নয়াদিল্লি, 8 এপ্রিল: ফের ইন্ডিগো বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টার অভিযোগ ৷ এবার 40 বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ তিনি মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন বলে সূত্রের খবর ৷ ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ব্যক্তির নাম প্রতীক ৷ তিনি ইন্ডিগোর উড়ানে দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, প্রতীক কানপুরের বাসিন্দা ৷ একটি ই-কমার্স প্ল্যাটফর্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন । তিনি হ্যান্ডেলের উপরে হাতলটি ধরে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করছিলেন । বিমানটি বেঙ্গালুরুতে অবতরণের পরেই তিনি মদ্যপ ছিলেন কি না তা পরীক্ষা করে দেখা হয় ৷ এরপরই পরীক্ষায় ধরা পড়ে যে প্রতীক মদ্যপ অবস্থায় ছিলেন । যার ফলে তিনি এই কাণ্ড ঘটান বলে অনুমান ৷
ইন্ডিগোর গোটা ঘটনাটি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ৷ তাতে বলেছে, "দিল্লি থেকে বেঙ্গালুরুগামী উড়ানে ভ্রমণকারী একজন যাত্রী মদ্যপ অবস্থায় আপৎকালীন দরজা খোলার চেষ্টা করছিলেন । বিমানের ক্রুর চোখে পড়ে বিষয়টি ৷ ক্যাপ্টেনকে সতর্ক করেন তারা ৷ এরপর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানে থাকা যাত্রীদেরও যথাযথভাবে ঘটনাটি নিয়ে সতর্ক করা হয় । তারপর বেঙ্গালুরুতে অবতরণের পরই ওই অভিযুক্ত যাত্রীকে সিআইএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে ৷ "
পুলিশ জানিয়েছে, প্রতীকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করে তাঁকে আটক করা হয়েছে । বিমানবন্দর থানায় একটি নোটিশ জারি করা হয়েছে ৷ সেই অনুযায়ী তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে অভিযুক্তকে । প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন কিছুদিন আগে ৷ সেই ঘটনা ঘটেছিল ইন্ডিগো বিমানেই ৷ তারপর থেকে থেকে ইন্ডিগো উড়ানে আপৎকালীন দরজা খোলার ঘটনাটি আলোচনার বিষয় হয়ে উঠেছে ।
আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !