ETV Bharat / bharat

Drugs on Cruise Case : গ্রেফতারি থেকে শাহরুখ-পুত্রের ক্লিনচিট, প্রমোদতরীতে মাদক-মামলার ঘটনা পরম্পরা একনজরে - Drugs on Cruise Case a Timeline

কর্ডেলিয়া প্রমোদতরীর মাদক-মামলার ঘটনাবলি একনজরে (Drugs on Cruise Case a Timeline) ৷

Drugs on Cruise Case
প্রমোদতরীতে মাদক-মামলার ঘটনা পরম্পরা একনজরে
author img

By

Published : May 27, 2022, 9:23 PM IST

কলকাতা, 27 মে : বাবার ভক্তকুলকে স্বস্তি দিয়ে কর্ডেলিয়া প্রমোদতরীর মাদক-মামলা থেকে রেহাই পেলেন আরিয়ান খান ৷ প্রমোদতরীর মাদক মামলায় তদন্তের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সম্প্রতি যে চার্জশিট পেশ করেছে, তাতে নাম নেই শাহরুখ-পুত্র আরিয়ান খান-সহ বাকি পাঁচ সঙ্গীর ৷

চোখ রাখা যাক ঘটনার টাইমলাইনে (Drugs on Cruise Case a Timeline) :

  • অক্টোবর 2, 2021 : জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ান খান এবং অন্যান্যদের গ্রেফতার করে ৷ তাঁদের থেকে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত হওয়ার অভিযোগ ওঠে ৷
  • অক্টোবর 3 : আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে মামলা দায়ের করে সকলকে সরকারিভাবে গ্রেফতার করে এনসিবি ৷ তোলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে ৷ আরিয়ান এবং তাঁর সঙ্গীদের একদিনের পুলিশি হেফাজতে নেয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা ৷
  • অক্টোবর 4 : আদালত অনুমতি দেওয়ায় আরিয়ান-সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা ৷
  • অক্টোবর 7 : এনসিবি আরিয়ান-সহ তিনজনের হেফাজত (এনসিবি) বাড়ানোর আর্জি জানালেও তা খারিজ হয় ৷ বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আরিয়ান এবং তাঁর সঙ্গীদের ৷
  • অক্টোবর 8 : ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয় ৷
  • অক্টোবর 9 : ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরে বিশেষ আদালতে (এনডিপিএস) জামিনের আর্জি জানায় অভিযুক্তরা ৷
  • অক্টোবর 14 : সওয়াল-জবাব শুরু হয় আদালতে ৷ আরিয়ান এবং অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা ফের জামিনের আর্জি জানান ৷ সকলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তারা ৷ বিরোধিতা করেন এনসিবি-র তরফের আইনজীবীরা ৷
  • অক্টোবর 20 : বিশেষ আদালত শাহরুখ-পুত্রের জামিন নাকচ করলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷
  • অক্টোবর 21 : আর্থার রোড সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান ৷
  • অক্টোবর 26 : বম্বে হাইকোর্টে শুরু হয় আরিয়ানের জামিন মামলার শুনানি ৷
  • অক্টোবর 28 : বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার ৷
  • অক্টোবর 29 : জামিনের পেপারওয়ার্ক সম্পূর্ণ হয় ৷ আরিয়ানের জামানত হিসেবে থাকেন শাহরুখের কাছের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা ৷
  • অক্টোবর 30 : সকাল 11টা নাগাদ সংশোধনাগার থেকে ছাড়া পান শাহরুখ-পুত্র ৷
  • মে 27, 2022 : উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে মাদক-মামলা থেকে রেহাই পান আরিয়ান খান ৷ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার পেশ করা চার্জশিটে নাম নেই শাহরুখ-পুত্রের ৷

কলকাতা, 27 মে : বাবার ভক্তকুলকে স্বস্তি দিয়ে কর্ডেলিয়া প্রমোদতরীর মাদক-মামলা থেকে রেহাই পেলেন আরিয়ান খান ৷ প্রমোদতরীর মাদক মামলায় তদন্তের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সম্প্রতি যে চার্জশিট পেশ করেছে, তাতে নাম নেই শাহরুখ-পুত্র আরিয়ান খান-সহ বাকি পাঁচ সঙ্গীর ৷

চোখ রাখা যাক ঘটনার টাইমলাইনে (Drugs on Cruise Case a Timeline) :

  • অক্টোবর 2, 2021 : জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ান খান এবং অন্যান্যদের গ্রেফতার করে ৷ তাঁদের থেকে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত হওয়ার অভিযোগ ওঠে ৷
  • অক্টোবর 3 : আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে মামলা দায়ের করে সকলকে সরকারিভাবে গ্রেফতার করে এনসিবি ৷ তোলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে ৷ আরিয়ান এবং তাঁর সঙ্গীদের একদিনের পুলিশি হেফাজতে নেয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা ৷
  • অক্টোবর 4 : আদালত অনুমতি দেওয়ায় আরিয়ান-সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা ৷
  • অক্টোবর 7 : এনসিবি আরিয়ান-সহ তিনজনের হেফাজত (এনসিবি) বাড়ানোর আর্জি জানালেও তা খারিজ হয় ৷ বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আরিয়ান এবং তাঁর সঙ্গীদের ৷
  • অক্টোবর 8 : ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয় ৷
  • অক্টোবর 9 : ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরে বিশেষ আদালতে (এনডিপিএস) জামিনের আর্জি জানায় অভিযুক্তরা ৷
  • অক্টোবর 14 : সওয়াল-জবাব শুরু হয় আদালতে ৷ আরিয়ান এবং অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা ফের জামিনের আর্জি জানান ৷ সকলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তারা ৷ বিরোধিতা করেন এনসিবি-র তরফের আইনজীবীরা ৷
  • অক্টোবর 20 : বিশেষ আদালত শাহরুখ-পুত্রের জামিন নাকচ করলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷
  • অক্টোবর 21 : আর্থার রোড সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান ৷
  • অক্টোবর 26 : বম্বে হাইকোর্টে শুরু হয় আরিয়ানের জামিন মামলার শুনানি ৷
  • অক্টোবর 28 : বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার ৷
  • অক্টোবর 29 : জামিনের পেপারওয়ার্ক সম্পূর্ণ হয় ৷ আরিয়ানের জামানত হিসেবে থাকেন শাহরুখের কাছের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা ৷
  • অক্টোবর 30 : সকাল 11টা নাগাদ সংশোধনাগার থেকে ছাড়া পান শাহরুখ-পুত্র ৷
  • মে 27, 2022 : উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে মাদক-মামলা থেকে রেহাই পান আরিয়ান খান ৷ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার পেশ করা চার্জশিটে নাম নেই শাহরুখ-পুত্রের ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.