ETV Bharat / bharat

187 Coins in Patient: মানসিক রোগীর পেটে 187টি কয়েন ! প্রাণ বাঁচল অস্ত্রোপচারে - Doctors have removed 187 coins

তিনি মানসিক ভাবে অসুস্থ ৷ তাই মাসের পর মাস ধরে কয়েন খেয়ে গিয়েছেন বলে অনুমান ৷ শেষমেশ অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে 187টি কয়েন বের করেছেন চিকিৎসকরা (187 Coins in Patient Abdomen) ?

Coins
ETV Bharat
author img

By

Published : Nov 30, 2022, 11:14 AM IST

বাগালকোট (কর্নাটক), 30 নভেম্বর: বিশ্বাস হবে না কারণ এমন ঘটনা খুব বেশি ঘটে না ৷ এক রোগীর পেট থেকে একটি, দু'টি নয়- একশোরও বেশি কয়েন বের করেছেন চিকিৎসকেরা ৷ আর এই কয়েনগুলি পেটে নিয়েও বেঁচে ছিলেন রোগী ৷ হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন কর্নাটকের এক রোগী (Doctors have removed 187 coins from the stomach of a patient on Tuesday) ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ৷ তাঁর বমি হচ্ছিল, সঙ্গে পেটেও ব্যথা হচ্ছিল ৷ এসব সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ তারপর বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে কয়েন রয়েছে ৷ হানাগাল কুমারেশ্বর হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে 187টি কয়েন বের করেন মানসিকভাবে অসুস্থ রোগীর পেট থেকে ৷ জানা গিয়েছে সবকটিই বাজার চলতি কয়েন ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

ওই ব্যক্তি বিগত দু-তিন মাসে শুধু কয়েন খেয়ে যাচ্ছিলেন ৷ মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন করেছিলেন ৷

বাগালকোট (কর্নাটক), 30 নভেম্বর: বিশ্বাস হবে না কারণ এমন ঘটনা খুব বেশি ঘটে না ৷ এক রোগীর পেট থেকে একটি, দু'টি নয়- একশোরও বেশি কয়েন বের করেছেন চিকিৎসকেরা ৷ আর এই কয়েনগুলি পেটে নিয়েও বেঁচে ছিলেন রোগী ৷ হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন কর্নাটকের এক রোগী (Doctors have removed 187 coins from the stomach of a patient on Tuesday) ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ৷ তাঁর বমি হচ্ছিল, সঙ্গে পেটেও ব্যথা হচ্ছিল ৷ এসব সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ তারপর বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে কয়েন রয়েছে ৷ হানাগাল কুমারেশ্বর হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে 187টি কয়েন বের করেন মানসিকভাবে অসুস্থ রোগীর পেট থেকে ৷ জানা গিয়েছে সবকটিই বাজার চলতি কয়েন ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

ওই ব্যক্তি বিগত দু-তিন মাসে শুধু কয়েন খেয়ে যাচ্ছিলেন ৷ মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.