ETV Bharat / bharat

ED Grilled Rahul Gandhi : ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার রাহুলকে ফের তলব ইডি'র - ন্যাশনাল হেরাল্ড মামলা

সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল গান্ধি ৷ টানা তিন ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পর মধ্যাহ্ন ভোজের বিরতিতে সোনিয়া গান্ধিকে হাসপাতালে দেখতে যান তিনি (Rahul meets ailing mother during lunch break after being grilled by ED for around 3 hours)

ed interrogates rahul gandhi
ইডি দফতরে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ রাহুলকে
author img

By

Published : Jun 13, 2022, 11:00 PM IST

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ফের রাহুল গান্ধিকে তলব করল ইডি ৷ সোমবার দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে দুপুর 2টো 10 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য রাহুলকে মধ্যাহ্ন ভোজের বিরতি দেন ইডি'র তদন্তকারীরা ৷ টানা 3 ঘণ্টা জেরার পর এই মধ্যাহ্নভোজের বিরতি পেয়ে মা সোনিয়া গান্ধিকে দেখতে গঙ্গারাম হাসপাতালে যান রাহুল ৷ সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷ কোভিড জনিত শারীরিক অসুস্থতার কারণে রবিবার এই হাসপাতালে ভর্তি হন সোনিয়া ৷ পরে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে যান রাহুল ৷ টানা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে 9টা নাগাদ তিনি ইডি দফতর থেকে বের হন (ED Grilled Rahul Gandhi in national herald case) ৷

এদিন সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল ৷ রাহুলের সঙ্গে এদিন পায়ে হেঁটে ইডি দফতরে দিকে যান বহু কংগ্রেস কর্মী সমর্থকও ৷ রাহুলের কনভয়ের সঙ্গে ইডি দফতরের দিকে রওনা হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রনদীপ সুরজেওয়ালা, কেসি ভেনুগোপাল, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতারা ৷ যদিও তাঁদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সূত্রের খবর, প্রয়োজনে ফের রাহুল গান্ধিকে তলব করতে পারে ইডি ৷ এই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আগামী 23 জুন তলব করেছে ইডি ৷

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ফের রাহুল গান্ধিকে তলব করল ইডি ৷ সোমবার দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে দুপুর 2টো 10 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য রাহুলকে মধ্যাহ্ন ভোজের বিরতি দেন ইডি'র তদন্তকারীরা ৷ টানা 3 ঘণ্টা জেরার পর এই মধ্যাহ্নভোজের বিরতি পেয়ে মা সোনিয়া গান্ধিকে দেখতে গঙ্গারাম হাসপাতালে যান রাহুল ৷ সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধিও ৷ কোভিড জনিত শারীরিক অসুস্থতার কারণে রবিবার এই হাসপাতালে ভর্তি হন সোনিয়া ৷ পরে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে যান রাহুল ৷ টানা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে 9টা নাগাদ তিনি ইডি দফতর থেকে বের হন (ED Grilled Rahul Gandhi in national herald case) ৷

এদিন সকাল সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লির আকবর রোডের দলীয় দফতর থেকে বেরিয়ে মোতিলাল নেহেরু মার্গ ধরে সেন্ট্রাল দিল্লিতে ইডি দফতরে পৌঁছন রাহুল ৷ রাহুলের সঙ্গে এদিন পায়ে হেঁটে ইডি দফতরে দিকে যান বহু কংগ্রেস কর্মী সমর্থকও ৷ রাহুলের কনভয়ের সঙ্গে ইডি দফতরের দিকে রওনা হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রনদীপ সুরজেওয়ালা, কেসি ভেনুগোপাল, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতারা ৷ যদিও তাঁদের আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সূত্রের খবর, প্রয়োজনে ফের রাহুল গান্ধিকে তলব করতে পারে ইডি ৷ এই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আগামী 23 জুন তলব করেছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.