ETV Bharat / bharat

Adani Hindenburg Research Impact: হিন্ডেনবার্গের ধাক্কায় 7 লক্ষ কোটি খুইয়েছেন আদানি ! - there report on 24th of January

আদানিদের নিয়ে 24 জানুয়ারি রিপোর্ট দেয় হিন্ডেনবার্গ (Hindenburg released there report on 24th of January) । আর তারপর থেকেই আদানিদের শেয়ারে ধস নামছে নিয়ম করে । প্রবল আর্থিক ক্ষতির আবহেই বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন গৌতম আদানি।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 2, 2023, 10:15 AM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: হিন্ডনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে 7 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে আদানিদের । তার জেরে বিশ্বের সবচেয়ে ধনী দশ ব্যক্তির তালিকার বাইরে চলে গিয়েছেন গৌতম আদানি । শুধু তাই নয়,তাঁকে টপকে আবারও দেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি হয়েছেন মুকেশ আম্বানি । দীর্ঘদিন এই তকমার মালিক ছিলেন রিলায়েন্স কর্তা । তবে আদানি তাঁকে ছাপিয়ে যান কয়েক বছর আগে । বাজার বন্ধের সময় দেখা যায়, বুধবারও আদানিদের শেয়ারে ধস নেমেছে । সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে আদানি এন্টারপ্রাইজ । প্রায় 28.45 শতাংশ পড়েছে শেয়ার (Adani Enterprises Share Price Hits New Low )।

এই প্রনণতা বেশ কয়েকদিন ধরেই চলছে । 24 জানুয়ারি আদানিদের নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আনে হিন্ডেনবার্গ। তাতে সংস্থার বিরুদ্ধে 88টি অভিযোগ আনা হয়। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এরপর থেকেই পড়তে শুরু করে সংস্থার শেয়ারের দাম । প্রথম 48 ঘণ্টায় আদানির ক্ষতি হয় 4 কোটি টাকার কাছাকাছি । পরে এই পরিমাণ আরও বেড়ে হয় প্রায় 7 কোটি ।

এমনই আবহে বুধবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার কয়েক ঘণ্টা পর নিজেদের একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে আদানিরা । বলা হয়, বাজারে 20 হাজার কোটি টাকার শেয়ার ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে। কারণ হিসেবে বাজারের অস্থিরতার কথাই তুলে ধরেন গৌতম আদানি । সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, "বিনিয়োগকারীদের অর্থ যাতে কোনওভাবে নষ্ট না-হয় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।"

শুধু আদানি এন্টারপ্রাইজ নয়, আদানিদের অন্য কয়েকটি শেয়ারও পড়েছে । আদানি পোর্ট এবং বিশেষ আর্থিক জোনের শেয়ার পড়েছে 19.69 সংস্থা ।আম্বুজা সিমেন্ট পড়েছে 16.56 শতাংশ । এর পাশাপাশি আদানি গ্যাস থেকে শুরু করে এনডিটিভি'র শেয়ারও পড়েছে অনেকটাই। সবমিলিয়ে 24 জানুয়ারি বাজার বন্ধের সময় পরিস্থিতি যা ছিল তার থেকে 38 শতাংশ পড়েছে আদানিদের শেয়ার ।

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: হিন্ডনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে 7 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে আদানিদের । তার জেরে বিশ্বের সবচেয়ে ধনী দশ ব্যক্তির তালিকার বাইরে চলে গিয়েছেন গৌতম আদানি । শুধু তাই নয়,তাঁকে টপকে আবারও দেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি হয়েছেন মুকেশ আম্বানি । দীর্ঘদিন এই তকমার মালিক ছিলেন রিলায়েন্স কর্তা । তবে আদানি তাঁকে ছাপিয়ে যান কয়েক বছর আগে । বাজার বন্ধের সময় দেখা যায়, বুধবারও আদানিদের শেয়ারে ধস নেমেছে । সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে আদানি এন্টারপ্রাইজ । প্রায় 28.45 শতাংশ পড়েছে শেয়ার (Adani Enterprises Share Price Hits New Low )।

এই প্রনণতা বেশ কয়েকদিন ধরেই চলছে । 24 জানুয়ারি আদানিদের নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আনে হিন্ডেনবার্গ। তাতে সংস্থার বিরুদ্ধে 88টি অভিযোগ আনা হয়। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এরপর থেকেই পড়তে শুরু করে সংস্থার শেয়ারের দাম । প্রথম 48 ঘণ্টায় আদানির ক্ষতি হয় 4 কোটি টাকার কাছাকাছি । পরে এই পরিমাণ আরও বেড়ে হয় প্রায় 7 কোটি ।

এমনই আবহে বুধবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার কয়েক ঘণ্টা পর নিজেদের একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে আদানিরা । বলা হয়, বাজারে 20 হাজার কোটি টাকার শেয়ার ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে। কারণ হিসেবে বাজারের অস্থিরতার কথাই তুলে ধরেন গৌতম আদানি । সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, "বিনিয়োগকারীদের অর্থ যাতে কোনওভাবে নষ্ট না-হয় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।"

শুধু আদানি এন্টারপ্রাইজ নয়, আদানিদের অন্য কয়েকটি শেয়ারও পড়েছে । আদানি পোর্ট এবং বিশেষ আর্থিক জোনের শেয়ার পড়েছে 19.69 সংস্থা ।আম্বুজা সিমেন্ট পড়েছে 16.56 শতাংশ । এর পাশাপাশি আদানি গ্যাস থেকে শুরু করে এনডিটিভি'র শেয়ারও পড়েছে অনেকটাই। সবমিলিয়ে 24 জানুয়ারি বাজার বন্ধের সময় পরিস্থিতি যা ছিল তার থেকে 38 শতাংশ পড়েছে আদানিদের শেয়ার ।

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.