ETV Bharat / bharat

ED Grilled Rahul Gandhi : ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার রাহুলকে ফের তলব ইডি'র

সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল গান্ধি ৷ টানা তিন ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পর মধ্যাহ্ন ভোজের বিরতিতে সোনিয়া গান্ধিকে হাসপাতালে দেখতে যান তিনি (Rahul meets ailing mother during lunch break after being grilled by ED for around 3 hours)

ed interrogates rahul gandhi
ইডি দফতরে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ রাহুলকে
author img

By

Published : Jun 13, 2022, 11:00 PM IST

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ফের রাহুল গান্ধিকে তলব করল ইডি ৷ সোমবার দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে দুপুর 2টো 10 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য রাহুলকে মধ্যাহ্ন ভোজের বিরতি দেন ইডি'র তদন্তকারীরা ৷ টানা 3 ঘণ্টা জেরার পর এই মধ্যাহ্নভোজের বিরতি পেয়ে মা সোনিয়া গান্ধিকে দেখতে গঙ্গারাম হাসপাতালে যান রাহুল ৷ সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷ কোভিড জনিত শারীরিক অসুস্থতার কারণে রবিবার এই হাসপাতালে ভর্তি হন সোনিয়া ৷ পরে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে যান রাহুল ৷ টানা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে 9টা নাগাদ তিনি ইডি দফতর থেকে বের হন (ED Grilled Rahul Gandhi in national herald case) ৷

এদিন সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল ৷ রাহুলের সঙ্গে এদিন পায়ে হেঁটে ইডি দফতরে দিকে যান বহু কংগ্রেস কর্মী সমর্থকও ৷ রাহুলের কনভয়ের সঙ্গে ইডি দফতরের দিকে রওনা হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রনদীপ সুরজেওয়ালা, কেসি ভেনুগোপাল, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতারা ৷ যদিও তাঁদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সূত্রের খবর, প্রয়োজনে ফের রাহুল গান্ধিকে তলব করতে পারে ইডি ৷ এই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আগামী 23 জুন তলব করেছে ইডি ৷

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ফের রাহুল গান্ধিকে তলব করল ইডি ৷ সোমবার দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে দুপুর 2টো 10 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য রাহুলকে মধ্যাহ্ন ভোজের বিরতি দেন ইডি'র তদন্তকারীরা ৷ টানা 3 ঘণ্টা জেরার পর এই মধ্যাহ্নভোজের বিরতি পেয়ে মা সোনিয়া গান্ধিকে দেখতে গঙ্গারাম হাসপাতালে যান রাহুল ৷ সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷ কোভিড জনিত শারীরিক অসুস্থতার কারণে রবিবার এই হাসপাতালে ভর্তি হন সোনিয়া ৷ পরে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে যান রাহুল ৷ টানা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে 9টা নাগাদ তিনি ইডি দফতর থেকে বের হন (ED Grilled Rahul Gandhi in national herald case) ৷

এদিন সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল ৷ রাহুলের সঙ্গে এদিন পায়ে হেঁটে ইডি দফতরে দিকে যান বহু কংগ্রেস কর্মী সমর্থকও ৷ রাহুলের কনভয়ের সঙ্গে ইডি দফতরের দিকে রওনা হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রনদীপ সুরজেওয়ালা, কেসি ভেনুগোপাল, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতারা ৷ যদিও তাঁদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সূত্রের খবর, প্রয়োজনে ফের রাহুল গান্ধিকে তলব করতে পারে ইডি ৷ এই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আগামী 23 জুন তলব করেছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.