ETV Bharat / bharat

BJP Question to Rahul Gandhi: 'রাহুল কি চান মণিপুরে ভারতীয়দের উপর গুলি চালাক সেনা !' বিস্ফোরক রবিশঙ্কর প্রসাদ - রবিশঙ্কর প্রসাদ

Rahul Gandhi Expect Armed Forces to Fire on Indians in Manipur: মণিপুরে শান্তি ফেরাতে কেন নামানো হচ্ছে না সেনা ? রাহুল গান্ধির এই প্রশ্নের পালটা জাবাব বিজেপির । যেখানে রবিশঙ্কর প্রসাদ করে বসলেন বিস্ফোরক মন্তব্য । বলে উঠলেন, মণিপুরের ভারতীয়দের উপর গুলি চালাক সেনা, এটাই কি চান রাহুল ?

BJP Question to Rahul Gandhi ETV BHARAT
BJP Question to Rahul Gandhi
author img

By

Published : Aug 12, 2023, 7:14 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: মণিপুরে শান্তি ফেরানোর প্রস্তাবে সেনা নামানোর কথা বলেছিলেন রাহুল গান্ধি । তার পালটা জবাব দিতে ময়দানে নামলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ । তাঁর বিস্ফোরক মন্তব্য, " রাহুল কী চাইছেন সশস্ত্রবাহিনী অশান্ত মণিপুরের ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাক ?’’ গতকাল কংগ্রেস সাংসদ অভিযোগ করেছিলেন, নরেন্দ্র মোদি চান না মণিপুরে শান্তি ফিরে আসুক ৷ প্রধানমন্ত্রী তা চাইলে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে ৷ তারই প্রেক্ষিতে এ দিন রাহুল গান্ধিকে এই প্রশ্ন ছুড়লেন রবিশঙ্কর প্রসাদ ৷ যেখানে রাজনৈতিক কারবারিদের মত নিজের বক্তব্যে রবিশঙ্কর স্পষ্ট করলেন , মণিপুরে সেনা নামালে 'সেনার গুলিতে' আক্রান্ত হতে পারে 'মণিপুরের ভারতীয় নাগরিকরা' । যা এড়াতেই হয়তো নরেন্দ্র মোদি সেই রাজ্যে সেনা নামাচ্ছেন না ।

আর এই প্রসঙ্গে 1960 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে আনেন রবিশঙ্কর ৷ তাঁর কথায়, ‘‘রাহুল গান্ধি দাবি করছেন, সশস্ত্র বাহিনীর উপর দায়িত্ব দিলে তারা একদিনের মধ্যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারে ৷ তিনি কি তাঁর ঠাকুমা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মতো কাজ করতে বলছেন ? যিনি 1960 সালে বায়ুসেনাকে দিয়ে আইজলে বোমাবর্ষণ করিয়েছিলেন ৷’’

কংগ্রেসেরে নীতি এবং সিদ্ধান্তের সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, সেই সময় কংগ্রেস বলেছিল বায়ুসেনা সশস্ত্র জঙ্গিদের লক্ষ্য করে বোমাবর্ষণ করেছিল ৷ কিন্তু, রাহুল গান্ধির সমালোচনা করে বিজেপি নেতা বলেন, ‘‘রাহুল গান্ধি কী চাইছেন, মণিপুরের ভারতীয় নাগরিকদের উপরে সশস্ত্র বাহিনী গুলি চালাক ? নাকি তারা চান ভারতীয়দের মধ্যে সংহতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে ?’’

আরও পড়ুন: 'জবরদস্তি বিরোধী কণ্ঠরোধ', লোকসভায় তাঁর সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া অধীরের

রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, সংসদে এবং পরবর্তী সময়ে সংসদের বাইরে রাহুল গান্ধির মন্তব্যের পর থেকে আতংক ছড়িয়েছে মণিপুরের সাধারণ মানুষের মধ্যে ৷ রাহুল গান্ধির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছেন তিনি ৷ উল্লেখ্য, সংসদের বিজেপি সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন রাহুল ৷ যার মধ্যে অন্যতম, সরকারের রাজনীতি মণিপুরে ‘ভারতমাতার হত্যা’ করছে ৷ মণিপুর ইস্যুতে সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ৷ সেই অনাস্থা নিয়ে আলোচনাতেই কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মণিপুর ইস্যুতে সরব হন রাহুল ৷

নয়াদিল্লি, 12 অগস্ট: মণিপুরে শান্তি ফেরানোর প্রস্তাবে সেনা নামানোর কথা বলেছিলেন রাহুল গান্ধি । তার পালটা জবাব দিতে ময়দানে নামলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ । তাঁর বিস্ফোরক মন্তব্য, " রাহুল কী চাইছেন সশস্ত্রবাহিনী অশান্ত মণিপুরের ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাক ?’’ গতকাল কংগ্রেস সাংসদ অভিযোগ করেছিলেন, নরেন্দ্র মোদি চান না মণিপুরে শান্তি ফিরে আসুক ৷ প্রধানমন্ত্রী তা চাইলে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে ৷ তারই প্রেক্ষিতে এ দিন রাহুল গান্ধিকে এই প্রশ্ন ছুড়লেন রবিশঙ্কর প্রসাদ ৷ যেখানে রাজনৈতিক কারবারিদের মত নিজের বক্তব্যে রবিশঙ্কর স্পষ্ট করলেন , মণিপুরে সেনা নামালে 'সেনার গুলিতে' আক্রান্ত হতে পারে 'মণিপুরের ভারতীয় নাগরিকরা' । যা এড়াতেই হয়তো নরেন্দ্র মোদি সেই রাজ্যে সেনা নামাচ্ছেন না ।

আর এই প্রসঙ্গে 1960 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে আনেন রবিশঙ্কর ৷ তাঁর কথায়, ‘‘রাহুল গান্ধি দাবি করছেন, সশস্ত্র বাহিনীর উপর দায়িত্ব দিলে তারা একদিনের মধ্যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারে ৷ তিনি কি তাঁর ঠাকুমা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মতো কাজ করতে বলছেন ? যিনি 1960 সালে বায়ুসেনাকে দিয়ে আইজলে বোমাবর্ষণ করিয়েছিলেন ৷’’

কংগ্রেসেরে নীতি এবং সিদ্ধান্তের সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, সেই সময় কংগ্রেস বলেছিল বায়ুসেনা সশস্ত্র জঙ্গিদের লক্ষ্য করে বোমাবর্ষণ করেছিল ৷ কিন্তু, রাহুল গান্ধির সমালোচনা করে বিজেপি নেতা বলেন, ‘‘রাহুল গান্ধি কী চাইছেন, মণিপুরের ভারতীয় নাগরিকদের উপরে সশস্ত্র বাহিনী গুলি চালাক ? নাকি তারা চান ভারতীয়দের মধ্যে সংহতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে ?’’

আরও পড়ুন: 'জবরদস্তি বিরোধী কণ্ঠরোধ', লোকসভায় তাঁর সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া অধীরের

রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, সংসদে এবং পরবর্তী সময়ে সংসদের বাইরে রাহুল গান্ধির মন্তব্যের পর থেকে আতংক ছড়িয়েছে মণিপুরের সাধারণ মানুষের মধ্যে ৷ রাহুল গান্ধির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছেন তিনি ৷ উল্লেখ্য, সংসদের বিজেপি সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন রাহুল ৷ যার মধ্যে অন্যতম, সরকারের রাজনীতি মণিপুরে ‘ভারতমাতার হত্যা’ করছে ৷ মণিপুর ইস্যুতে সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ৷ সেই অনাস্থা নিয়ে আলোচনাতেই কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মণিপুর ইস্যুতে সরব হন রাহুল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.