ETV Bharat / bharat

Chargesheet against Farooq Abdullah: আর্থিক দুর্নীতি মামলায় ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট ইডি'র - ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক দুর্নীতি মামলায় ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট

জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক দুর্নীতি মামলায় ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED files chargesheet against Farooq Abdullah) ৷

Farooq Abdullah news
ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট ইডির
author img

By

Published : Jul 26, 2022, 4:39 PM IST

Updated : Jul 26, 2022, 6:06 PM IST

শ্রীনগর, 26 জুলাই: অর্থ তছরূপ সংক্রান্ত এক মামলায় এবার ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED files chargesheet against Farooq Abdullah) ৷ এই দুর্নীতি মামলায় দু'মাস আগেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করেছিল ইডি ৷

চলতি বছরের 31 মে শ্রীনগরের ইডি দফতরে এই কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন ফারুক আবদুল্লা ৷ সেসময় ন্যাশনাল কনফারেন্স প্রধান অভিযোগ করেছিলেন বিধানসভা ভোটের আগে পরিকল্পনা করে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে ৷ বলেছিলেন, "নির্বাচন পর্যন্ত এভাবেই আমাদের হেনস্থা করা হবে ৷" সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করা হয়েছিল বর্ষীয়ান এই সাংসদকে ৷

  • ED has filed Supplementary Chargesheet against Farooq Abdullah in Jammu and Kashmir Cricket Association Fund scam.

    — ANI (@ANI) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের

উল্লেখ্য, 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন ফারুক আবদুল্লা ৷ সে সময় 2004 থেকে 2009 সালের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৷ এর তদন্ত শুরু করে ইডি ও সিবিআই ৷ এই আর্থিক তছরূপের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 21 কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে ইডি, যার মধ্যে রয়েছে ফারুক আবদুল্লার 11.86 কোটি টাকার সম্পত্তি ৷

শ্রীনগর, 26 জুলাই: অর্থ তছরূপ সংক্রান্ত এক মামলায় এবার ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED files chargesheet against Farooq Abdullah) ৷ এই দুর্নীতি মামলায় দু'মাস আগেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করেছিল ইডি ৷

চলতি বছরের 31 মে শ্রীনগরের ইডি দফতরে এই কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন ফারুক আবদুল্লা ৷ সেসময় ন্যাশনাল কনফারেন্স প্রধান অভিযোগ করেছিলেন বিধানসভা ভোটের আগে পরিকল্পনা করে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে ৷ বলেছিলেন, "নির্বাচন পর্যন্ত এভাবেই আমাদের হেনস্থা করা হবে ৷" সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করা হয়েছিল বর্ষীয়ান এই সাংসদকে ৷

  • ED has filed Supplementary Chargesheet against Farooq Abdullah in Jammu and Kashmir Cricket Association Fund scam.

    — ANI (@ANI) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের

উল্লেখ্য, 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন ফারুক আবদুল্লা ৷ সে সময় 2004 থেকে 2009 সালের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৷ এর তদন্ত শুরু করে ইডি ও সিবিআই ৷ এই আর্থিক তছরূপের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 21 কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে ইডি, যার মধ্যে রয়েছে ফারুক আবদুল্লার 11.86 কোটি টাকার সম্পত্তি ৷

Last Updated : Jul 26, 2022, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.