ETV Bharat / bharat

Tremors in Delhi NCR: তিনদিনে দ্বিতীয়বার, জোরালো ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী - জোরালো ভূকম্পন কেঁপে উঠল রাজধানী

উত্তরাখণ্ডের যোশিমঠ থেকে 212 কিমি দক্ষিণ-পূর্ব অঞ্চলে উৎসস্থলে এদিন কম্পনের তীব্রতা ছিল 5.4 (The epicentre was again in Nepal) ৷ যদিও গত মঙ্গলবারের তুলনায় তা অনেকটাই কম ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 12, 2022, 8:30 PM IST

Updated : Nov 12, 2022, 8:56 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর: 72 ঘণ্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি এবং তদসংলগ্ন অঞ্চল ৷ শনিবার সন্ধ্যা 8টা নাগাদ রাজধানী-সহ কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও (Earthquake Tremors Felt In Delhi NCR) ৷ ক্ষয়ক্ষতির খবর না-মিললেও আবাসন-কার্যালয় ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷ রাজধানীতে এদিন কম্পনের স্থায়িত্ব ছিল পাঁচ সেকেন্ড ৷

এদিনও কম্পনের উৎসস্থল ছিল নেপাল ৷ উত্তরাখণ্ডের যোশিমঠ থেকে 212 কিমি দক্ষিণ-পূর্ব অঞ্চলে উৎসস্থলে এদিন কম্পনের তীব্রতা ছিল 5.4 (The epicentre was again in Nepal, while the magnitude was 5.4 on the Richter scale) ৷ যদিও গত মঙ্গলবারের তুলনায় তা অনেকটাই কম ৷ দিনতিনেক আগে রিখটার স্কেলে 6.3 তীব্রতায় কেঁপে উঠেছিল নয়াদিল্লি ৷ প্রতিবেশী নেপালে ওইদিন কম্পনে প্রাণ হারিয়েছিলেন 6 জন ৷ এই নিয়ে চলতি সপ্তাহে তিন-তিনবার কেঁপে উঠল নেপাল ৷

আরও পড়ুন: Earthquake Hits Nepal: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের দোটি, মৃত কমপক্ষে 6

এনসিএস জানিয়েছে, এদিন 7টা 57 মিনিটে নয়াদিল্লিতে অনুভূত হয় হয় ৷ তবে এই কম্পনের কেন্দ্র ছিল ভূগর্ভের 10 কিমি গভীরে ৷ নেপালে এদিন কম্পন হয় স্থানীয় সময় সন্ধে 8টা 12 মিনিটে ৷ নয়াদিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও অনুভূত হয় ভূকম্পন ৷

নয়াদিল্লি, 12 নভেম্বর: 72 ঘণ্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি এবং তদসংলগ্ন অঞ্চল ৷ শনিবার সন্ধ্যা 8টা নাগাদ রাজধানী-সহ কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও (Earthquake Tremors Felt In Delhi NCR) ৷ ক্ষয়ক্ষতির খবর না-মিললেও আবাসন-কার্যালয় ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷ রাজধানীতে এদিন কম্পনের স্থায়িত্ব ছিল পাঁচ সেকেন্ড ৷

এদিনও কম্পনের উৎসস্থল ছিল নেপাল ৷ উত্তরাখণ্ডের যোশিমঠ থেকে 212 কিমি দক্ষিণ-পূর্ব অঞ্চলে উৎসস্থলে এদিন কম্পনের তীব্রতা ছিল 5.4 (The epicentre was again in Nepal, while the magnitude was 5.4 on the Richter scale) ৷ যদিও গত মঙ্গলবারের তুলনায় তা অনেকটাই কম ৷ দিনতিনেক আগে রিখটার স্কেলে 6.3 তীব্রতায় কেঁপে উঠেছিল নয়াদিল্লি ৷ প্রতিবেশী নেপালে ওইদিন কম্পনে প্রাণ হারিয়েছিলেন 6 জন ৷ এই নিয়ে চলতি সপ্তাহে তিন-তিনবার কেঁপে উঠল নেপাল ৷

আরও পড়ুন: Earthquake Hits Nepal: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের দোটি, মৃত কমপক্ষে 6

এনসিএস জানিয়েছে, এদিন 7টা 57 মিনিটে নয়াদিল্লিতে অনুভূত হয় হয় ৷ তবে এই কম্পনের কেন্দ্র ছিল ভূগর্ভের 10 কিমি গভীরে ৷ নেপালে এদিন কম্পন হয় স্থানীয় সময় সন্ধে 8টা 12 মিনিটে ৷ নয়াদিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও অনুভূত হয় ভূকম্পন ৷

Last Updated : Nov 12, 2022, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.