কলকাতা, 16 নভেম্বর : এবার থেকে ঘরে ঘরেই পৌঁছে যাবে রেশন ৷ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করলেন ৷ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি বললেন, এই প্রকল্প একদিন নোবেল পাবে ৷
2021 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের অন্যতম হাতিয়ার ছিল ‘দুয়ারে রেশন’ ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই সেই প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার এই প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের রেশন ডিলারশিপ পেতে অগ্রাধিকার পাবেন মহিলারা ৷ ভোটের আগেই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন ৷ মমতা নির্বাচনে জিতে সেই ‘লক্ষ্মীর ভান্ডার’ চালুও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাতে ব্যাপক সাড়াও পড়েছে ৷ এছাড়া প্রথমবার ক্ষমতায় এসে ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো প্রকল্প চালু করেছিলেন মমতা ৷
কন্যাশ্রী প্রকল্পের জন্য 2017 সালে রাষ্ট্রসংঘের পুরস্কার ‘UNPSA Award’ জিতেছে বাংলা ৷ যা জনসেবার স্বীকৃতি হিসেবে সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলির মধ্যে একটি ৷ সম্প্রতি করোনাকালে ভাল কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষা, পর্যটন ও বন দফতরের ঝুলিতে এসেছে আন্তর্জাতিক ‘স্কচ গোল্ডেন’ পুরস্কার । গত বছরও রাজ্যের একাধিক দফতর তাদের কাজের স্বীকৃতি হিসাবে ‘স্কচ’ পুরস্কার পেয়েছিল ৷ গত তিনমাসে মোট আটটি ‘স্কচ’ পুরস্কার পেয়েছে রাজ্যের একাধিক দফতর ৷ যদিও জনসেবার স্বীকৃতি কোনও প্রকল্পকে নোবেল দেওয়া হয় না ৷ বিশেষজ্ঞরা বলছেন, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ব্যাপ্তি, এর দ্বারা উপকৃত মানুষের সংখ্যা এবং এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে বোঝাতেই মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ৷
আরও পড়ুন : Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড
প্রসঙ্গত, দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, এর আগে রেশন ডিলারশিপ পেতে ডিপোজিট মানি হিসেবে 1 লক্ষ টাকা জমা দিতে হত ৷ তা কমিয়ে 50 হাজার করা হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও নিজেদের গাড়ি করে রেশন পৌঁছে দিতে পারবেন ডিলাররা ৷ সেক্ষেত্রে গাড়ি কেনার সময় রাজ্যের কাছ থেকে 1 লক্ষ টাকা ভর্তুকি পাবেন বলেও জানিয়েছেন মমতা ৷ প্রায় 21 হাজার গাড়ি লাগবে দুয়ারে রেশনের জন্য ।
একইসঙ্গে দুয়ারে রেশন প্রকল্পের সূচনায় প্রায় 42000 কর্মসংস্থানের সুযোগ করে দিলেন তিনি ৷ বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন ডিলাররা । তাঁদের অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলার । বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কাছে টাকা থাকলে বিলিয়ে দেব । সাড়ে আট কোটি টিকা দেওয়া হয়েছে । করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে । যতটা সম্ভব মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে । দুয়ারে রেশন প্রকল্প আমাদের গর্ব, বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য । প্রতি মাসের নির্দিষ্ট দিনে রাজ্যের 10 কোটি মানুষ বাড়িতে বসেই রেশন পাবে ।’’