এলাহবাদ (উত্তর প্রদেশ), 12 মে : করোনা প্যান্ডেমিকের মধ্যেও কেন নির্বাচনের অনুমতি দেওয়া হল ৷ এই নিয়ে নির্বাচন কমিশন, উচ্চতর আদালত ও কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল এলাহবাদ হাই কোর্ট ৷ আদালত জানিয়েছে, বিভিন্ন রাজ্যে ভোট ও উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনের অনুমতি দিয়ে বিপর্যয়ের পরিস্থিতি আটকাতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, উচ্চতর আদালত ও কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে শহর থেকে গ্রাম সর্বত্র সংক্রমণ ছড়াচ্ছে ৷
গ্রেফতার হতে হলে কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে ৷ তাই জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি ৷ সেই মামলার শুনানি বুধবার ছিল এলাহবাদ হাই কোর্টের বিচারপতি সিদ্ধার্থর ডিভিসন বেঞ্চে ৷ ওই ব্যক্তিকে আদালত জামিন দেয় ৷ আর সেই জামিন দেওয়ার শুনানিতেই এই পর্যবেক্ষণ দিয়েছে এলাহবাদ হাই কোর্ট ৷
একই সঙ্গে আদালত জানিয়েছে যে উত্তর প্রদেশ সরকার করোনা মোকাবিলায় সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ শহরাঞ্চলে যেমন সংক্রমণ বেড়েছে, তেমন গ্রামের মানুষও আক্রান্ত ৷ ওই রাজ্যের সরকার সঠিক ভাবে প্রস্তুত ছিল না বলেই মন্তব্য করা হয়েছে আদালতের তরফে ৷
এর আগে মঙ্গলবার এলাহবাদ হাই কোর্ট জানিয়েছিল যে উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা করোনায় মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ পর্যাপ্ত নয় ৷ তা অন্তত এক কোটি টাকা হওয়া উচিত ৷
আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু
উল্লেখ্য, এর আগে ভোট নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছিল মাদ্রাজ হাই কোর্ট ৷ এবার এলাহাবাদ হাই কোর্টও কাঠগড়ায় তুলল নির্বাচন কমিশনকে ৷