ETV Bharat / bharat

করোনা রুখতে গোরুর গোবর মাখা অবৈজ্ঞানিক, দাবি চিকিৎসকদের - অবৈজ্ঞানিক

করোনা দূর করতে গোরুর গোবর মাখাটা বোকামো বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷ তাঁদের কথায়, এতে আখেড়ে কোনও লাভ হবে না ৷ উল্টে অন্য কোনও ভয়াবহ রোগের শিকার হতে পারে মানুষ ৷ প্রসঙ্গত, গুজরাতে বেশ কিছু মানুষ অন্ধবিশ্বাসের কারণে, প্রতি সপ্তাহে গোয়ালে গিয়ে গোবর মাখছেন এবং গোমূত্র খাচ্ছেন ৷ যা একেবারই ভুল ধারণা বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷

Doctors in India are warning against the practice of using cow dung in the belief it will ward off COVID 19
করোনা রুখতে গোরুর গোবর মাখা অবৈজ্ঞানিক, দাবি চিকিৎসকদের
author img

By

Published : May 11, 2021, 5:12 PM IST

নয়াদিল্লি,11 মে : করোনা ঠেকাতে গোরুর গোবর কোনও কাজে আসে না এবং এটা যে কার্যকরী তার কোনও বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই ৷ তাই করোনা থেকে বাঁচতে অযথা গোরব মাখতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷

বর্তমানে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ ফলে সাড়ে বাইশ মিলিয়নের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 2 লক্ষ 46 হাজার 116 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, বাস্তব সংখ্যাটা এর থেকে 5 বা 10 গুণ বেশি ৷ আর তার উপরে করোনা আক্রান্ত হওয়ার পর আশঙ্কাজনক রোগীরা হাসপাতালে শয্যা পাচ্ছেন না ৷ মিলছে না অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ ৷

আরও পড়ুন : গঙ্গায় ভাসছে মৃতদেহ...আর আপনার চোখে গোলাপি চশমা, মোদিকে আক্রমণ রাহুলের

এই পরিস্থিতিতে গোরুর গোবর মাখাটা বোকামো বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷ তাঁদের কথায়, এতে আখেড়ে কোনও লাভ হবে না ৷ উল্টে অন্য কোনও ভয়াবহ রোগের শিকার হতে পারে মানুষ ৷ প্রসঙ্গত, গুজরাতে বেশ কিছু মানুষ অন্ধবিশ্বাসের কারণে, প্রতি সপ্তাহে গোয়ালে গিয়ে গোবর মাখছেন এবং গোমূত্র খাচ্ছেন ৷ তাঁদের ধারণা এতে করোনার বিরুদ্ধে লড়তে বা করোনা থেকে সেরে উঠতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে ৷ যা একেবারই ভুল ধারণা বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷

নয়াদিল্লি,11 মে : করোনা ঠেকাতে গোরুর গোবর কোনও কাজে আসে না এবং এটা যে কার্যকরী তার কোনও বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই ৷ তাই করোনা থেকে বাঁচতে অযথা গোরব মাখতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷

বর্তমানে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ ফলে সাড়ে বাইশ মিলিয়নের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 2 লক্ষ 46 হাজার 116 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, বাস্তব সংখ্যাটা এর থেকে 5 বা 10 গুণ বেশি ৷ আর তার উপরে করোনা আক্রান্ত হওয়ার পর আশঙ্কাজনক রোগীরা হাসপাতালে শয্যা পাচ্ছেন না ৷ মিলছে না অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ ৷

আরও পড়ুন : গঙ্গায় ভাসছে মৃতদেহ...আর আপনার চোখে গোলাপি চশমা, মোদিকে আক্রমণ রাহুলের

এই পরিস্থিতিতে গোরুর গোবর মাখাটা বোকামো বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷ তাঁদের কথায়, এতে আখেড়ে কোনও লাভ হবে না ৷ উল্টে অন্য কোনও ভয়াবহ রোগের শিকার হতে পারে মানুষ ৷ প্রসঙ্গত, গুজরাতে বেশ কিছু মানুষ অন্ধবিশ্বাসের কারণে, প্রতি সপ্তাহে গোয়ালে গিয়ে গোবর মাখছেন এবং গোমূত্র খাচ্ছেন ৷ তাঁদের ধারণা এতে করোনার বিরুদ্ধে লড়তে বা করোনা থেকে সেরে উঠতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে ৷ যা একেবারই ভুল ধারণা বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.