আলেপ্পি(কেরল), 19 জুলাই: কায়ামকুলামে ডিওয়াইএফআই কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ । ওই ডিওয়াইএফআই কর্মীর নাম আম্বাদি ৷ তিনি দেবীকুলাঙ্গার আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। কুট্টিপুরম কালহাট্টের কাছে কৃষ্ণপুরম এলাকায় মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এদিকে কর্মীর মৃত্যু নিয়ে সরব ডিওয়াইএফআই এবং সিপিএম ৷ বুধবার তারা পথে নামবে ৷ আম্বাদির হত্যার প্রতিবাদে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেবীকুলাঙ্গার পঞ্চায়েত এলাকায় বনধ ডেকেছে তারা ।
জানা গিয়েছে, আম্বাদি গতকাল সন্ধ্যায় নিজের বাইকে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ৷ সে সময় তাঁর বাইক থামিয়ে হামলা করা হয় ৷ কয়েকজন দুষ্কৃতী আম্বাদির উপর ছুরি দিয়ে করে বলে অভিযোগ । এই ঘটনায় আম্বাদি তাঁর ঘাড়ে এবং হাতে মারাত্মকভাবে চোট পান । ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয় ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কায়ামকুলাম তালুক হাসপাতালে ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ প্রাণে বাঁচানো যায়নি আম্বাদিকে । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁর ময়নাতদন্ত ইতিমধ্যে শেষে হয়েছে ৷ বুধবার অর্থাৎ আজ আম্বাদির দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে।
পুলিশের অনুমান, আম্বাদিকে হত্যার পিছনে নেপথ্যে আছে একটি বিবাদ ৷ একটি গাড়িকে ধাক্কা দেওয়া নিয়ে তাঁর সঙ্গে কয়েকজনের বিবাদ হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে । পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ।
এমনকী পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছেন । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ মিলেছে । তাদের খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে । অভিযুক্তরা ধরা পড়লেই এই ঘটনার পিছনে আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের ৷
আরও পড়ুন: পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা, গ্রেফতার 3