ETV Bharat / bharat

Satyendar Jain : দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর ঠিকানায় ইডি'র হানা ! মিলল 133টি সোনার মোহর, নগদ 2 কোটি 85 লক্ষ টাকা - দিল্লির স্বাস্থমন্ত্রীর ঠিকানায় ইডির হানা

তল্লাশি অভিযান চালিয়ে 133টি সোনার মোহর উদ্ধার করল ইডি । যার ওজন 1.8 কেজি ৷ একই সঙ্গে হিসাব বহির্ভূত 2 কোটি 85 লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে (ED raids Delhi minister Satyendar Jain) ।

Satyender Jain News
দিল্লির স্বাস্থমন্ত্রীর ঠিকানায় ইডির হানা
author img

By

Published : Jun 7, 2022, 10:00 PM IST

Updated : Jun 8, 2022, 6:23 AM IST

নয়াদিল্লি, 7 জুন : এক সপ্তাহ আগেই হাওয়ালা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার সত্যেন্দ্র জৈন এবং তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে 133টি সোনার মোহর উদ্ধার করল ইডি । যার ওজন 1.8 কেজি ৷ একই সঙ্গে হিসাব বহির্ভূত 2 কোটি 85 লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে (ED raids Delhi minister Satyendar Jain)।

এক বিবৃতিতে ইডি জানিয়েছে, সত্যেন্দ্রর স্ত্রী পুনম, তাঁর ব্যবসায়িক সহযোগী অঙ্কুশ জৈন, বৈভব জৈন, নবীন জৈন এবং সিদ্ধার্থ জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক), জিএস মাথারু (লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের চেয়ারম্যান) স্কুলের), যোগেশ কুমার জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক) এর ঠিকানায় অভিযান চালানো হয়েছে ।

বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে । অর্থ তছরুপ প্রতিরোধ আইন, 2002 এর অধীনে ইডি তদন্ত শুরু করেছে । সত্যেন্দ্র কুমার জৈন, পুনম জৈন, অজিতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর 13(2) আর/ডব্লিউ 13(1)(ই) ধারার অধীনে 24 আগস্ট, 2017-এ CBI/AC- I, নয়াদিল্লিতে প্রসাদ জৈন, সুনীল কুমার জৈন, বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ।

আরও পড়ুন : হাওয়ালা মামলায় ইডি'র হাতে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

এর আগে এই আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সত্যেন্দ্র জৈনের পরিবার ও তাঁর সংস্থার 4.81 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ 2018 সালে আর্থিক দুর্নীতির মামলায় সত্যেন্দ্র জৈনকে জেরা করেছিল ইডি ৷ কলকাতার একটি সংস্থার হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলায় দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি ৷

নয়াদিল্লি, 7 জুন : এক সপ্তাহ আগেই হাওয়ালা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার সত্যেন্দ্র জৈন এবং তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে 133টি সোনার মোহর উদ্ধার করল ইডি । যার ওজন 1.8 কেজি ৷ একই সঙ্গে হিসাব বহির্ভূত 2 কোটি 85 লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে (ED raids Delhi minister Satyendar Jain)।

এক বিবৃতিতে ইডি জানিয়েছে, সত্যেন্দ্রর স্ত্রী পুনম, তাঁর ব্যবসায়িক সহযোগী অঙ্কুশ জৈন, বৈভব জৈন, নবীন জৈন এবং সিদ্ধার্থ জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক), জিএস মাথারু (লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের চেয়ারম্যান) স্কুলের), যোগেশ কুমার জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক) এর ঠিকানায় অভিযান চালানো হয়েছে ।

বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে । অর্থ তছরুপ প্রতিরোধ আইন, 2002 এর অধীনে ইডি তদন্ত শুরু করেছে । সত্যেন্দ্র কুমার জৈন, পুনম জৈন, অজিতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর 13(2) আর/ডব্লিউ 13(1)(ই) ধারার অধীনে 24 আগস্ট, 2017-এ CBI/AC- I, নয়াদিল্লিতে প্রসাদ জৈন, সুনীল কুমার জৈন, বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ।

আরও পড়ুন : হাওয়ালা মামলায় ইডি'র হাতে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

এর আগে এই আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সত্যেন্দ্র জৈনের পরিবার ও তাঁর সংস্থার 4.81 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ 2018 সালে আর্থিক দুর্নীতির মামলায় সত্যেন্দ্র জৈনকে জেরা করেছিল ইডি ৷ কলকাতার একটি সংস্থার হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলায় দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি ৷

Last Updated : Jun 8, 2022, 6:23 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.