ETV Bharat / bharat

Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল !  নতুন তারিখ জানাল কমিশন

ECI changes the date of Assembly poll in Rajasthan. ভোটের দিন প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠান থাকায় শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন ৷ এত পরিমাণ বিয়ের অনুষ্ঠান রয়েছে যার জন্য দিন পরিবর্তন করতে হচ্ছে ৷ 23 নভেম্বরের পরিবর্তে এবার রাজস্থানে ভোট হবে আগামী 25 নভেম্বর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 5:07 PM IST

Updated : Oct 11, 2023, 6:11 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: রাজ্যে প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠানের কারণে শেষ পর্যন্ত রাজস্থানে বিধানসভা ভোটের দিন পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন ৷ সোমবার যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, সেখানে রাজস্থানে আগামী 23 নভেম্বর এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই তারিখ পরিবর্তন করে দিতে বাধ্য হল কমিশন ৷ কারণ হিসাবে খোদ কমিশন জানাচ্ছে, এত পরিমাণ বিয়ের অনুষ্ঠান রয়েছে যে কারণে দিন পরিবর্তন করতে হচ্ছে ৷ 23 নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ভোটগ্রহণ হবে আগামী 25 নভেম্বর ৷

নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজস্থানে ভোটের তারিখ পরিবর্তন করা হচ্ছে ৷ সেক্ষেত্রে কমিশনের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে উত্থাপিত ইস্যুগুলিকে বিবেচনা করেই ভোটগ্রহণের দিন পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কমিশনের দাবি, সেই দিন অর্থাৎ 23 নভেম্বর প্রচুর সংখ্যক বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের কথা বিবেচনা করে দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে ৷

কমিশনের তরফে জানানো হয়েছে, সামাজিক অনুষ্ঠানে ভোট হলে বিপুল সংখ্যক লোকের অসুবিধার কারণ হতে পারে ৷ ভোটের সরঞ্জাম নিয়ে যওয়া আসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হতে পারে বলে মনে করছে কমিশন ৷ এমনকী কমিশনের আশঙ্কা, ভোটের সময় ভোটারদের অংশগ্রহণ কম হতে পারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার দরুণ ৷ সেই সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত ভোটের দিনই বদলে দিল কমিশন ৷

এক বিবৃতিতে, কমিশন জানিয়েছে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের তরফে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ সেই ভিত্তিতে ভোটের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখতে প্রয়োজন রাজনৈতিক দলগুলির দায়বদ্ধতা

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যাবতীয় বিষয়গুলি এবং উপস্থাপনাগুলিকে বিবেচনা করে রাজস্থানে বিধানসভা ভোটের তারিখ 23 নভেম্বর, বৃহস্পতিবারের পরিবর্তে 25 নভেম্বর অর্থাৎ, শনিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে ভোট গণনা এবং ফল প্রকাশের দিন অপরিবর্তিত (3 ডিসেম্বর) নির্ধারিত থাকছে ৷ প্রসঙ্গত, গত সোমবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি, 11 অক্টোবর: রাজ্যে প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠানের কারণে শেষ পর্যন্ত রাজস্থানে বিধানসভা ভোটের দিন পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন ৷ সোমবার যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, সেখানে রাজস্থানে আগামী 23 নভেম্বর এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই তারিখ পরিবর্তন করে দিতে বাধ্য হল কমিশন ৷ কারণ হিসাবে খোদ কমিশন জানাচ্ছে, এত পরিমাণ বিয়ের অনুষ্ঠান রয়েছে যে কারণে দিন পরিবর্তন করতে হচ্ছে ৷ 23 নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ভোটগ্রহণ হবে আগামী 25 নভেম্বর ৷

নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজস্থানে ভোটের তারিখ পরিবর্তন করা হচ্ছে ৷ সেক্ষেত্রে কমিশনের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে উত্থাপিত ইস্যুগুলিকে বিবেচনা করেই ভোটগ্রহণের দিন পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কমিশনের দাবি, সেই দিন অর্থাৎ 23 নভেম্বর প্রচুর সংখ্যক বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের কথা বিবেচনা করে দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে ৷

কমিশনের তরফে জানানো হয়েছে, সামাজিক অনুষ্ঠানে ভোট হলে বিপুল সংখ্যক লোকের অসুবিধার কারণ হতে পারে ৷ ভোটের সরঞ্জাম নিয়ে যওয়া আসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হতে পারে বলে মনে করছে কমিশন ৷ এমনকী কমিশনের আশঙ্কা, ভোটের সময় ভোটারদের অংশগ্রহণ কম হতে পারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার দরুণ ৷ সেই সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত ভোটের দিনই বদলে দিল কমিশন ৷

এক বিবৃতিতে, কমিশন জানিয়েছে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের তরফে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ সেই ভিত্তিতে ভোটের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখতে প্রয়োজন রাজনৈতিক দলগুলির দায়বদ্ধতা

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যাবতীয় বিষয়গুলি এবং উপস্থাপনাগুলিকে বিবেচনা করে রাজস্থানে বিধানসভা ভোটের তারিখ 23 নভেম্বর, বৃহস্পতিবারের পরিবর্তে 25 নভেম্বর অর্থাৎ, শনিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে ভোট গণনা এবং ফল প্রকাশের দিন অপরিবর্তিত (3 ডিসেম্বর) নির্ধারিত থাকছে ৷ প্রসঙ্গত, গত সোমবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

Last Updated : Oct 11, 2023, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.