ETV Bharat / bharat

Narayana Murthy: মনমোহন অসাধারণ, তবু অর্থনীতির বেহাল দশা ইউপিএ আমলেই; মত নারায়ণ মূর্তির - নারায়ণ মূর্তি

ভারতীয় অর্থনীতির বর্তমান বেহাল দশার (Economic Activities in India Stalled During UPA Regime) জন্য ইউপিএ সরকারকেই দায়ী করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Infosys co-founder NR Narayan Murthy) ৷ তাঁর মতে, মনমোহন সিংয়ে আমল থেকেই ভারতীয় অর্থনীতির এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ বর্তমানে আরও প্রকোট হয়ে উঠেছে ৷

Economic Activities in India were Stalled During UPA Regime Says Narayana Murthy
Economic Activities in India were Stalled During UPA Regime Says Narayana Murthy
author img

By

Published : Sep 24, 2022, 8:46 AM IST

Updated : Sep 24, 2022, 9:09 AM IST

আমেদাবাদ, 24 সেপ্টেম্বর: ইউপিএ শাসনকালেই ভারতীয় অর্থনীতির কর্মকাণ্ডের বেহাল অবস্থা তৈরি হয়েছিল (Economic Activities in India Stalled During UPA Regime) ৷ ভারতীয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম ব্যক্তিত্ব এবং ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Infosys co-founder NR Narayan Murthy) শুক্রবার দুঃখ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন ৷ অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রশংসা করলেও, তাঁর মতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন ৷

আমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন নারায়ণ মূর্তি ৷ তিনি বলেন, ‘‘আমি লন্ডনে এইচএসবিসি বোর্ডে ছিলাম (2008-2012) ৷ প্রথম কয়েক বছরে যখন বোর্ডরুমে দুই থেকে তিনবার চিনের অর্থনীতি নিয়ে কথা বলা হয়েছিল ৷ সেখানে ভারতের নাম মাত্র একবার উঠে এসেছিল ৷’’ আর এই অর্থনীতির বেহাল দশা নিয়ে বলতে গিয়ে নারায়ণ মূর্তি ইউপিএ সরকার এবং বর্তমান এনডিএ সরকারের একটা তুলনা টেনে আনেন ৷ সেখান তিনি জানান, দেশের অর্থনীতির এই বেহাল দশার অন্যতম কারণ সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়া ৷

তবে, ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংকে তিনি সম্মান করেন বলে জানান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ৷ তাঁর কথায়, ‘‘কিন্তু দুর্ভাগ্যবশত, আমি জানি না পরবর্তী সময়ে কী হয়েছে ৷ মনমোহন সিং একজন অসাধারণ ব্যক্তি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ কিন্তু, তাঁর সময়ে কোনও কারণে ভারতীয় অর্থনীতি থমকে গিয়েছিল ৷ সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়নি ৷ সবকিছুই দেরিতে হচ্ছিল ৷ আর এমন সময়ে আমি এইচএসবিসি ছেড়ে দিই ৷ সেখানে অর্থনীতির উন্নতির প্রশ্নে চিনের নাম অন্তত 30 বার নেওয়া হলে, ভারতের নাম খুব জোর একবার উঠে এসেছে ৷’’

আরও পড়ুন: দিনের শুরুতে ফের পতন শেয়ার বাজারে, পরে কিছুটা থিতু

1991 সালে ভারতীয় অর্থনীতির সংস্কারে মনমোহন সিংয়ের ভূমিকার প্রশংসা করেন নারায়ণ মূর্তি ৷ পুরো কৃতিত্ব তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকেই দিয়েছেন ৷ এ দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ কী ? এর জবাবে নারায়ণ মূর্তি বলেন, ‘‘এটা তরুণ প্রজন্মের দায়িত্ব মানুষের কাছে ভারতের নাম উল্লেখ করা ৷ যখনই তাঁরা অন্য কোনও দেশের, বিশেষ করে চিনের নাম উল্লেখ করে, তখন এই বিশ্বাসটা রাখতে হবে যে, তরুণ প্রজন্ম ভারতের নামটাও তুলে ধরতে সক্ষম হবে ৷’’ পাশাপাশি, নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশংসাও করেন নারায়ণ মূর্তি ৷ সেখানে এনডিএ সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) এবং ‘স্টার্টআপ ইন্ডিয়া’ (Startup India)-র ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

আমেদাবাদ, 24 সেপ্টেম্বর: ইউপিএ শাসনকালেই ভারতীয় অর্থনীতির কর্মকাণ্ডের বেহাল অবস্থা তৈরি হয়েছিল (Economic Activities in India Stalled During UPA Regime) ৷ ভারতীয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম ব্যক্তিত্ব এবং ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Infosys co-founder NR Narayan Murthy) শুক্রবার দুঃখ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন ৷ অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রশংসা করলেও, তাঁর মতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন ৷

আমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন নারায়ণ মূর্তি ৷ তিনি বলেন, ‘‘আমি লন্ডনে এইচএসবিসি বোর্ডে ছিলাম (2008-2012) ৷ প্রথম কয়েক বছরে যখন বোর্ডরুমে দুই থেকে তিনবার চিনের অর্থনীতি নিয়ে কথা বলা হয়েছিল ৷ সেখানে ভারতের নাম মাত্র একবার উঠে এসেছিল ৷’’ আর এই অর্থনীতির বেহাল দশা নিয়ে বলতে গিয়ে নারায়ণ মূর্তি ইউপিএ সরকার এবং বর্তমান এনডিএ সরকারের একটা তুলনা টেনে আনেন ৷ সেখান তিনি জানান, দেশের অর্থনীতির এই বেহাল দশার অন্যতম কারণ সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়া ৷

তবে, ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংকে তিনি সম্মান করেন বলে জানান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ৷ তাঁর কথায়, ‘‘কিন্তু দুর্ভাগ্যবশত, আমি জানি না পরবর্তী সময়ে কী হয়েছে ৷ মনমোহন সিং একজন অসাধারণ ব্যক্তি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ কিন্তু, তাঁর সময়ে কোনও কারণে ভারতীয় অর্থনীতি থমকে গিয়েছিল ৷ সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়নি ৷ সবকিছুই দেরিতে হচ্ছিল ৷ আর এমন সময়ে আমি এইচএসবিসি ছেড়ে দিই ৷ সেখানে অর্থনীতির উন্নতির প্রশ্নে চিনের নাম অন্তত 30 বার নেওয়া হলে, ভারতের নাম খুব জোর একবার উঠে এসেছে ৷’’

আরও পড়ুন: দিনের শুরুতে ফের পতন শেয়ার বাজারে, পরে কিছুটা থিতু

1991 সালে ভারতীয় অর্থনীতির সংস্কারে মনমোহন সিংয়ের ভূমিকার প্রশংসা করেন নারায়ণ মূর্তি ৷ পুরো কৃতিত্ব তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকেই দিয়েছেন ৷ এ দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ কী ? এর জবাবে নারায়ণ মূর্তি বলেন, ‘‘এটা তরুণ প্রজন্মের দায়িত্ব মানুষের কাছে ভারতের নাম উল্লেখ করা ৷ যখনই তাঁরা অন্য কোনও দেশের, বিশেষ করে চিনের নাম উল্লেখ করে, তখন এই বিশ্বাসটা রাখতে হবে যে, তরুণ প্রজন্ম ভারতের নামটাও তুলে ধরতে সক্ষম হবে ৷’’ পাশাপাশি, নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশংসাও করেন নারায়ণ মূর্তি ৷ সেখানে এনডিএ সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) এবং ‘স্টার্টআপ ইন্ডিয়া’ (Startup India)-র ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

Last Updated : Sep 24, 2022, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.