তরন তারন (পঞ্জাব), 4 ডিসেম্বর: ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা রুখে দিল বাহিনী ৷ বিএসএফ-এর সঙ্গে যৌথ অভিযানে ভারত-পাক সীমান্ত (Heroin recovered along India Pakistan border) দিয়ে মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পঞ্জাব পুলিশ ৷ রবিবার বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে 3 কেজি হেরোইন বহনকারী একটি কোয়াডকপ্টার ড্রোন উদ্ধার করেছে (Drone movement in tarn taran)৷
গোপন সূত্রে খবর পেয়ে, পঞ্জাবের তরন তারন জেলার ভালতোহা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সীমান্ত রক্ষী বাহিনী ও পঞ্জাব পুলিশ ৷ টুইটারে এই যৌথ অভিযানের সাফল্যের বিষয়ে জানিয়েছেন পঞ্জাবের ডিজিপি ৷ আধিকারিকরা জানিয়েছেন, রাত 11 টায় ভারত-পাক সীমান্তে তরন তারন এলাকার অমরকোটের বিওপি কালিয়াতে ড্রোন চলাচল করতে দেখা গিয়েছে ।
-
Carrying on the Special Drive against trans-border smuggling networks, @TarnTaranPolice & #BSF, in a joint operation have recovered a quadcopter drone with 3 Kg #Heroin during search in area of PS Valtoha, #TarnTaran (1/2) pic.twitter.com/3RzSCGLu9c
— DGP Punjab Police (@DGPPunjabPolice) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Carrying on the Special Drive against trans-border smuggling networks, @TarnTaranPolice & #BSF, in a joint operation have recovered a quadcopter drone with 3 Kg #Heroin during search in area of PS Valtoha, #TarnTaran (1/2) pic.twitter.com/3RzSCGLu9c
— DGP Punjab Police (@DGPPunjabPolice) December 4, 2022Carrying on the Special Drive against trans-border smuggling networks, @TarnTaranPolice & #BSF, in a joint operation have recovered a quadcopter drone with 3 Kg #Heroin during search in area of PS Valtoha, #TarnTaran (1/2) pic.twitter.com/3RzSCGLu9c
— DGP Punjab Police (@DGPPunjabPolice) December 4, 2022
আরও পড়ুন: পঞ্জাবে পাকিস্তান সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ
এরপর রাত আড়াইটার সময়ও ড্রোনের শব্দ শোনা যায় ৷ তখনই জওয়ানরা গুলি চালাতে শুরু করেন এবং কিছুক্ষণ পর ড্রোনের শব্দ বন্ধ হয়ে যায় । বিএসএফ এবং পুলিশ পরে ভালতোহা থানার অন্তর্গত গোটা এলাকায় তল্লাশি চালায় ৷ তখনই 3 কেজি হেরোইন-সহ একটি কোয়াডকপ্টার ড্রোন উদ্ধার করে বাহিনী । এই মাদক পাচারের পেছনে কার কার হাত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ৷