নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi attacks congress over Emergency) ৷ কোনও রাখঢাক না করে সরাসরি তাঁর অভিযোগ, কংগ্রেস না থাকলে ভারতকে জরুরি অবস্থা, দুর্নীতি, শিখবিরোধী হিংসা (PM Modi on anti sikh riots), কাশ্মীরী পণ্ডিতদের প্রস্থান দেখতে হত না ৷ কংগ্রেসকে নিশানা করে মোদির তোপ, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি রাজনৈতিক দলের পরিবারতন্ত্র (dynastic parties are biggest threat to democracy)৷
বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় গতকাল লোকসভায় কংগ্রেসকে তুলোধোনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রাজ্যসভায় (PM Modi at Rajya Sabha) তিনি সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন ৷ কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হল পরিবারতান্ত্রিক দল ৷ যখন একটি রাজনৈতিক দলে একটিই পরিবার বেশি প্রভাবশালী হয়ে পড়ে, তখন রাজনৈতিক প্রতিভা ক্ষতিগ্রস্ত হয় ৷ কংগ্রেসকে যে জটিলতার সম্মুখীন হতে হয়েছে, তার একমাত্র কারণ, তারা পরিবারতন্ত্রের বাইরে আর কিছু ভাবেনি ৷"
আরও পড়ুন: PM Modi speech in Rajya Sabha: কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইকে কুর্নিশ করেছে বিশ্ব: রাজ্যসভায় মোদি
মোদি যখন আক্রমণ শানাচ্ছেন কংগ্রেসের বিরুদ্ধে, তখন তার প্রতিবাদে সরব হন কংগ্রেস সাংসদরা ৷ তবে তাকে গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "কক্ষে এটা বলা হয়েছে যে, কংগ্রেস ভারতের শিলান্যাস করেছে আর বিজেপি শুধুই পতাকা উত্তোলন করেছে ৷ কক্ষে এটা রসিকতার সুরে বলা হয়নি ৷ এটা গুরুতর একটা ভাবনা থেকে এসেছে, যা দেশের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর ৷ কয়েকজন মনে করেন যে, 1947 সালে ভারতের জন্ম হয়েছিল ৷ এই ভাবনা থেকেই সমস্যার শুরু হয় ৷" মোদির কথায়, "এই ভাবনাচিন্তার প্রভাব গিয়ে পড়ে তাদের নীতির উপর, যারা গত 50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছে ৷ তারা স্বেচ্ছাচারিতার জন্ম দিয়েছে ৷ এই গণতন্ত্র আপনাদের দয়ায় আসেনি ৷ 1975 সালে যারা গণতন্ত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে, তাদের একথা বলা উচিত না ৷"
শিখ হিংসা, জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর তোপ, "এখানে বলা হচ্ছে কংগ্রেস না হলে কী হত...কংগ্রেস যদি না থাকত, তাহলে শিখ হত্যাকাণ্ড হত না, বছরের পর বছর ধরে পঞ্জাবকে সন্ত্রাসের আগুনে জ্বলতে হত না, কাশ্মীরী পণ্ডিতদের কাশ্মীর ছাড়তে হত না ৷ কংগ্রেস না থাকলে, মেয়েদের তন্দুরে ছুড়ে ফেলার ঘটনা ঘটত না ৷" মোদির দাবি, "কংগ্রেস একটা কথাতেই আটকে রয়েছে, ইন্ডিয়া হল ইন্দিরা, আর ইন্দিরাই হল ইন্ডিয়া ৷"
আরও পড়ুন: Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির
মহাত্মা গান্ধি চাইতেন কংগ্রেস বন্ধ হয়ে যাক, এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, "এটাই চেয়েছিলেন মহাত্মা গান্ধি ৷ কারণ তিনি জানতেন তারা (কংগ্রেস) থাকলে কী হবে ৷ তাই তিনি বলেছিলেন এটিকে শেষ করে দাও ৷ গান্ধির ইচ্ছে অনুসরণ করা হলে, ভারত আজ স্বজনপোষণমুক্ত থাকতে পারত ৷ ভারত স্বদেশির পথেই চলত ৷ এখানে জরুরি অবস্থার দাগ লাগত না ৷ দশকের পর দশক ধরে দুর্নীতির প্রতিষ্ঠান গড়ে উঠত না ৷ জাতপাত ধর্মের ভেদাভেদ থাকত না ৷ শিখদের মারা হত না ৷ মূল সুবিধেগুলি পাওয়ার জন্য সাধারণ মানুষকে এতদিন অপেক্ষা করতে হত না ৷"
কংগ্রেস নগরের মাওবাদ নীতিতে বন্দি বলে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, "সেই কারণেই ওরা এতটা ধ্বংসাত্মক ৷ নগরের মাওবাদীরা কংগ্রেসের থেকে সুবিধে নিয়েছে এবং তাদের মনের উপর প্রভাব বিস্তার করেছে ৷"