দিল্লি, 12 ফেব্রুয়ারি : তীব্র ভূমিকম্পে কাঁপল দিল্লি ও উত্তর ভারতের একাধিক এলাকা ৷ শুক্রবার রাত 10টা 34 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷ কম্পন অনুভূত হয় উত্তর ভারতের একাধিক এলাকায় ৷
দিল্লির পাশাপাশি হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয় ৷ ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 6.1 ৷ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল পঞ্জাবের অমৃতসর থেকে 21 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ৷
কম্পন অনুভূত হতেই ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ যদিও আফটার শকের আশঙ্কায় ভীত সাধারণ মানুষ ৷ তবে প্রশাসনের তরফেও সবাইকে সাবধান করা হয়েছে ৷