উধমপুর (জম্মু ও কাশ্মীর), 23 অক্টোবর: ছুটির দিনে বাজেয়াপ্ত করা হল 21 কেজি 500 গ্রাম মাদক (Drugs Seized) ৷ রবিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুরে (Udhampur) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উধমপুর জেলা পুলিশ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ৷ যার আনুমানিক বাজারদর 60 কোটি (60 Crore) টাকারও বেশি ৷ ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে ৷
জেলা পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে জিরো পয়েন্ট চেনানি নাকায় বিভিন্ন গাড়িতে নাকাতল্লাশি চালানোর সময়েই এই মাদক উদ্ধার করা হয় ৷ একটি ট্রাকে করে এই মাদক পাচার করা হচ্ছিল ৷
আরও পড়ুন: কলকাতায় 30 কোটির মাদক উদ্ধার, মিলল ঝাড়খণ্ড যোগ
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওই ট্রাকে তল্লাশি চালিয়ে মোট 18 প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ এই 18 প্য়াকেট হেরোইনেরই ওজন 21 কেজি 500 গ্রাম ৷ ট্রাকটির চালকের নাম কুলবিন্দর সিং ৷ পঞ্জাবের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে জেরা করে মাদক পাচার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ৷
পুলিশের তরফে এডিজি মুকেশ সিং জানিয়েছেন, "চেনানি এলাকার জিরো পয়েন্টে হাইওয়েতে আমাদের নাকাতল্লাশি চলছিল ৷ সেই সময়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার করা হয় ৷" সীমান্ত এলাকায় এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে প্রশাসনিক মহলে ৷