নয়াদিল্লি, 15 অক্টোবর: মহারাষ্ট্রের প্রাক্তন এনসিপি সাংসদ ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠীগুলির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা ৷ তদন্তে নেমে 315 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি রবিবার জানিয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন এনসিপি সাংসদ, তাঁর পরিবার এবং ব্যবসার বিরুদ্ধে একটি ব্যাংক জালিয়াতির মামলা রয়েছে ৷ সেই মামলার সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্ত করছে ইডি ৷ তারই অংশ হিসাবে 315 কোটি টাকারও বেশি মূল্যের জমি, বায়ুকল, রুপো, হীরের গয়না ও সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঈশ্বরলাল শঙ্করলাল জৈন লালওয়ানির (77) রাজমল লখিচাঁদ জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, আর এল গোল্ড প্রাইভেট লিমিটেড এবং মনরাজ জুয়েলার্সের নাম আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়েছে । ইডি এক বিবৃতিতে বলেছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে জালগাঁও, মুম্বই, থানে, সিল্লোদ (মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়) এবং কচ্ছে (গুজরাত) অবস্থিত 70টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । যার মূল্য 315.6 কোটি টাকা । এর মধ্যে রয়েছে রাজমল লখিচাঁদ জুয়েলার্স প্রাঃ লিমিটেড, আর এল গোল্ড প্রাইভেট লিমিটেড, এবং মানরাজ জুয়েলার্স প্রাইভেট লিমিটেড এবং অন্যান্য ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, "বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ঈশ্বরলাল শঙ্করলাল জৈন লালওয়ানি, মনীশ ঈশ্বরলাল জৈন লালওয়ানি এবং অন্যান্যদের বেনামি সম্পত্তি ৷" সিবিআই নথিভুক্ত করা তিনটি এফআইআর থেকে একটি আর্থিক তছরুপের মামলা করা হয়েছে ৷ তাতে অভিযোগ করা হয়েছে, এই সংস্থাগুলি এবং এর পরিচালক/প্রোমোটাররা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 352.49 কোটি টাকারও বেশি ক্ষতি করেছে । প্রোমোটাররা ঋণ পেতে জাল আর্থিক নথি জমা দিয়েছিলেন বলে ইডি অভিযোগ করেছে ।
-
ED has provisionally attached 70 immovable assets located in Jalgaon, Mumbai, Thane, Sillod and Kutch among other areas and movable assets, all valued at Rs.315.6 Crore in the bank fraud case of Rajmal Lakhichand Jewelers Pvt. Ltd, M/s R L Gold Pvt. Ltd, and M/s Manraj Jewelers… pic.twitter.com/BtRPxxjcpH
— ANI (@ANI) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ED has provisionally attached 70 immovable assets located in Jalgaon, Mumbai, Thane, Sillod and Kutch among other areas and movable assets, all valued at Rs.315.6 Crore in the bank fraud case of Rajmal Lakhichand Jewelers Pvt. Ltd, M/s R L Gold Pvt. Ltd, and M/s Manraj Jewelers… pic.twitter.com/BtRPxxjcpH
— ANI (@ANI) October 15, 2023ED has provisionally attached 70 immovable assets located in Jalgaon, Mumbai, Thane, Sillod and Kutch among other areas and movable assets, all valued at Rs.315.6 Crore in the bank fraud case of Rajmal Lakhichand Jewelers Pvt. Ltd, M/s R L Gold Pvt. Ltd, and M/s Manraj Jewelers… pic.twitter.com/BtRPxxjcpH
— ANI (@ANI) October 15, 2023
আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়াল আদালত
এর আগে অগস্ট মাসে এই মামলায় ইডি অভিযান চালিয়েছিল । কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা তখন দাবি করেছিল, বিভিন্ন প্রধান হোল্ডিং কোম্পানি রাজমল লখিচাঁদ জলগাঁও অংশীদারিত্ব সংস্থার সঙ্গে অ্যাকাউন্টের বইগুলিতে অর্থিক লেনদেনের অসঙ্গতি ধরা পড়েছে ।
(সংবাদ সংস্থা- পিটিআই)