দিল্লি, 23 জানুয়ারি : জাতীয় ভোটার দিবসে ডিজিটাল ভোটার কার্ডের সূচনা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ 25 জানুয়ারি ইলেকট্রনিক ইলেক্ট্রোরাল ফোটো আইডেন্টিটি কার্ডের সূচনা করবে ৷ এই নয়া ভোটার আইডি কার্ড ইপিআইসি-র তরফে চালু করা নন-এডিটেবল কার্ড হবে ৷ যা পিডিএফ ফর্ম্য়াটে গ্রাহকদের জন্য় ইশু করা হবে ৷ এটি কিউআর কোডের সঙ্গে ছবি এবং সিরিয়াল নম্বর, পার্ট নম্বর দ্বারা সুরক্ষিত থাকবে ৷
এই ইলেকট্রনিক ভোটার আইডি কার্ড দু’টি ভাগে চালু করা হবে ৷ প্রথম ভাগে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত নতুন ভোটারদের দেওয়া হবে ৷ যারা ফর্ম 6 ফিলআপ করার সময় রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছিলেন, তাঁরা এই ইলেকট্রনিক ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ৷ দ্বিতীয় ভাগের কার্ড ইশু করা হবে 1 ফেব্রুয়ারি থেকে সাধারণ ভোটারদের জন্য় ৷ যাদের নাম আগে থেকেই ভোটার তালিকায় তোলা রয়েছে ৷ তবে, এক্ষেত্রেও যাঁদের মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে তাঁরাই ইলেকট্রনিক ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ৷
আরও পড়ুন : কলকাতায় এলেন সুনীল অরোরা, শুক্রবার জানাবেন নির্বাচনের রূপরেখা
এই ডিজিটাল ভোটার আইডি কার্ড অসম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন ৷