শ্রীনগর, 5 ফেব্রুয়ারি: ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর (Earthquake In Jammu & Kashmir)। ভূমিকম্পের ঘটনাটি ঘটে শনিবার সকাল 9.45 মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.7 ম্যাগনিটিউট। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের 181 কিমি গভীরতার কোনও এলাকা। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 20 সেকেন্ড কম্পন স্থায়ী হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের 181 কিমি গভীরের অক্ষাংশের 36.340 কিমি এবং দ্রাঘিমাংশের 71.05 কিমির ভৌগলিক অবস্থানে। ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শহরের কেন্দ্রস্থল লালচক এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
আরও পড়ুন: কমছে সংক্রমণ, শনিবার মৃত্যু 1059
ক্ষতির হাত থেকে বাঁচতে এবং নিরাপদে থাকার জন্য লোকজনকে বাড়ি এবং অফিস থেকে খোলা জায়গায় চলে যেতে দেখা যায়। তবে, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি, নয়ডা-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। তবে, সেখান থেকেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।