ETV Bharat / bharat

DRDO official arrested: গুপ্তচরবৃত্তি, পাক রমণীকে নগ্ন ভিডিয়ো পাঠিয়ে গ্রেফতার ডিআরডিও অফিসার - ডিআরডিও অফিসার

পাকিস্তানের এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল । তখনও বোঝেননি মধুচক্রের ফাঁদে পড়েছেন । নগ্ন ছবি, ভিডিয়োর বদলে পাঠিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ তথ্য। শেষ পর্যন্ত বালাসোর পুলিশের হাতে গ্রেফতার ডিআরডিও অফিসার (DRDO official arrested for espionage charges) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 6:20 PM IST

Updated : Feb 24, 2023, 7:55 PM IST

বালাসোর, 24 ফেব্রুয়ারি: গুপ্তচরবৃত্তির অভিযোগ, পাক রমণীর সঙ্গে ঘনিষ্ঠতা । গ্রেফতার ডিআরডিও'র সিনিয়র টেকনিক্যাল অফিসার (DRDO official arrested for espionage charges) । শুক্রবার এই অফিসারকে গ্রেফতার করেছে বালাসোর পুলিশ । জানা গিয়েছে, গত একবছর ধরে এক পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । মধুচক্রের ফাঁদে পরে শত্রুদেশের ওই মহিলাকে নিজের নগ্ন ছবি-ভিডিয়ো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য, সব পাঠিয়ে বসে রয়েছেন তিনি (DRDO official honey trapped by Pak woman) ।

এদিন বালাসোর পুলিশ তাঁকে গ্রেফতার করে । আইজি (ইস্টার্ন রেঞ্জ) হিমাংসু লাল জানিয়েছেন, ওই টেকনিক্যাল অফিসার বালাসোর জেলার চাঁদিপুরে ডিআরডিওর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে নিযুক্ত ছিলেন (Integrated Test Range at Chandipur)। প্রায় একবছর আগে এক পাকিস্তানি মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয় । ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অফিসার অশ্লীল ছবি ও ভিডিয়োর বিনিময়ে পাকিস্তানি মহিলা এজেন্টের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য শেয়ার করেছিলেন । জানা গিয়েছে, মধুচক্রটি অপারেট হত রাওয়ালপিন্ডি থেকে । সেখান থেকেই এ দেশের বিভিন্ন সরকারি আধিকারিক, বিশেষ করে যারা দেশের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের টার্গেট করা হয় ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্য পাওয়ার জন্য এ দেশের প্রকৌশলী ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের গুপ্তচরবৃত্তির জন্য এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে । বিভিন্ন তরুণীদের এই কাজে ব্যবহার করা হচ্ছে । উল্লেখ্য, এটি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে তথ্য ফাঁসের প্রথম ঘটনা নয় । অতীতেও একই অভিযোগে বেশ কয়েকজন অফিসার গ্রেফতার হয়েছেন ।

আরও পড়ুন: স্পা সেন্টারের আড়ালে আন্তর্জাতিক মধুচক্র, গ্রেফতার 7 বিদেশিনী-সহ 12 যুবতী

গত বছরও, পুলিশ একই ধরনের হানিট্র্যাপ মামলায় 5 জনকে গ্রেফতার করেছিল । জানা গিয়েছিল, ওই পাঁচজন ডিআরডিও'র স্থায়ী কর্মী নন । কন্ট্রাক্টের ভিত্তিতে তারা ডিআরডিও-তে যোগ দিয়েছিলেন । পুলিশের সন্দেহ ছিল, পাক গুপ্তচর সংস্থা আইএসআই'কে তারা বিভিন্ন তথ্য পাচার করছিলেন ।

বালাসোর, 24 ফেব্রুয়ারি: গুপ্তচরবৃত্তির অভিযোগ, পাক রমণীর সঙ্গে ঘনিষ্ঠতা । গ্রেফতার ডিআরডিও'র সিনিয়র টেকনিক্যাল অফিসার (DRDO official arrested for espionage charges) । শুক্রবার এই অফিসারকে গ্রেফতার করেছে বালাসোর পুলিশ । জানা গিয়েছে, গত একবছর ধরে এক পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । মধুচক্রের ফাঁদে পরে শত্রুদেশের ওই মহিলাকে নিজের নগ্ন ছবি-ভিডিয়ো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য, সব পাঠিয়ে বসে রয়েছেন তিনি (DRDO official honey trapped by Pak woman) ।

এদিন বালাসোর পুলিশ তাঁকে গ্রেফতার করে । আইজি (ইস্টার্ন রেঞ্জ) হিমাংসু লাল জানিয়েছেন, ওই টেকনিক্যাল অফিসার বালাসোর জেলার চাঁদিপুরে ডিআরডিওর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে নিযুক্ত ছিলেন (Integrated Test Range at Chandipur)। প্রায় একবছর আগে এক পাকিস্তানি মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ হয় । ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অফিসার অশ্লীল ছবি ও ভিডিয়োর বিনিময়ে পাকিস্তানি মহিলা এজেন্টের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য শেয়ার করেছিলেন । জানা গিয়েছে, মধুচক্রটি অপারেট হত রাওয়ালপিন্ডি থেকে । সেখান থেকেই এ দেশের বিভিন্ন সরকারি আধিকারিক, বিশেষ করে যারা দেশের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের টার্গেট করা হয় ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্য পাওয়ার জন্য এ দেশের প্রকৌশলী ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের গুপ্তচরবৃত্তির জন্য এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে । বিভিন্ন তরুণীদের এই কাজে ব্যবহার করা হচ্ছে । উল্লেখ্য, এটি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে তথ্য ফাঁসের প্রথম ঘটনা নয় । অতীতেও একই অভিযোগে বেশ কয়েকজন অফিসার গ্রেফতার হয়েছেন ।

আরও পড়ুন: স্পা সেন্টারের আড়ালে আন্তর্জাতিক মধুচক্র, গ্রেফতার 7 বিদেশিনী-সহ 12 যুবতী

গত বছরও, পুলিশ একই ধরনের হানিট্র্যাপ মামলায় 5 জনকে গ্রেফতার করেছিল । জানা গিয়েছিল, ওই পাঁচজন ডিআরডিও'র স্থায়ী কর্মী নন । কন্ট্রাক্টের ভিত্তিতে তারা ডিআরডিও-তে যোগ দিয়েছিলেন । পুলিশের সন্দেহ ছিল, পাক গুপ্তচর সংস্থা আইএসআই'কে তারা বিভিন্ন তথ্য পাচার করছিলেন ।

Last Updated : Feb 24, 2023, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.