ETV Bharat / bharat

Old Parliament Building: স্মৃতি উসকে অস্তাচলে ইতিহাস... - সংসদ ভবন

সংসদ ভবন ৷ ইতিহাসের সাক্ষী শুধু নয়, ইতিহাসের জন্মদাতা ৷ গণতন্ত্রের পীঠস্থানের ঠিকানা বদলালেও ইতিহাস থেকেই গেল ৷ ইট-কাঠ-পাথরের বিল্ডিং একা হয়েও একা নয়, তাতে পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস ৷ নির্জীব ভবনের প্রত্যেকটি অংশ গল্প বলছে দেশ গড়ার, দেশ বদলের ৷ ডাউন দ্য মেমোরি লেনে ইটিভি ভারত...

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 28, 2023, 8:00 AM IST

Updated : Sep 19, 2023, 8:04 AM IST

হায়দরাবাদ, 28 মে: ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, 'ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার' । অর্থাৎ, রক্তের ঘনত্ব জলের থেকে বেশি। দ্বাদশ শতকে জার্মানিতে এই ধরনের একটি কথার চল ছিল । তারও প্রায় দু'শো বছর বাদে ইংরেজ লেখক জন লয়েডগেট তাঁর লেখার মাধ্যমে এই প্রবাদটিকে আরও জনপ্রিয় করেছিলেন । ভারতীয় রাজনীতিতেও এই লাইনটি ব্যবহার হয়ে আসছে সেই কোন কাল থেকে। ছোট ছেলে সঞ্জয় যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সব প্রশাসনিক এবং রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছেন তখন প্রিয় ইন্দুকে উপদেশ দেওয়ার কথা ভেবেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় । সে সময় তাঁকেও এই প্রবাদটির কথা মনে করিয়ে নিরস্ত্র করেছিলেন কংগ্রেসী সতীর্থরা ।

গণতন্ত্র দেশে সুপ্রতিষ্ঠিত কি না তা নিয়ে তর্কের অবকাশ থাকলেও 140 কোটির দেশে সংসদীয় গণতন্ত্র যে ডালপালা মেলতে পেরেছে তাতে সন্দেহের অবকাশ নেই । ভারতের এই প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের প্রাণ হয়ে থেকেছে দিল্লির সংসদ মার্গের এই বাড়িটা । দেশ খাতায়-কলমে স্বাধীন হওয়ার আগে এই বাড়িতেই তৈরি হয়েছিল সংবিধান সভা । এখানেই গৃহিত হয়েছিল দেশের সংবিধান । এখান থেকেই স্বাধীনতার সদর্প ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু । আবার গণতন্ত্রের কণ্ঠরোধ করা জরুরি অবস্থা জারির প্রস্তাবও পাশ হয়েছিল এখানেই । দু'শো বছরের পরাধীনতার অন্ধকারকে দূর করে 1947 সালে সদ্য জন্ম নেওয়া দেশকে সাবালক করেছে এই বাড়িটা ।

ব্রিটিশ স্থাপত্যবিদ এডউইন লুটিয়ান্স সংসদ ভবনের পাশাপাশি দিল্লির এই এলাকার বেশ কিছু ভবন নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে এই প্রতিটি বাড়িতেই ইতিহাস ফিসফিস কথা বলেছে। তাই অনেকেই দিল্লির এই অংশকে 'লুটিয়ান্স দিল্লি' বলেন । এবার সব বদলে যাচ্ছে ।

এবার নয়া ভবন থেকে চলবে দেশের সংসদের উচ্চ ও নিম্মকক্ষ । পুরনো ভবনটিকে মেরামত করা হবে । আধুনিকীকরণ হবে। সরকার জানিয়েছে, পরবর্তী সময়ে কোনও বড় অনুষ্ঠান বা ওই ধরনের কিছু করতে হলে এই ভবনকেই ব্যবহার করা হবে । কিন্তু দেশে আইন প্রণয়ণে আর ভূমিকা থাকবে না বাড়িটার । তবে থেকে যাবে ইতিহাস । আজকের এই মাহেন্দ্রক্ষণে ফিরে দেখা সেই ইতিহাসের কিছু মণি-মাণিক্য ।

গোড়ার কথা...

1927 সালের 18 জানুয়ারি সংসদ ভবন তৈরির কাজ শুরু হয় । কমবেশি ছ’বছর সময় লাগে ভবনটি তৈরি করতে । খরচ হয় তৎকালীন হিসেবে প্রায় 83 লক্ষ টাকা । 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে 1946 সাল থেকেই এখানে সংবিধান তৈরির কাজ হয় । প্রতিনিয়ত দেশের তাবড় নেতাদের দেখা সেই শুরু এই ভবনের ।

Old Parliament Building
সংসদ মানেই ঘটনার ঘনঘটা

স্বাধীনতার সেই রাত...

1947 সালের 15 অগস্টে এই ভবন থেকেই স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন নেহরু । ভাষণে তিনি বুঝিয়ে দেন, দুনিয়ার তামাম বড় বড় দেশ এখন ঘুমিয়ে থাকলেও ভারত জেগে উঠেছে । সদ্যজাত এই দেশ সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত । আবার পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে মুক্তিযুদ্ধ করেছিল ভারত । নেহরু-তনয়া এই সংসদে দাঁড়িয়েই দেশকে জানিয়েছিলেন, যুদ্ধ শেষে এক নতুন দেশের জন্ম হয়েছে ।

জরুরি অবস্থা...

গণতন্ত্রের মৃত্যদিন হিসেবে কোনও একটি দিনের কথা যদি বলতে হয়, তাহলে জরুরি অবস্থার কথা মনে করতেই হবে । ইন্দিরা গান্ধির সেই সিদ্ধান্ত 19 মাসের জন্য বদলে দিয়েছিল দেশের পরিচালন ব্যবস্থাকে । 25 জুন রাত বারোটায় রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইন্দিরা । সেই থেকে লাগু হয়ে যায় জরুরি অবস্থা । দেশে তখন কোনও আইনসভা নেই । নেই কোনও বিরোধী স্বর। আনুষ্ঠানিকভাবে ইন্দিরা মন্ত্রিসভার প্রবীণ সদস্য বাবু জগজীবন রাম সংসদে সেই প্রস্তাব পেশ করেন । এরপরে অবশ্য তিনি নিজেই কংগ্রেস ত্যাগ করেন । আরও অনেক পরে তাঁর মেয়ে মীরা কুমার লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ হন।

Old Parliament Building
বহু ইতিহাসের সাক্ষী ছিল এই পুরনো সংসদ ভবন

মুক্ত বাণিজ্য...

পিভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রী হওয়া জাতীয় রাজনীতির অন্যতম চমকপ্রদ ঘটনার অন্যতম ।প্রবীণ নেতা ধরেই নিয়েছিলেন তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে। ঠিক সে সময় এলটিটিই-র হানায় প্রাণ গেল রাজীব গান্ধির । আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন নরসিমা । দলের সভাপতির পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসে গেল তাঁর কাছে । ভাবলেন, দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনার সময় হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বেছে নিলেন তৎকালীন সময়ের ইউজিসির চেয়ারম্যান মনমোহন সিংকে। সরকার গঠনের পর প্রথম বাজেটে রাও-সিং জুটি বিস্ফোরণ ঘটাল । ভারতীয় বাজার বিদেশি সংস্থার জন্য খুলে গেল । সেদিন মনমোহন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোনও একটি ধারণা যার সময় এসে গিয়েছে তাকে পৃথিবীর কোনও শক্তি রুখতে পারবে না । তিনি বলতে চেয়েছিলেন, ভারত আসলে তেমন এক ধারনা আর যাকে রোখা যাবে না ।

বাজপেয়ীর ইস্তফা-ভাষণ...

সংসদ তর্ক-বিতর্কেরই জায়গা । সংসদে দেশের ভালো চেয়ে তর্ক এবং বিতর্ক হবে সেটাই স্বাভাবিক । সাত দশকের সংসদীয় রাজনীতি বেশ কিছু ভালো বক্তার জন্ম দিয়েছে । সেই তালিকার একেবারে শুরুর দিকে থাকবেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী । তাঁর বাগ্মীতা মুগ্ধ করেছিল নেহরুকেও । শোনা যায় নেহরুর জীবনাবসানের পর বাজপেয়ী মন্তব্য করেছিলেন, ‘দেশ তার সবচেয়ে সুন্দর রাজকুমারকে হারাল' । এ হেন বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার 13 দিনের মাথায় ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন এই সংসদে দাঁড়িয়েই । ঘণ্টা দেড়েকের সেই ভাষণ আজও একইরকম প্রাসঙ্গিক । বক্তব্যের এক জায়গায় নেতা বলেছিলেন, দল তৈরি হবে, ভেঙেও যাবে । সরকার গঠিত হবে আবার পরেও যাবে । কিন্তু দেশকে থাকতে হবে । দেশের গরিমা কমলে চলবে না। ঘোড়া কেনাবেচা করে সরকার গঠন যে তাঁর পছন্দ নয় তাও স্পষ্ট করে দিয়েছিলেন বাজপেয়ী । এই অংশটিকে হাতিয়ার করে আজকের মোদি-শাহর বিজেপিকে আক্রমণ করে বিরোধীরা।

এই ঘটনার কিছদিন পর আবারও 13 মাস সরকার চালান বাজপেয়ী । সেই সরকার আস্থাভোট পরাজিত হয় মাত্র একটি ভোটে । রাজনীতির রঙ্গমঞ্চে এও কম নাটকীয় ঘটনা নয় ।

আরও পড়ুন: মোদির হাতে সেঙ্গল, ঐতিহাসিক রাজদণ্ডেই শুরু নতুন ইতিহাস

জঙ্গিদের নিশানায় সংসদ...

আধুনিক সময়ে বিশেষ করে নয়ের দশক থেকে সন্ত্রাসবাদ আমাদের চেনা শব্দ । 1993 সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ থেকে সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ পরিচয় । কিন্ত তাও সে সময় পর্যন্ত কারও ভাবনাতেই আসেনি খোদ সংসদ ভবনে জঙ্গি হামলা হতে পারে । সেই ঘটনা ঘটেছিল 2001 সালের ডিসেম্বরে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সংসদে ঢুকে পড়েছিল লস্কর-ই-তইবার চার জঙ্গি। সেই সাদা অ্যাম্বাসাডর কার্যত মৃত্যুর বার্তা বয়ে এনেছিল । এলোপাথাড়ি গুলিতে সংসদের আকাশ-বাতাস ভারী হয়ে গিয়েছিল সেদিন । চার জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী । পরে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী বলেছিলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে খতম করে দিতেই হামলা চলেছিল সংসদে।

Old Parliament Building
ঠিকানা বদলে ফিলল দেশের গণতন্ত্রের পীঠস্থান

সংসদে টাকার পাহাড়...

পরমাণু চুক্তি বাতিলের দাবিকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বামেরা । সেই ঘটনার পর আস্থা ভোট হয় লোকসভায় । 2008 সালের সেই ভোটে সরকার বাঁচাতে সক্ষম হন মনমোহন সিং । কিন্তু অভিযোগ ওঠে বিজেপি সাংসদদের কেনার চেষ্টা হয়েছে । রাজস্থানের তিন বিজেপি বিধায়ক দাবি করেন তাঁদের মোটা টাকা দিয়ে ভোটদানে বিরত থাকতে বলা হয়েছে । শুধু দাবি করা নয়, টাকার ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন মরেনার সাংসদ অশোক আগরওয়াল, মান্ডলার সাংসদ ফগন সিং কুলসাটে এবং সালুম্বের সাংসদ মহাবীর ভাগোরা। সেদিন সংসদে টাকার পাহাড় দেখে লজ্জায় মুখ ঢেকেছিল দেশ।

মধ্যরাতে জিএসটি...

দেশের কর কাঠামোকে কার্যত রাতারাতি বদলে দিয়েছিল এই জিএসটি । তবে এর প্রস্তুতি চলেছে বছরের পর বছর ধরে । শেষমেশ 2017 সালের পয়লা জুন মধ্যরাতে সংসদে দাঁড়িয়ে জিএসটি লাগু করেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নয়া কাশ্মীর আর সংশোধিত নাগরিকত্ব আইন...

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার মধ্যে অন্যতম হল সংবিধানের 370 ধারার বিরোধ এবং নয়া সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন । এই দু'টি সিদ্ধান্তের সঙ্গেই ভারতীয় সংসদের সরাসারি যোগ আছে । 2019 সালের 5 অগস্ট লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, সংবিধানের 370 ধারা বিলোপ করা হল। তার ফলে সংবিধানে থাকা বিশেষ মর্যাদা হারাল উপত্যকা। পাশাপাশি রাজ্য থেকে জম্মু ও কাশ্মীর হয়ে গেল দু'টো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল । এই সিদ্ধান্তের কয়েকমাস বাদে 11 ডিসেম্বর সংসদে পাশ হয়ে য়ায় সংশোধিত নাগরিকত্ব আইন । তা নিয়ে বিতর্ক আজও চলছে ।

আরও পড়ুন: কেমন দেখতে সংসদের অন্দরমহল; দেখে নিন এক নজরে

হায়দরাবাদ, 28 মে: ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, 'ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার' । অর্থাৎ, রক্তের ঘনত্ব জলের থেকে বেশি। দ্বাদশ শতকে জার্মানিতে এই ধরনের একটি কথার চল ছিল । তারও প্রায় দু'শো বছর বাদে ইংরেজ লেখক জন লয়েডগেট তাঁর লেখার মাধ্যমে এই প্রবাদটিকে আরও জনপ্রিয় করেছিলেন । ভারতীয় রাজনীতিতেও এই লাইনটি ব্যবহার হয়ে আসছে সেই কোন কাল থেকে। ছোট ছেলে সঞ্জয় যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সব প্রশাসনিক এবং রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছেন তখন প্রিয় ইন্দুকে উপদেশ দেওয়ার কথা ভেবেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় । সে সময় তাঁকেও এই প্রবাদটির কথা মনে করিয়ে নিরস্ত্র করেছিলেন কংগ্রেসী সতীর্থরা ।

গণতন্ত্র দেশে সুপ্রতিষ্ঠিত কি না তা নিয়ে তর্কের অবকাশ থাকলেও 140 কোটির দেশে সংসদীয় গণতন্ত্র যে ডালপালা মেলতে পেরেছে তাতে সন্দেহের অবকাশ নেই । ভারতের এই প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের প্রাণ হয়ে থেকেছে দিল্লির সংসদ মার্গের এই বাড়িটা । দেশ খাতায়-কলমে স্বাধীন হওয়ার আগে এই বাড়িতেই তৈরি হয়েছিল সংবিধান সভা । এখানেই গৃহিত হয়েছিল দেশের সংবিধান । এখান থেকেই স্বাধীনতার সদর্প ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু । আবার গণতন্ত্রের কণ্ঠরোধ করা জরুরি অবস্থা জারির প্রস্তাবও পাশ হয়েছিল এখানেই । দু'শো বছরের পরাধীনতার অন্ধকারকে দূর করে 1947 সালে সদ্য জন্ম নেওয়া দেশকে সাবালক করেছে এই বাড়িটা ।

ব্রিটিশ স্থাপত্যবিদ এডউইন লুটিয়ান্স সংসদ ভবনের পাশাপাশি দিল্লির এই এলাকার বেশ কিছু ভবন নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে এই প্রতিটি বাড়িতেই ইতিহাস ফিসফিস কথা বলেছে। তাই অনেকেই দিল্লির এই অংশকে 'লুটিয়ান্স দিল্লি' বলেন । এবার সব বদলে যাচ্ছে ।

এবার নয়া ভবন থেকে চলবে দেশের সংসদের উচ্চ ও নিম্মকক্ষ । পুরনো ভবনটিকে মেরামত করা হবে । আধুনিকীকরণ হবে। সরকার জানিয়েছে, পরবর্তী সময়ে কোনও বড় অনুষ্ঠান বা ওই ধরনের কিছু করতে হলে এই ভবনকেই ব্যবহার করা হবে । কিন্তু দেশে আইন প্রণয়ণে আর ভূমিকা থাকবে না বাড়িটার । তবে থেকে যাবে ইতিহাস । আজকের এই মাহেন্দ্রক্ষণে ফিরে দেখা সেই ইতিহাসের কিছু মণি-মাণিক্য ।

গোড়ার কথা...

1927 সালের 18 জানুয়ারি সংসদ ভবন তৈরির কাজ শুরু হয় । কমবেশি ছ’বছর সময় লাগে ভবনটি তৈরি করতে । খরচ হয় তৎকালীন হিসেবে প্রায় 83 লক্ষ টাকা । 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে 1946 সাল থেকেই এখানে সংবিধান তৈরির কাজ হয় । প্রতিনিয়ত দেশের তাবড় নেতাদের দেখা সেই শুরু এই ভবনের ।

Old Parliament Building
সংসদ মানেই ঘটনার ঘনঘটা

স্বাধীনতার সেই রাত...

1947 সালের 15 অগস্টে এই ভবন থেকেই স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন নেহরু । ভাষণে তিনি বুঝিয়ে দেন, দুনিয়ার তামাম বড় বড় দেশ এখন ঘুমিয়ে থাকলেও ভারত জেগে উঠেছে । সদ্যজাত এই দেশ সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত । আবার পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে মুক্তিযুদ্ধ করেছিল ভারত । নেহরু-তনয়া এই সংসদে দাঁড়িয়েই দেশকে জানিয়েছিলেন, যুদ্ধ শেষে এক নতুন দেশের জন্ম হয়েছে ।

জরুরি অবস্থা...

গণতন্ত্রের মৃত্যদিন হিসেবে কোনও একটি দিনের কথা যদি বলতে হয়, তাহলে জরুরি অবস্থার কথা মনে করতেই হবে । ইন্দিরা গান্ধির সেই সিদ্ধান্ত 19 মাসের জন্য বদলে দিয়েছিল দেশের পরিচালন ব্যবস্থাকে । 25 জুন রাত বারোটায় রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইন্দিরা । সেই থেকে লাগু হয়ে যায় জরুরি অবস্থা । দেশে তখন কোনও আইনসভা নেই । নেই কোনও বিরোধী স্বর। আনুষ্ঠানিকভাবে ইন্দিরা মন্ত্রিসভার প্রবীণ সদস্য বাবু জগজীবন রাম সংসদে সেই প্রস্তাব পেশ করেন । এরপরে অবশ্য তিনি নিজেই কংগ্রেস ত্যাগ করেন । আরও অনেক পরে তাঁর মেয়ে মীরা কুমার লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ হন।

Old Parliament Building
বহু ইতিহাসের সাক্ষী ছিল এই পুরনো সংসদ ভবন

মুক্ত বাণিজ্য...

পিভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রী হওয়া জাতীয় রাজনীতির অন্যতম চমকপ্রদ ঘটনার অন্যতম ।প্রবীণ নেতা ধরেই নিয়েছিলেন তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে। ঠিক সে সময় এলটিটিই-র হানায় প্রাণ গেল রাজীব গান্ধির । আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন নরসিমা । দলের সভাপতির পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসে গেল তাঁর কাছে । ভাবলেন, দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনার সময় হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বেছে নিলেন তৎকালীন সময়ের ইউজিসির চেয়ারম্যান মনমোহন সিংকে। সরকার গঠনের পর প্রথম বাজেটে রাও-সিং জুটি বিস্ফোরণ ঘটাল । ভারতীয় বাজার বিদেশি সংস্থার জন্য খুলে গেল । সেদিন মনমোহন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোনও একটি ধারণা যার সময় এসে গিয়েছে তাকে পৃথিবীর কোনও শক্তি রুখতে পারবে না । তিনি বলতে চেয়েছিলেন, ভারত আসলে তেমন এক ধারনা আর যাকে রোখা যাবে না ।

বাজপেয়ীর ইস্তফা-ভাষণ...

সংসদ তর্ক-বিতর্কেরই জায়গা । সংসদে দেশের ভালো চেয়ে তর্ক এবং বিতর্ক হবে সেটাই স্বাভাবিক । সাত দশকের সংসদীয় রাজনীতি বেশ কিছু ভালো বক্তার জন্ম দিয়েছে । সেই তালিকার একেবারে শুরুর দিকে থাকবেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী । তাঁর বাগ্মীতা মুগ্ধ করেছিল নেহরুকেও । শোনা যায় নেহরুর জীবনাবসানের পর বাজপেয়ী মন্তব্য করেছিলেন, ‘দেশ তার সবচেয়ে সুন্দর রাজকুমারকে হারাল' । এ হেন বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার 13 দিনের মাথায় ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন এই সংসদে দাঁড়িয়েই । ঘণ্টা দেড়েকের সেই ভাষণ আজও একইরকম প্রাসঙ্গিক । বক্তব্যের এক জায়গায় নেতা বলেছিলেন, দল তৈরি হবে, ভেঙেও যাবে । সরকার গঠিত হবে আবার পরেও যাবে । কিন্তু দেশকে থাকতে হবে । দেশের গরিমা কমলে চলবে না। ঘোড়া কেনাবেচা করে সরকার গঠন যে তাঁর পছন্দ নয় তাও স্পষ্ট করে দিয়েছিলেন বাজপেয়ী । এই অংশটিকে হাতিয়ার করে আজকের মোদি-শাহর বিজেপিকে আক্রমণ করে বিরোধীরা।

এই ঘটনার কিছদিন পর আবারও 13 মাস সরকার চালান বাজপেয়ী । সেই সরকার আস্থাভোট পরাজিত হয় মাত্র একটি ভোটে । রাজনীতির রঙ্গমঞ্চে এও কম নাটকীয় ঘটনা নয় ।

আরও পড়ুন: মোদির হাতে সেঙ্গল, ঐতিহাসিক রাজদণ্ডেই শুরু নতুন ইতিহাস

জঙ্গিদের নিশানায় সংসদ...

আধুনিক সময়ে বিশেষ করে নয়ের দশক থেকে সন্ত্রাসবাদ আমাদের চেনা শব্দ । 1993 সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ থেকে সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ পরিচয় । কিন্ত তাও সে সময় পর্যন্ত কারও ভাবনাতেই আসেনি খোদ সংসদ ভবনে জঙ্গি হামলা হতে পারে । সেই ঘটনা ঘটেছিল 2001 সালের ডিসেম্বরে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সংসদে ঢুকে পড়েছিল লস্কর-ই-তইবার চার জঙ্গি। সেই সাদা অ্যাম্বাসাডর কার্যত মৃত্যুর বার্তা বয়ে এনেছিল । এলোপাথাড়ি গুলিতে সংসদের আকাশ-বাতাস ভারী হয়ে গিয়েছিল সেদিন । চার জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী । পরে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী বলেছিলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে খতম করে দিতেই হামলা চলেছিল সংসদে।

Old Parliament Building
ঠিকানা বদলে ফিলল দেশের গণতন্ত্রের পীঠস্থান

সংসদে টাকার পাহাড়...

পরমাণু চুক্তি বাতিলের দাবিকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বামেরা । সেই ঘটনার পর আস্থা ভোট হয় লোকসভায় । 2008 সালের সেই ভোটে সরকার বাঁচাতে সক্ষম হন মনমোহন সিং । কিন্তু অভিযোগ ওঠে বিজেপি সাংসদদের কেনার চেষ্টা হয়েছে । রাজস্থানের তিন বিজেপি বিধায়ক দাবি করেন তাঁদের মোটা টাকা দিয়ে ভোটদানে বিরত থাকতে বলা হয়েছে । শুধু দাবি করা নয়, টাকার ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন মরেনার সাংসদ অশোক আগরওয়াল, মান্ডলার সাংসদ ফগন সিং কুলসাটে এবং সালুম্বের সাংসদ মহাবীর ভাগোরা। সেদিন সংসদে টাকার পাহাড় দেখে লজ্জায় মুখ ঢেকেছিল দেশ।

মধ্যরাতে জিএসটি...

দেশের কর কাঠামোকে কার্যত রাতারাতি বদলে দিয়েছিল এই জিএসটি । তবে এর প্রস্তুতি চলেছে বছরের পর বছর ধরে । শেষমেশ 2017 সালের পয়লা জুন মধ্যরাতে সংসদে দাঁড়িয়ে জিএসটি লাগু করেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নয়া কাশ্মীর আর সংশোধিত নাগরিকত্ব আইন...

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার মধ্যে অন্যতম হল সংবিধানের 370 ধারার বিরোধ এবং নয়া সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন । এই দু'টি সিদ্ধান্তের সঙ্গেই ভারতীয় সংসদের সরাসারি যোগ আছে । 2019 সালের 5 অগস্ট লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, সংবিধানের 370 ধারা বিলোপ করা হল। তার ফলে সংবিধানে থাকা বিশেষ মর্যাদা হারাল উপত্যকা। পাশাপাশি রাজ্য থেকে জম্মু ও কাশ্মীর হয়ে গেল দু'টো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল । এই সিদ্ধান্তের কয়েকমাস বাদে 11 ডিসেম্বর সংসদে পাশ হয়ে য়ায় সংশোধিত নাগরিকত্ব আইন । তা নিয়ে বিতর্ক আজও চলছে ।

আরও পড়ুন: কেমন দেখতে সংসদের অন্দরমহল; দেখে নিন এক নজরে

Last Updated : Sep 19, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.