আহমেদনগর (মহারাষ্ট্র), 1 এপ্রিল: ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হল পেঁয়াজ চাষের জমিতে কর্মরত শ্রমিকদের ৷ তাঁদের চোখে বাসা বাঁধাল কৃমির দল ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহুরি তালুকের ভালান গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, সেখান বিভিন্ন পেঁয়াজ চাষের জমিতে কর্মরত শ্রমিকদের চোখ দিয়ে বেরিয়ে আসছে কৃমি ! এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কৃষক ও মজুরদের মধ্যে ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকজন শ্রমিককে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায় ৷ এই এলাকার বহু জমিতেই পেঁয়াজ চাষ করা হয় ৷ সেইসব জমিতে অসংখ্য শ্রমিক কাজ করেন ৷ বীজ বপন থেকে শুরু করে চারা রোপণ এবং সবশেষে ফসল তোলা, প্রায় সব কাজই করেন এই শ্রমিকরা ৷ শুক্রবার কাজ সেরে ফেরার পর প্রায় 10-15 শ্রমিকের চোখে অস্বস্তি শুরু হয় ৷ ক্রমে চোখ জ্বালা করতে শুরু করে এবং চোখ দিয়ে জল বের হতে থাকে ৷ এর ফলে অনেকেই চোখ বন্ধ করে আরাম পাওয়ার জন্য রগড়াতে শুরু করেন ৷ তাতে তাঁদের চোখ লাল হয়ে যায় ৷ এমনকী, চোখে বারবার জলের ঝাপটা দিয়েও কোনও লাভ হয়নি ৷
রাত পর্যন্ত আক্রান্তদের সমস্যা না মেটায়, তাঁদের মধ্য়ে কয়েজনকে স্থানীয় একটি চক্ষু হাসপাতালে ভরতি করা হয় ৷ বাকিদের নিয়ে যাওয়া হয় আহমেদনগর জেলা হাসপাতালে ৷ চিকিৎসা শুরু হতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ যা দেখে চিকিৎসকরাও কিছুটা অবাক হয়ে যান ৷ তাঁরা দেখেন, অসুস্থ শ্রমিকদের চোখের ভিতর খুব সূক্ষ কৃমির দল ঘুরে বেড়াচ্ছে ! এমনকী, সেগুলি চোখ থেকে বাইরেও বেরিয়ে আসছে !
আরও পড়ুন: অস্ত্রোপচারে পেট থেকে বেরল আড়াই কেজি চুল, বাবা-মায়ের অজান্তেই খেয়ে ফেলত কিশোরী
এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ বিশেষ করে পেঁয়াজের জমিতে কর্মরত শ্রমিক ও কৃষকরা এখন প্রমাদ গুনছেন ৷ শ্রমিকদের সাফ কথা, এই অবস্থায় তাঁদের পক্ষে পেঁয়াজ তুলতে যাওয়া সম্ভব নয় ৷ কিন্তু, তাতে দু'টি সমস্যা রয়েছে ৷ প্রথমত, ফসল সময় মতো তোলা না হলে তা মাঠেই পচে নষ্ট হবে ৷ এবং দ্বিতীয়ত, যাঁরা এইসব কৃষিজমিতে কাজ করেন, তাঁরা অত্যন্ত দরিদ্র ৷ কাজ না করলে তাঁদেরই বা সংসার চলবে কীভাবে ? এর উত্তর আপাতত অধরা ৷