নয়াদিল্লি, 15 অক্টোবর: রবিবার বিকেলে ভূমিকম্পে কাঁপল দিল্লি ৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 3.1 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, দিল্লি-সহ গোটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (NCR) এদিনের কম্পন অনুভূত হয় ৷ বিকেল 4টে 8 মিনিটে এই ভূমিকম্প হয় ৷ তবে এতে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ৷ এর আগে গত 3 অক্টোবর 2 বার ভূমিকম্প হয় দিল্লিতে ৷ প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল 4.6 ও দ্বিতীয়টির 6.2 ৷
-
Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023
জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের এপি সেন্টার ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে 9 কিলোমিটার দূরে ও দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে ৷ হরিয়ানাতেও এদিন কম্পন অনুভূত হয় ৷ এদিনের ভূমিকম্পের ফলে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ৷ আতঙ্কে অনেকেই ঘর ও বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ সোশাল মিডিয়াতেও অনেকে তাঁদের এদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও, এদিন তা ভালোই টের পাওয়া গিয়েছে ৷ অনেকের ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে এই কম্পনের জেরে ৷
গত 3 তারিখ যে ভূমিকম্পটি হয়েছিল সেটির কেন্দ্র ছিল নেপাল ৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিমি গভীরে সেই কম্পন হয় ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর ওপি মিশ্র জানিয়েছেন, ভারত এমনিতেই ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে ৷ প্রতিদিনই এখানে ছোট ছোট কম্পন হয় ৷ বিভিন্ন ভূমিস্তরের মধ্যে জমে থাকা শক্তি যখন বাইরে বেরতে চায় তখন এই কম্পনের সৃষ্টি হয় ৷ যদি ভূমিকম্প রোধ প্রযুক্তি মেনে বাড়ি ও বহুতলগুলি তৈরি করা হয়, তাহলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ৷ সম্প্রতি আফগানাস্তানে প্রবল মাত্রার ভূমিকম্পে প্রায় 2 হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি, এপিসেন্টার নেপাল