ETV Bharat / bharat

Jaishankar on Hindu Nationalist Govt: কেন ভারত সরকারকে 'হিন্দু জাতীয়তাবাদী' বলা হবে ? সরব বিদেশমন্ত্রী - ভারত সরকারকে হিন্দু জাতীয়তাবাদী বলে উল্লেখ

হিন্দু জাতীয়তাবাদী সরকার বলা নিয়ে এবার সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar on Hindu Nationalist) ৷ অভিযোগ করলেন, বিদেশের বিশেষ করে মার্কিন ও ইউরোপিয়ান সংবাদপত্রগুলিতে এই বিশেষণ ভারতের জন্য ব্যবহার করা হয়, যা কখনই সঠিক নয় ৷

Jaishankar on Hindu Nationalist ETV BHARAT
Jaishankar on Hindu Nationalist
author img

By

Published : Jan 29, 2023, 10:43 AM IST

পুনে, 29 জানুয়ারি: ভারত সরকারকে 'হিন্দু জাতীয়তাবাদী' বলে উল্লেখ করা নিয়ে সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ মূলত মার্কিন ও ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলিকেই নিশানা করেন মোদি মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য (EAM S Jaishankar Criticises Adjective Hindu Nationalist Government) ৷ তিনি জানালেন, বিদেশের সংবাদপত্রগুলি 'হিন্দু জাতীয়তাবাদী' বিশেষণটা ভারত সরকারের জন্য সংরক্ষণ করে রেখেছে ৷ কিন্তু আদতে ভারত এমন একটা দেশে যারা বিশ্বকে সঙ্গে নিয়ে চলে, বাদ দিয়ে নয় ৷ শনিবার পুনেতে তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন বিদেশমন্ত্রী ৷

তিনি আরও বলেন, "যদি আপনি বিদেশি সংবাদপত্রগুলি পড়েন, দেখবেন ওরা হিন্দু জাতীয়তাবাদী সরকার জাতীয় শব্দ ব্যবহার করে ৷ আমেরিকা বা ইউরোপে ওরা খ্রিস্টান জাতীয়তাবাদী কথাটা বলে না ৷ এই বিশেষণটা যেন আমাদের জন্যই তোলা রয়েছে ! ওরা বুঝতে চায় না ভারত বাকি বিশ্বকে সঙ্গে নিয়ে চলতে চায়, বাদ দিয়ে নয় ৷"

বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর পুনেতে তাঁর বই দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড-এর আত্মপ্রকাশ করেন ৷ এই বইটি মারাঠি ভাষাতেও প্রকাশিত হয়েছে ৷ যার নাম রাখা হয়েছে 'ভারত মার্গ' ৷ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ শনিবার ওই অনুষ্ঠানেই মারাঠি ভাষা বিদেশমন্ত্রীর লেখা বইয়ের উদ্বোধন করেন ৷ সেখানেই ভারত সরকারের জাতীয়তাবাদী নীতির পক্ষে সরব হন তিনি ৷

জয়শঙ্কর বলেন, "গত 9 বছরে প্রতিদিন ভারতের সরকার এবং রাজনীতি অনেক বেশি করে জাতীয়তাবাদী পথে এগিয়েছে ৷ আর আমি মনে করি না এখানে ক্ষমা চাওয়ার কোনও কারণ আছে ৷ আর এই একই জাতীয়তাবাদী লোকেরাই বাইরের দেশকে সাহায্য করে এবং বিপর্যয়ের সময় সাহায্যের জন্য এগিয়ে যায় ৷

আরও পড়ুন: নতুন বছরে প্রথম 'মন কি বাত' মোদির, শুরু 11টায়

উল্লেখ্য, সম্প্রতি বিবিসি’র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পেয়েছে ৷ সেই তথ্যচিত্রটিকে নিয়ে ইতিমধ্য বিতর্ক শুরু হয়েছে ৷ এমনকী ভারতে সেই তথ্যচিত্রটি সবরকম প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগ উঠেছে সেই তথ্যচিত্রটি একটি নেতিবাচক প্রচারের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে ৷ যা নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন যে সেই তথ্যচিত্রটি ব্রিটেনের কয়েকটি আভ্যন্তরিণ তথ্যের উপর নির্ভর করে তৈরি করা ৷ আর সেখানে ভারত সরকার তথা নরেন্দ্র মোদির একনায়কতন্ত্র মানসিকতা দেখানো হয়েছে ৷ তা পুরোপুরি পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছিলেন অরিন্দম বাগচী ৷

পুনে, 29 জানুয়ারি: ভারত সরকারকে 'হিন্দু জাতীয়তাবাদী' বলে উল্লেখ করা নিয়ে সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ মূলত মার্কিন ও ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলিকেই নিশানা করেন মোদি মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য (EAM S Jaishankar Criticises Adjective Hindu Nationalist Government) ৷ তিনি জানালেন, বিদেশের সংবাদপত্রগুলি 'হিন্দু জাতীয়তাবাদী' বিশেষণটা ভারত সরকারের জন্য সংরক্ষণ করে রেখেছে ৷ কিন্তু আদতে ভারত এমন একটা দেশে যারা বিশ্বকে সঙ্গে নিয়ে চলে, বাদ দিয়ে নয় ৷ শনিবার পুনেতে তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন বিদেশমন্ত্রী ৷

তিনি আরও বলেন, "যদি আপনি বিদেশি সংবাদপত্রগুলি পড়েন, দেখবেন ওরা হিন্দু জাতীয়তাবাদী সরকার জাতীয় শব্দ ব্যবহার করে ৷ আমেরিকা বা ইউরোপে ওরা খ্রিস্টান জাতীয়তাবাদী কথাটা বলে না ৷ এই বিশেষণটা যেন আমাদের জন্যই তোলা রয়েছে ! ওরা বুঝতে চায় না ভারত বাকি বিশ্বকে সঙ্গে নিয়ে চলতে চায়, বাদ দিয়ে নয় ৷"

বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর পুনেতে তাঁর বই দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড-এর আত্মপ্রকাশ করেন ৷ এই বইটি মারাঠি ভাষাতেও প্রকাশিত হয়েছে ৷ যার নাম রাখা হয়েছে 'ভারত মার্গ' ৷ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ শনিবার ওই অনুষ্ঠানেই মারাঠি ভাষা বিদেশমন্ত্রীর লেখা বইয়ের উদ্বোধন করেন ৷ সেখানেই ভারত সরকারের জাতীয়তাবাদী নীতির পক্ষে সরব হন তিনি ৷

জয়শঙ্কর বলেন, "গত 9 বছরে প্রতিদিন ভারতের সরকার এবং রাজনীতি অনেক বেশি করে জাতীয়তাবাদী পথে এগিয়েছে ৷ আর আমি মনে করি না এখানে ক্ষমা চাওয়ার কোনও কারণ আছে ৷ আর এই একই জাতীয়তাবাদী লোকেরাই বাইরের দেশকে সাহায্য করে এবং বিপর্যয়ের সময় সাহায্যের জন্য এগিয়ে যায় ৷

আরও পড়ুন: নতুন বছরে প্রথম 'মন কি বাত' মোদির, শুরু 11টায়

উল্লেখ্য, সম্প্রতি বিবিসি’র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পেয়েছে ৷ সেই তথ্যচিত্রটিকে নিয়ে ইতিমধ্য বিতর্ক শুরু হয়েছে ৷ এমনকী ভারতে সেই তথ্যচিত্রটি সবরকম প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগ উঠেছে সেই তথ্যচিত্রটি একটি নেতিবাচক প্রচারের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে ৷ যা নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন যে সেই তথ্যচিত্রটি ব্রিটেনের কয়েকটি আভ্যন্তরিণ তথ্যের উপর নির্ভর করে তৈরি করা ৷ আর সেখানে ভারত সরকার তথা নরেন্দ্র মোদির একনায়কতন্ত্র মানসিকতা দেখানো হয়েছে ৷ তা পুরোপুরি পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছিলেন অরিন্দম বাগচী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.