ETV Bharat / bharat

Gujarat Drugs Seized : সাত দিনে 2 হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত

গত এক সপ্তাহে এই নিয়ে মোট 436 কেজি মাদক বাজেয়াপ্ত হল গুজরাত থেকে (Drugs Seized in Gujarat) ৷ মাদকবিরোধী অভিযানে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে নিরাপত্তা সংস্থাগুলির বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

Gujarat Drugs Seized in Last Seven Days
সাত দিনে 2 হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত গুজরাতে
author img

By

Published : Apr 29, 2022, 8:46 PM IST

গান্ধিনগর, 29 এপ্রিল : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুজরাত এটিএস ও ডিআরআই (ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স) ৷ শুক্রবার তাদের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত (Gujarat Drugs Seized) হয়েছে পিপাভাভ বন্দর থেকে ৷ সূত্রের খবর, বন্দরে 5 বছর ধরে পড়ে থাকা একটি কন্টেনারে তল্লাশি চালিয়ে এই মাদক বাজেয়াপ্ত হয়েছে ৷ এই মাদকের পরিমাণ প্রায় 80 থেকে 90 কেজি ৷

আরও পড়ুন : পঞ্জাবের কুয়োয় পাওয়া কঙ্কাল সিপাই বিদ্রোহের সময়কার, বলছে গবেষণা

জানা গিয়েছে, ওই কন্টেনারের ভিতর প্রায় 350 কেজি ওজনের দড়ি রাখা ছিল ৷ তার ভিতরেই লুকিয়ে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ মাদক ৷ গত এক সপ্তাহে এই নিয়ে মোট 436 কেজি মাদক বাজেয়াপ্ত হল গুজরাত থেকে ৷ যেগুলির বাজার মূল্য আনুমানিক 2 হাজার 180 কোটি টাকা ৷ মাদকবিরোধী অভিযানে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে নিরাপত্তা সংস্থাগুলির বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

গান্ধিনগর, 29 এপ্রিল : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুজরাত এটিএস ও ডিআরআই (ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স) ৷ শুক্রবার তাদের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত (Gujarat Drugs Seized) হয়েছে পিপাভাভ বন্দর থেকে ৷ সূত্রের খবর, বন্দরে 5 বছর ধরে পড়ে থাকা একটি কন্টেনারে তল্লাশি চালিয়ে এই মাদক বাজেয়াপ্ত হয়েছে ৷ এই মাদকের পরিমাণ প্রায় 80 থেকে 90 কেজি ৷

আরও পড়ুন : পঞ্জাবের কুয়োয় পাওয়া কঙ্কাল সিপাই বিদ্রোহের সময়কার, বলছে গবেষণা

জানা গিয়েছে, ওই কন্টেনারের ভিতর প্রায় 350 কেজি ওজনের দড়ি রাখা ছিল ৷ তার ভিতরেই লুকিয়ে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ মাদক ৷ গত এক সপ্তাহে এই নিয়ে মোট 436 কেজি মাদক বাজেয়াপ্ত হল গুজরাত থেকে ৷ যেগুলির বাজার মূল্য আনুমানিক 2 হাজার 180 কোটি টাকা ৷ মাদকবিরোধী অভিযানে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে নিরাপত্তা সংস্থাগুলির বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.