ETV Bharat / bharat

Rail Scraps Price Increases : বাতিল যন্ত্রাংশ বিক্রি করে গত বছরের তুলনায় 80 শতাংশ লাভ পূর্ব রেলের - বাতিল যন্ত্রাংশ বিক্রি করেই লাভের মুখ দেখল রেল

বাতিল যন্ত্রাংশ বিক্রি করে বড় লাভের মুখ দেখছে পূর্ব রেল ৷ একদিনেই আয় হল 8 কোটি টাকা ৷ এমনকি এখনও পর্যন্ত এবছর যে 203 কোটি টাকা আয় করছে তারা, তা গত বছরের তুলনায় প্রায় 80 শতাংশ বেশি (Eastern railway is getting good price for rail scraps sell)।

Eastern railway is getting good price for rail scraps sell
বাতিল যন্ত্রাংশ বিক্রি করে বড় লাভের মুখ দেখছে পূর্ব রেল
author img

By

Published : Dec 10, 2021, 7:35 PM IST

হাওড়া, 10 ডিসেম্বর : রেলের বাতিল যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে । সেই থেকেই বিভিন্ন সময়ে পূর্ব রেল তার বাতিল যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে আসছে । এতে একদিকে যেমন রেলের আয় বাড়ে, ঠিক তার পাশাপাশি কাজের জন্য জায়গার পরিমাণও বৃদ্ধি পায় । অবার রেল ট্রাকের কাছে পরে থাকা এই বাতিল যন্ত্রাংশ থেকে দুর্ঘটনা ঘটার ঝুঁকিও কমে ।

বাতিল যন্ত্রাংশ বিক্রি থেকে রেলের আয়ের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে (Eastern railway is getting good price for rail scraps sell)। বৃহস্পতিবার এই বাতিল যন্ত্রাংশের বিক্রি থেকে একদিনে রেলের আয় হয়েছে 8 কোটি টাকা এবং এই বছরে এখনও অবধি মোট আয় বেড়ে দাঁড়িয়েছে 203 কোটি টাকায় । রেলের দাবি অনুযায়ী, এই আয় গত বছরের তুলনায় প্রায় 80% বেশি ।

আরও পড়ুন :উৎসবের মরশুমে পাহাড়ে সূচনা নয়া জয় রাইড পরিষেবার

সম্প্রতি রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির পরিমাণ দেখে এই বছর 265 কোটি টাকার যন্ত্রাংশ বিক্রির যে লক্ষ্যমাত্রা রেখেছিল রেল বোর্ড, তা আগামী বছর মার্চ মাসের আগেই পূর্ণ হয়ে যাবে । প্রসঙ্গত, যাত্রী-টিকিটের দাম না বাড়িয়ে অন্যান্য উপায়ে আয় বৃদ্ধির চেষ্টা শুরু করেছে ভারতীয় রেল । পাশাপাশি কোভিডের কারণে দীর্ঘ লকডাউন থাকায় দুরপাল্লা ও লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল বেশ কয়েক মাস । যার জেরে লোকসানের মুখে পড়তে হয়েছিল রেল বোর্ডকে । সেই লোকসান থেকে কিছুটা মুক্তি পেতে এই বাতিল যন্ত্রাংশ বিক্রি একটি অন্যতম উপায় হয়ে উঠতে পারে বলে মনে করছেন রেলকর্তারা ।

হাওড়া, 10 ডিসেম্বর : রেলের বাতিল যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে । সেই থেকেই বিভিন্ন সময়ে পূর্ব রেল তার বাতিল যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে আসছে । এতে একদিকে যেমন রেলের আয় বাড়ে, ঠিক তার পাশাপাশি কাজের জন্য জায়গার পরিমাণও বৃদ্ধি পায় । অবার রেল ট্রাকের কাছে পরে থাকা এই বাতিল যন্ত্রাংশ থেকে দুর্ঘটনা ঘটার ঝুঁকিও কমে ।

বাতিল যন্ত্রাংশ বিক্রি থেকে রেলের আয়ের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে (Eastern railway is getting good price for rail scraps sell)। বৃহস্পতিবার এই বাতিল যন্ত্রাংশের বিক্রি থেকে একদিনে রেলের আয় হয়েছে 8 কোটি টাকা এবং এই বছরে এখনও অবধি মোট আয় বেড়ে দাঁড়িয়েছে 203 কোটি টাকায় । রেলের দাবি অনুযায়ী, এই আয় গত বছরের তুলনায় প্রায় 80% বেশি ।

আরও পড়ুন :উৎসবের মরশুমে পাহাড়ে সূচনা নয়া জয় রাইড পরিষেবার

সম্প্রতি রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির পরিমাণ দেখে এই বছর 265 কোটি টাকার যন্ত্রাংশ বিক্রির যে লক্ষ্যমাত্রা রেখেছিল রেল বোর্ড, তা আগামী বছর মার্চ মাসের আগেই পূর্ণ হয়ে যাবে । প্রসঙ্গত, যাত্রী-টিকিটের দাম না বাড়িয়ে অন্যান্য উপায়ে আয় বৃদ্ধির চেষ্টা শুরু করেছে ভারতীয় রেল । পাশাপাশি কোভিডের কারণে দীর্ঘ লকডাউন থাকায় দুরপাল্লা ও লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল বেশ কয়েক মাস । যার জেরে লোকসানের মুখে পড়তে হয়েছিল রেল বোর্ডকে । সেই লোকসান থেকে কিছুটা মুক্তি পেতে এই বাতিল যন্ত্রাংশ বিক্রি একটি অন্যতম উপায় হয়ে উঠতে পারে বলে মনে করছেন রেলকর্তারা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.