ETV Bharat / bharat

Tamil Nadu Gold Smuggling: তিনটি পৃথক অভিযানে 12.5 কোটি টাকার সোনা উদ্ধার তামিলনাড়ুতে - ডিআরআই

Gold Recovery: তামিলনাড়ুর তিনটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে 12.5 কোটি টাকার সোনা উদ্ধার করল ডিআরআই ৷ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷

Gold Recovery
সোনা উদ্ধার
author img

By

Published : Aug 2, 2023, 1:05 PM IST

চেন্নাই, 2 অগস্ট: চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৷ মাঝ সমুদ্র এবং বিমানবন্দরে তিনটি পৃথক অভিযান চালিয়ে পাচারের আগেই মোট 20.5 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজার মূল্য আনুমানিক 12.5 কোটি টাকা ৷ এটাকে বড়সড় সাফল্য বলে মনে করছে ডিআরআই ৷

প্রথম অভিযান: ডিআরআই আধিকারিকরা গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা পাচারের ছককে ব্যর্থ করে দিয়েছেন ৷ 9.063 কেজি বিদেশী সোনা উদ্ধার হয়েছে ৷ এর মূল্য কমবেশি 5.37 কোটি টাকা ৷ এই ঘটনায় চার চোরাচালানকারীকে আটক করা হয়েছে ৷ সোনাগুলি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ তখনই হানা দিয়ে সোনা এবং চোরাচালানের জন্য ব্যবহৃত দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

দ্বিতীয় অভিযান: আগে থেকেই তথ্য ছিল ৷ সেই ভিত্তিতে ডিআরআই-এর আধিকারিকরা কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি বিমানের তল্লাশি চালায়। উড়ানটি ও যাত্রীদের তল্লাশি করার পরে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং 3.17 কোটি টাকার 5.17 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে ।

তৃতীয় অভিযান: ডিআরআই আধিকারিকরা চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে 6 ব্যক্তিকে আটক করেছে ৷ তারা বিমানবন্দরের মাধ্যমে প্রায় 3.8 কোটি টাকা মূল্যের 6.275 কেজি সোনার পেস্ট পাচার করার চেষ্টা করছিল বলে খবর । পরে ছ'জনকে গ্রেফতার করা হয় ৷ এই মামলার তদন্ত চলছে ।

আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে ভারতে চোরাচালান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রসঙ্গত, তামিলনাড়ুতে সোনা চোরাচালানের রুখতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে ডিআরআই ৷ এর জেরে এই বছরের শুরু থেকে 29টি ঘটনায় প্রায় 163 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ যার বাজার মূল্য 97 কোটি টাকা ৷ উল্লেখযোগ্যভাবে এসব চোরাচালান কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট 43 জনকে গ্রেফতার করা হয়েছে ।

চেন্নাই, 2 অগস্ট: চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৷ মাঝ সমুদ্র এবং বিমানবন্দরে তিনটি পৃথক অভিযান চালিয়ে পাচারের আগেই মোট 20.5 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজার মূল্য আনুমানিক 12.5 কোটি টাকা ৷ এটাকে বড়সড় সাফল্য বলে মনে করছে ডিআরআই ৷

প্রথম অভিযান: ডিআরআই আধিকারিকরা গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা পাচারের ছককে ব্যর্থ করে দিয়েছেন ৷ 9.063 কেজি বিদেশী সোনা উদ্ধার হয়েছে ৷ এর মূল্য কমবেশি 5.37 কোটি টাকা ৷ এই ঘটনায় চার চোরাচালানকারীকে আটক করা হয়েছে ৷ সোনাগুলি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ তখনই হানা দিয়ে সোনা এবং চোরাচালানের জন্য ব্যবহৃত দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

দ্বিতীয় অভিযান: আগে থেকেই তথ্য ছিল ৷ সেই ভিত্তিতে ডিআরআই-এর আধিকারিকরা কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি বিমানের তল্লাশি চালায়। উড়ানটি ও যাত্রীদের তল্লাশি করার পরে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং 3.17 কোটি টাকার 5.17 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে ।

তৃতীয় অভিযান: ডিআরআই আধিকারিকরা চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে 6 ব্যক্তিকে আটক করেছে ৷ তারা বিমানবন্দরের মাধ্যমে প্রায় 3.8 কোটি টাকা মূল্যের 6.275 কেজি সোনার পেস্ট পাচার করার চেষ্টা করছিল বলে খবর । পরে ছ'জনকে গ্রেফতার করা হয় ৷ এই মামলার তদন্ত চলছে ।

আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে ভারতে চোরাচালান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রসঙ্গত, তামিলনাড়ুতে সোনা চোরাচালানের রুখতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে ডিআরআই ৷ এর জেরে এই বছরের শুরু থেকে 29টি ঘটনায় প্রায় 163 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ যার বাজার মূল্য 97 কোটি টাকা ৷ উল্লেখযোগ্যভাবে এসব চোরাচালান কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট 43 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.