ETV Bharat / bharat

Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির - BJP

যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।

earlier development was limited to political families, says Narendra Modi in Uttar Pradesh
নরেন্দ্র মোদি ।
author img

By

Published : Nov 16, 2021, 3:39 PM IST

সুলতানপুর, 16 নভেম্বর : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দল নিজেদের পারিবারিক সম্পত্তিবৃদ্ধি করতেই ব্যস্ত ছিল । রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে বিজেপি-র ক্ষমতায় আসার পরই ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরের করওয়াল খেরিতে 341 কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদি । সেখানে তিনি বলেন, ‘‘এত দিন উত্তরপ্রদেশে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকার রাজনীতি হয়েছে ৷ কারও মাথাব্যথা ছিল না রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে ৷ মাফিয়া রাজ এবং চরম দারিদ্রতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এক অংশের মানুষকে ৷ আজ সেখানে উন্নয়নের নতুন অধ্যায় লিখতে পেরে আমি খুশি৷’’

আরও পড়ুন: Narendra Modi: অডিট দিবস নিজেদের স্বচ্ছ দাবি করে ইউপিএ সরকারকে নিশানা মোদির

বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশের অবস্থা দেখে তিনি নিজেই শিউরে উঠতেন বলেও মন্তব্য করেন মোদি ৷ বলেন, ‘‘7-8 বছর আগে এখানকার অবস্থা দেখে শিউরে উঠতাম আমি ৷ ভাবতাম কেন উত্তরপ্রদেশের মানুষকে এ ভাবে শাস্তি দেওয়া হচ্ছে ? তাই 2014 সালে যখন দেশসেবার সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে সাংসদদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি ৷ আমি নিজে উত্তরপ্রদেশের জন্য বহু প্রকল্প এনেছি ৷ দরিদ্র মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, যাতে মহিলাদের শৌচকর্ম সারতে বাড়ির বাইরে যেতে না হয় ৷ এখন প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে ৷’’

আগের সরকারের ভূমিকায় তিনি ব্যথিত বলেও জানান মোদি ৷ তাঁর কথায়, ‘‘আগের সরকার যে আমার সঙ্গে কোনও সহযোগিতাই করেনি, এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ৷ নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে প্রকাশ্যে আমার পাশে পর্যন্ত দাঁড়াত না ৷ সাংসদ হিসেবেও এখানে এসেছি আমি ৷ কিন্তু বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর উধাও হয়ে যেত ৷ যোগীজির আগের সরকার উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে অন্যায় করেছে ৷ উন্নয়ন নিয়েও এমন ভাবে বৈষম্য করেছে, যাতে শুধু তাদের পরিবারেরই কল্যাণ হয়েছে, সম্পত্তিবৃদ্ধি হয়েছে ৷ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে তাই তাঁদের চিরকালের জন্য সরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ ৷’’

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুদ্ধবিমান অবতরণেও ব্যবহৃত হবে । কিন্তু যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় । বিজেপি এখন তাঁদের কৃতিত্ব ভাঙিয়ে খাচ্ছে । শুধু তাই নয়, এক্সপ্রেসওয়ে তৈরিতে অত্যন্ত নিম্নমানের মালমশলা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ । এ দিন মোদি আনুষ্ঠানিক ভাবে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার আগে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সাইকেলে চেপে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন ।

সুলতানপুর, 16 নভেম্বর : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দল নিজেদের পারিবারিক সম্পত্তিবৃদ্ধি করতেই ব্যস্ত ছিল । রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে বিজেপি-র ক্ষমতায় আসার পরই ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরের করওয়াল খেরিতে 341 কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদি । সেখানে তিনি বলেন, ‘‘এত দিন উত্তরপ্রদেশে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকার রাজনীতি হয়েছে ৷ কারও মাথাব্যথা ছিল না রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে ৷ মাফিয়া রাজ এবং চরম দারিদ্রতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এক অংশের মানুষকে ৷ আজ সেখানে উন্নয়নের নতুন অধ্যায় লিখতে পেরে আমি খুশি৷’’

আরও পড়ুন: Narendra Modi: অডিট দিবস নিজেদের স্বচ্ছ দাবি করে ইউপিএ সরকারকে নিশানা মোদির

বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশের অবস্থা দেখে তিনি নিজেই শিউরে উঠতেন বলেও মন্তব্য করেন মোদি ৷ বলেন, ‘‘7-8 বছর আগে এখানকার অবস্থা দেখে শিউরে উঠতাম আমি ৷ ভাবতাম কেন উত্তরপ্রদেশের মানুষকে এ ভাবে শাস্তি দেওয়া হচ্ছে ? তাই 2014 সালে যখন দেশসেবার সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে সাংসদদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি ৷ আমি নিজে উত্তরপ্রদেশের জন্য বহু প্রকল্প এনেছি ৷ দরিদ্র মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, যাতে মহিলাদের শৌচকর্ম সারতে বাড়ির বাইরে যেতে না হয় ৷ এখন প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে ৷’’

আগের সরকারের ভূমিকায় তিনি ব্যথিত বলেও জানান মোদি ৷ তাঁর কথায়, ‘‘আগের সরকার যে আমার সঙ্গে কোনও সহযোগিতাই করেনি, এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ৷ নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে প্রকাশ্যে আমার পাশে পর্যন্ত দাঁড়াত না ৷ সাংসদ হিসেবেও এখানে এসেছি আমি ৷ কিন্তু বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর উধাও হয়ে যেত ৷ যোগীজির আগের সরকার উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে অন্যায় করেছে ৷ উন্নয়ন নিয়েও এমন ভাবে বৈষম্য করেছে, যাতে শুধু তাদের পরিবারেরই কল্যাণ হয়েছে, সম্পত্তিবৃদ্ধি হয়েছে ৷ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে তাই তাঁদের চিরকালের জন্য সরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ ৷’’

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুদ্ধবিমান অবতরণেও ব্যবহৃত হবে । কিন্তু যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় । বিজেপি এখন তাঁদের কৃতিত্ব ভাঙিয়ে খাচ্ছে । শুধু তাই নয়, এক্সপ্রেসওয়ে তৈরিতে অত্যন্ত নিম্নমানের মালমশলা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ । এ দিন মোদি আনুষ্ঠানিক ভাবে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার আগে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সাইকেলে চেপে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.