ETV Bharat / bharat

লকডাউন করতে চাই না, তবে আমি অসহায় ; বললেন উদ্ধব

author img

By

Published : Mar 1, 2021, 12:23 PM IST

দীর্ঘদিন লকডাউন থাকার ফলে বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। এদিকে মহারাষ্ট্রে ফের করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ায় চিন্তায় প্রশাসন।

dont-want-to-impose-lockdown-but-majboori-is-also-something-maha-cm
করোনা

মুম্বই, 1 মার্চ : ফের লকডাউন করে সাধারণ জনজীবন স্তব্ধ করে দিতে চান না মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এবিষয়ে তিনি পুরোপুরি অসহায়। গতকাল নিজেই একথা জানান উদ্ধব।

কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে মহারাষ্ট্রে। অনেকেই মনে করছেন এই পরিস্থিতি সামাল দিতে ফের লকডাউন দরকার। এপ্রসঙ্গে জানতে চাওয়া হয় উদ্ধব ঠাকরের কাছে।

আরও পড়ুন- করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

জবাবে তিনি বলেন, " রাজ্য়ে ফের লকডাউন করতে আমি চাই না। কিন্তু পুরো বিষয়ে আমি অসহায়।" এর সঙ্গে তিনি মহারাষ্ট্রবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানান। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য়, "মাস্ক পরুন। যাতে ফের না আমাদের লকডাউনের মধ্য়ে যেতে হয়।"

এদিকে তিনি জানিয়েছেন, রাজ্য়ের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি অবগত আছেন। এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।

গতকাল মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য় অনুযায়ী, গত 24 ঘণ্টায় 8293 জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এবং 3753জন সুস্থ হয়ে উঠেছেন পাশাপাশি মৃতের সংখ্য়া 62। এনিয়ে রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া 52154।

মুম্বই, 1 মার্চ : ফের লকডাউন করে সাধারণ জনজীবন স্তব্ধ করে দিতে চান না মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এবিষয়ে তিনি পুরোপুরি অসহায়। গতকাল নিজেই একথা জানান উদ্ধব।

কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে মহারাষ্ট্রে। অনেকেই মনে করছেন এই পরিস্থিতি সামাল দিতে ফের লকডাউন দরকার। এপ্রসঙ্গে জানতে চাওয়া হয় উদ্ধব ঠাকরের কাছে।

আরও পড়ুন- করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

জবাবে তিনি বলেন, " রাজ্য়ে ফের লকডাউন করতে আমি চাই না। কিন্তু পুরো বিষয়ে আমি অসহায়।" এর সঙ্গে তিনি মহারাষ্ট্রবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানান। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য়, "মাস্ক পরুন। যাতে ফের না আমাদের লকডাউনের মধ্য়ে যেতে হয়।"

এদিকে তিনি জানিয়েছেন, রাজ্য়ের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি অবগত আছেন। এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।

গতকাল মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য় অনুযায়ী, গত 24 ঘণ্টায় 8293 জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এবং 3753জন সুস্থ হয়ে উঠেছেন পাশাপাশি মৃতের সংখ্য়া 62। এনিয়ে রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া 52154।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.