to raid @ArvindKejriwal’s residence tmrw morning. Arrest likely.

    — Atishi (@AtishiAAP) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে গত বছরের 22 ডিসেম্বর তাঁকে সমনের চিঠি পাঠিয়ে 3 জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, কেজরিওয়াল ইডিকে উত্তরে সব দিক দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ তবে পাশাপাশি তিনি ইডির এই নোটিশকে বেআইনি বলেও উল্লেখ করেন ৷ 3 জানুয়ারি ইডির সামনে হাজিরা দিতে অস্বীকার করেন ৷ কেজরিওয়াল তাঁকে তলব করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, একদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে তাঁকে তলব করছে ইডি ৷ কিন্তু তাঁকে কোনওভাবেই থামানো যাবে না ৷

প্রথমবার ইডি তাঁকে 2 নভেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেবার দিল্লির মুখ্যমন্ত্রী এই নোটিশকে অস্বচ্ছ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, এই সমনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে ৷ তিনি ইডি হাজিরা দেননি ৷

আরও পড়ুন:

  1. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
  2. প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কেজরিওয়াল ও প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠাল কমিশন
  3. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র
Last Updated : Jan 4, 2024, 8:36 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.