ETV Bharat / bharat

কোভিড টিকা নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না, বিরোধীদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর - কোভিড টিকা

কোভিড টিকা (Covid vaccines) নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না ৷ বিরোধী দলগুলির কাছে এই আর্জি জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷ তাঁর আবেদন, করোনা টিকাকরণে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে ৷

dont-indulge-in-politics-over-covid-vaccines-mansukh-mandaviya-tells-opposition
কোভিড টিকা নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না, বিরোধীদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর
author img

By

Published : Jul 23, 2021, 5:35 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই : কোভিড টিকা (Covid vaccines) নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না ৷ বিরোধী দলগুলির কাছে এই আর্জি জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷ তাঁর আবেদন, করোনা টিকাকরণে সবাই একজোট হয়ে কাজ করুন ৷

লোকসভার প্রশ্নোত্তর পর্বে নয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, মার্কিন কোম্পানি ফাইজার যাতে ভারতে পাওয়া যায়, তার ব্যবস্থা করতে তাদের সঙ্গে সরকার এখনও কথাবার্তা চালাচ্ছে বলে জানান তিনি ৷ শিব সেনা সাংসদ রাহুল শেওয়ালের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "কোভিড নিয়ে ও টিকাকরণ নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত না ৷ প্রধানমন্ত্রী বারবার এ কথা বলেছেন ৷"

মাণ্ডব্যর কথায়, "এই বিষয়ে আমি কোনও রাজনীতি বরদাস্ত করব না, তবে আমি তথ্যগুলি তুলে ধরব ৷" কেন্দ্রীয় সরকার কোভিড মোকাবিলায় সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি জানান, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে 20টিরও বেশি বৈঠক করে ফেলেছেন ৷

আরও পড়ুন: শিল্পার বাড়িতে পুলিশ, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

স্বাস্থ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত প্রসঙ্গে মনসুখ মাণ্ডব্য বলেন, "অনেকেই বলেন যে, স্বাস্থ্য রাজ্যের আওতাধীন ৷ রাজ্যগুলি বলে আমাদেরও টিকা কেনার অনুমতি দিতে হবে ৷ আমরা বলি, আমাদের এটা নিয়ে কোনও সমস্যা নেই ৷ রাজ্যগুলি বলছে, টিকা কেনার জন্য আমরা টেন্ডার ডাকব ৷ মোদিজি বলেছেন, যে ধরনের সাহায্য প্রয়োজন, তা করার জন্য আমরা প্রস্তুত ৷"

নয়া নির্দেশিকা অনুযায়ী, রাজ্যগুলিকে 25 শতাংশ ও বেসরকারি হাসপাতালগুলিকে 25 শতাংশ টিকা কেনার অনুমতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্র কিনবে 50 শতাংশ টিকা ৷ মনসুখের কথায়, "25 শতাংশের জন্য রাজ্যগুলি টেন্ডার ডাকছে এবং আমরা বলেছি, সম্ভাব্য সব রকমের সাহায্য করব ৷ টিকা সরবরাহকারীর সংখ্যা খুবই সীমিত ৷ ভারত সরকার তবু কথা চালিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা

মডার্না ইতিমধ্যেই ভারতে ব্যবহারের অনুমোদন পেয়েছে ৷ বায়োলজিক্যাল ই-র সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ শুরু করেছে জনসন অ্যান্ড জনসন ৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, "ফাইজার প্রসঙ্গে ভারত সরকার কথাবার্তা চালাচ্ছে ৷ তবে এই কোম্পানি বলছে, তারা রাজ্যগুলির সঙ্গে চুক্তি করবে না ৷ এ ব্যাপারে আমেরিকার সঙ্গে কথা বলছে কেন্দ্র ৷ আজও ওই কোম্পানির সঙ্গে কথা বলেছে একটি বিশেষজ্ঞ দল ৷"

সরকার সব নাগরিকের টিকাকরণে দায়বদ্ধ বলে দাবি করেন মনসুখ মাণ্ডব্য ৷ যাঁরা টিকাকরণের ব্যাপারে দ্বন্দ্ব তৈরি করছে, তাঁদের তা বন্ধ করা উচিত বলেও জানান তিনি ৷

নয়াদিল্লি, 23 জুলাই : কোভিড টিকা (Covid vaccines) নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না ৷ বিরোধী দলগুলির কাছে এই আর্জি জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷ তাঁর আবেদন, করোনা টিকাকরণে সবাই একজোট হয়ে কাজ করুন ৷

লোকসভার প্রশ্নোত্তর পর্বে নয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, মার্কিন কোম্পানি ফাইজার যাতে ভারতে পাওয়া যায়, তার ব্যবস্থা করতে তাদের সঙ্গে সরকার এখনও কথাবার্তা চালাচ্ছে বলে জানান তিনি ৷ শিব সেনা সাংসদ রাহুল শেওয়ালের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "কোভিড নিয়ে ও টিকাকরণ নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত না ৷ প্রধানমন্ত্রী বারবার এ কথা বলেছেন ৷"

মাণ্ডব্যর কথায়, "এই বিষয়ে আমি কোনও রাজনীতি বরদাস্ত করব না, তবে আমি তথ্যগুলি তুলে ধরব ৷" কেন্দ্রীয় সরকার কোভিড মোকাবিলায় সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি জানান, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে 20টিরও বেশি বৈঠক করে ফেলেছেন ৷

আরও পড়ুন: শিল্পার বাড়িতে পুলিশ, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

স্বাস্থ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত প্রসঙ্গে মনসুখ মাণ্ডব্য বলেন, "অনেকেই বলেন যে, স্বাস্থ্য রাজ্যের আওতাধীন ৷ রাজ্যগুলি বলে আমাদেরও টিকা কেনার অনুমতি দিতে হবে ৷ আমরা বলি, আমাদের এটা নিয়ে কোনও সমস্যা নেই ৷ রাজ্যগুলি বলছে, টিকা কেনার জন্য আমরা টেন্ডার ডাকব ৷ মোদিজি বলেছেন, যে ধরনের সাহায্য প্রয়োজন, তা করার জন্য আমরা প্রস্তুত ৷"

নয়া নির্দেশিকা অনুযায়ী, রাজ্যগুলিকে 25 শতাংশ ও বেসরকারি হাসপাতালগুলিকে 25 শতাংশ টিকা কেনার অনুমতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্র কিনবে 50 শতাংশ টিকা ৷ মনসুখের কথায়, "25 শতাংশের জন্য রাজ্যগুলি টেন্ডার ডাকছে এবং আমরা বলেছি, সম্ভাব্য সব রকমের সাহায্য করব ৷ টিকা সরবরাহকারীর সংখ্যা খুবই সীমিত ৷ ভারত সরকার তবু কথা চালিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা

মডার্না ইতিমধ্যেই ভারতে ব্যবহারের অনুমোদন পেয়েছে ৷ বায়োলজিক্যাল ই-র সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ শুরু করেছে জনসন অ্যান্ড জনসন ৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, "ফাইজার প্রসঙ্গে ভারত সরকার কথাবার্তা চালাচ্ছে ৷ তবে এই কোম্পানি বলছে, তারা রাজ্যগুলির সঙ্গে চুক্তি করবে না ৷ এ ব্যাপারে আমেরিকার সঙ্গে কথা বলছে কেন্দ্র ৷ আজও ওই কোম্পানির সঙ্গে কথা বলেছে একটি বিশেষজ্ঞ দল ৷"

সরকার সব নাগরিকের টিকাকরণে দায়বদ্ধ বলে দাবি করেন মনসুখ মাণ্ডব্য ৷ যাঁরা টিকাকরণের ব্যাপারে দ্বন্দ্ব তৈরি করছে, তাঁদের তা বন্ধ করা উচিত বলেও জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.