ETV Bharat / bharat

Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির

যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।

earlier development was limited to political families, says Narendra Modi in Uttar Pradesh
নরেন্দ্র মোদি ।
author img

By

Published : Nov 16, 2021, 3:39 PM IST

সুলতানপুর, 16 নভেম্বর : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দল নিজেদের পারিবারিক সম্পত্তিবৃদ্ধি করতেই ব্যস্ত ছিল । রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে বিজেপি-র ক্ষমতায় আসার পরই ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরের করওয়াল খেরিতে 341 কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদি । সেখানে তিনি বলেন, ‘‘এত দিন উত্তরপ্রদেশে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকার রাজনীতি হয়েছে ৷ কারও মাথাব্যথা ছিল না রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে ৷ মাফিয়া রাজ এবং চরম দারিদ্রতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এক অংশের মানুষকে ৷ আজ সেখানে উন্নয়নের নতুন অধ্যায় লিখতে পেরে আমি খুশি৷’’

আরও পড়ুন: Narendra Modi: অডিট দিবস নিজেদের স্বচ্ছ দাবি করে ইউপিএ সরকারকে নিশানা মোদির

বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশের অবস্থা দেখে তিনি নিজেই শিউরে উঠতেন বলেও মন্তব্য করেন মোদি ৷ বলেন, ‘‘7-8 বছর আগে এখানকার অবস্থা দেখে শিউরে উঠতাম আমি ৷ ভাবতাম কেন উত্তরপ্রদেশের মানুষকে এ ভাবে শাস্তি দেওয়া হচ্ছে ? তাই 2014 সালে যখন দেশসেবার সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে সাংসদদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি ৷ আমি নিজে উত্তরপ্রদেশের জন্য বহু প্রকল্প এনেছি ৷ দরিদ্র মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, যাতে মহিলাদের শৌচকর্ম সারতে বাড়ির বাইরে যেতে না হয় ৷ এখন প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে ৷’’

আগের সরকারের ভূমিকায় তিনি ব্যথিত বলেও জানান মোদি ৷ তাঁর কথায়, ‘‘আগের সরকার যে আমার সঙ্গে কোনও সহযোগিতাই করেনি, এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ৷ নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে প্রকাশ্যে আমার পাশে পর্যন্ত দাঁড়াত না ৷ সাংসদ হিসেবেও এখানে এসেছি আমি ৷ কিন্তু বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর উধাও হয়ে যেত ৷ যোগীজির আগের সরকার উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে অন্যায় করেছে ৷ উন্নয়ন নিয়েও এমন ভাবে বৈষম্য করেছে, যাতে শুধু তাদের পরিবারেরই কল্যাণ হয়েছে, সম্পত্তিবৃদ্ধি হয়েছে ৷ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে তাই তাঁদের চিরকালের জন্য সরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ ৷’’

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুদ্ধবিমান অবতরণেও ব্যবহৃত হবে । কিন্তু যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় । বিজেপি এখন তাঁদের কৃতিত্ব ভাঙিয়ে খাচ্ছে । শুধু তাই নয়, এক্সপ্রেসওয়ে তৈরিতে অত্যন্ত নিম্নমানের মালমশলা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ । এ দিন মোদি আনুষ্ঠানিক ভাবে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার আগে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সাইকেলে চেপে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন ।

সুলতানপুর, 16 নভেম্বর : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন । তার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দল নিজেদের পারিবারিক সম্পত্তিবৃদ্ধি করতেই ব্যস্ত ছিল । রাজ্যে উন্নয়ন শুরু হয়েছে বিজেপি-র ক্ষমতায় আসার পরই ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরের করওয়াল খেরিতে 341 কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদি । সেখানে তিনি বলেন, ‘‘এত দিন উত্তরপ্রদেশে দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকার রাজনীতি হয়েছে ৷ কারও মাথাব্যথা ছিল না রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে ৷ মাফিয়া রাজ এবং চরম দারিদ্রতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এক অংশের মানুষকে ৷ আজ সেখানে উন্নয়নের নতুন অধ্যায় লিখতে পেরে আমি খুশি৷’’

আরও পড়ুন: Narendra Modi: অডিট দিবস নিজেদের স্বচ্ছ দাবি করে ইউপিএ সরকারকে নিশানা মোদির

বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশের অবস্থা দেখে তিনি নিজেই শিউরে উঠতেন বলেও মন্তব্য করেন মোদি ৷ বলেন, ‘‘7-8 বছর আগে এখানকার অবস্থা দেখে শিউরে উঠতাম আমি ৷ ভাবতাম কেন উত্তরপ্রদেশের মানুষকে এ ভাবে শাস্তি দেওয়া হচ্ছে ? তাই 2014 সালে যখন দেশসেবার সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশের উন্নয়ন নিয়ে সাংসদদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি ৷ আমি নিজে উত্তরপ্রদেশের জন্য বহু প্রকল্প এনেছি ৷ দরিদ্র মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, যাতে মহিলাদের শৌচকর্ম সারতে বাড়ির বাইরে যেতে না হয় ৷ এখন প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে ৷’’

আগের সরকারের ভূমিকায় তিনি ব্যথিত বলেও জানান মোদি ৷ তাঁর কথায়, ‘‘আগের সরকার যে আমার সঙ্গে কোনও সহযোগিতাই করেনি, এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ৷ নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে প্রকাশ্যে আমার পাশে পর্যন্ত দাঁড়াত না ৷ সাংসদ হিসেবেও এখানে এসেছি আমি ৷ কিন্তু বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর উধাও হয়ে যেত ৷ যোগীজির আগের সরকার উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে অন্যায় করেছে ৷ উন্নয়ন নিয়েও এমন ভাবে বৈষম্য করেছে, যাতে শুধু তাদের পরিবারেরই কল্যাণ হয়েছে, সম্পত্তিবৃদ্ধি হয়েছে ৷ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে তাই তাঁদের চিরকালের জন্য সরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ ৷’’

আরও পড়ুন: Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুদ্ধবিমান অবতরণেও ব্যবহৃত হবে । কিন্তু যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে পূর্বতন অখিলেশ যাদব সরকারকে নিশানা করেছেন মোদি, সেই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব নিয়েও রাজনৈতিক তরজা চলছে উত্তরপ্রদেশে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবি, তাঁর সরকার ক্ষমতায় থাকাকালীনই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় । বিজেপি এখন তাঁদের কৃতিত্ব ভাঙিয়ে খাচ্ছে । শুধু তাই নয়, এক্সপ্রেসওয়ে তৈরিতে অত্যন্ত নিম্নমানের মালমশলা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ । এ দিন মোদি আনুষ্ঠানিক ভাবে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার আগে সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সাইকেলে চেপে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.