ETV Bharat / bharat

Earthquake in Bangalore : ভূমিকম্পে কাঁপল ব্যাঙ্গালোর - Earthquake today in India

ব্যাঙ্গালোরে অনুভূত 3.3 রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প (Earthquake today in India) ৷ বুধবার সকাল সোওয়া সাতটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয় ৷

Earthquake in India
ব্যাঙ্গালোরে ভূমিকম্প
author img

By

Published : Dec 22, 2021, 9:38 AM IST

Updated : Dec 22, 2021, 1:23 PM IST

ব্যাঙ্গালোর, 22 ডিসেম্বর : মৃদু ভূকম্পন অনুভূত হল ব্যাঙ্গালোরে (Earthquake in Bangalore) ৷ রিখটার স্কেলে মাত্রা 3.3 ৷ ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল 7টা 14 মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে কর্নাটকে উত্তর-উত্তরপূর্বাঞ্চলে ৷ ব্য়াঙ্গালোর থেকে 66 কিলোমিটার দূরে উপকেন্দ্রটি ছিল ৷

  • Earthquake of Magnitude:3.3, Occurred on 22-12-2021, 07:14:32 IST, Lat: 13.55 & Long: 77.76, Depth: 23 Km ,Location: 66km NNE of Bengaluru, Karnataka, India for more information download the BhooKamp App https://t.co/iax6vbE3wO pic.twitter.com/irvoaQmaMF

    — National Center for Seismology (@NCS_Earthquake) December 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে মৃদু কম্পনে কারণে সাময়িকভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে ৷

আরও পড়ুন : Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা

ব্যাঙ্গালোর, 22 ডিসেম্বর : মৃদু ভূকম্পন অনুভূত হল ব্যাঙ্গালোরে (Earthquake in Bangalore) ৷ রিখটার স্কেলে মাত্রা 3.3 ৷ ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল 7টা 14 মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে কর্নাটকে উত্তর-উত্তরপূর্বাঞ্চলে ৷ ব্য়াঙ্গালোর থেকে 66 কিলোমিটার দূরে উপকেন্দ্রটি ছিল ৷

  • Earthquake of Magnitude:3.3, Occurred on 22-12-2021, 07:14:32 IST, Lat: 13.55 & Long: 77.76, Depth: 23 Km ,Location: 66km NNE of Bengaluru, Karnataka, India for more information download the BhooKamp App https://t.co/iax6vbE3wO pic.twitter.com/irvoaQmaMF

    — National Center for Seismology (@NCS_Earthquake) December 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে মৃদু কম্পনে কারণে সাময়িকভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে ৷

আরও পড়ুন : Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা

Last Updated : Dec 22, 2021, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.