ETV Bharat / bharat

Rahul on Digvijaya Singh Remark: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দ্বিগ্বিজয়ের সঙ্গে সহমত নন, জানিয়ে দিলেন রাহুল - সিআরপিএফ

সোমবার সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Congress Leader Digvijaya Singh) ৷ কিন্তু ওই মতের সঙ্গে তিনি সহমত নন বলে মঙ্গলবার জানিয়ে দিলেন রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jan 24, 2023, 3:38 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical Strike) প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ৷ সেই মন্তব্যকে দ্বিগ্বিজয়ের ব্যক্তিগত মত বলে জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সোমবার দ্বিগ্বিজয় ওই মন্তব্য করেছিলেন ৷ মঙ্গলবার রাহুল জানালেন যে তিনি দ্বিগ্বিজয়ের সঙ্গে সহমত নন ৷

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সেই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে ৷ বিজেপি (BJP) তোপ দেগেছিল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে ৷ এই ধরনের মন্তব্য সেনাবাহিনীর (Indian Army) মনোবল ভেঙে দেয় বলে দাবি করে বিজেপি ৷

সেই বিতর্ক থেকে নিজেকে ও কংগ্রেসকে দূরে রাখতেই রাহুলের এই মন্তব্য বলে অনেকের মত ৷ তবে রাহুল দ্বিগ্বিজয়ের বক্তব্যের কোনও নিন্দাও করেননি । রাহুল গান্ধি বলেন, "আমি দিগ্বিজয় সিংয়ের বক্তব্যের সঙ্গে একমত নই । এটা স্পষ্ট যে আমরা এর সঙ্গে একমত নই । এটা কংগ্রেসের অফিসিয়াল অবস্থান । তাদের (সশস্ত্র বাহিনী) কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই ।"

তবে কংগ্রেসের তরফে আগেই এই বিষয়ে নিজেদের দূরত্ব তৈরি করতে শুরু করেছে ৷ ইতিমধ্যে জয়রাম রমেশ এই নিয়ে টুইট করেছেন ৷ সেখানে দ্বিগ্বিজয়ের মন্তব্যকে ব্যক্তিগত এবং কংগ্রেস এই অনুমোদন করে না বলে জানিয়েছিলেন ৷ তিনি লেখেন, "প্রবীণ নেতা দিগ্বিজয় সিং যে মতামত প্রকাশ করেছেন, তা তাঁর নিজস্ব এবং কংগ্রেসের অবস্থানকে প্রতিফলিত করে না । সার্জিক্যাল স্ট্রাইক 2014 সালের আগে ইউপিএ সরকার দ্বারাও পরিচালিত হয়েছিল । কংগ্রেস জাতীয় স্বার্থে সমস্ত সামরিক কর্মকাণ্ডকে সমর্থন করেছে এবং তা অব্যাহত রাখবে ৷"

প্রসঙ্গত, সোমবার 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন দ্বিগ্বিজয় সিং ৷ কংগ্রেসের এই নেতা বলেন, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এখানেই না থেমে তিনি আরও বলেন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা (Pulwama Terror Attack) নিয়ে তাঁর বক্তব্য ছিল, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"

তিনি আরও প্রশ্ন তুলেছিলেন, "এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি ? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি ?’’ ওই হামলায় 44 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ দ্বিগ্বিজয়ের আরও দাবি, "এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি ৷ মানুষ এই সম্পর্কে সচেতন নয় ৷"

আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে তোপ দ্বিগ্বিজয়ের

নয়াদিল্লি, 24 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical Strike) প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ৷ সেই মন্তব্যকে দ্বিগ্বিজয়ের ব্যক্তিগত মত বলে জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সোমবার দ্বিগ্বিজয় ওই মন্তব্য করেছিলেন ৷ মঙ্গলবার রাহুল জানালেন যে তিনি দ্বিগ্বিজয়ের সঙ্গে সহমত নন ৷

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সেই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে ৷ বিজেপি (BJP) তোপ দেগেছিল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে ৷ এই ধরনের মন্তব্য সেনাবাহিনীর (Indian Army) মনোবল ভেঙে দেয় বলে দাবি করে বিজেপি ৷

সেই বিতর্ক থেকে নিজেকে ও কংগ্রেসকে দূরে রাখতেই রাহুলের এই মন্তব্য বলে অনেকের মত ৷ তবে রাহুল দ্বিগ্বিজয়ের বক্তব্যের কোনও নিন্দাও করেননি । রাহুল গান্ধি বলেন, "আমি দিগ্বিজয় সিংয়ের বক্তব্যের সঙ্গে একমত নই । এটা স্পষ্ট যে আমরা এর সঙ্গে একমত নই । এটা কংগ্রেসের অফিসিয়াল অবস্থান । তাদের (সশস্ত্র বাহিনী) কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই ।"

তবে কংগ্রেসের তরফে আগেই এই বিষয়ে নিজেদের দূরত্ব তৈরি করতে শুরু করেছে ৷ ইতিমধ্যে জয়রাম রমেশ এই নিয়ে টুইট করেছেন ৷ সেখানে দ্বিগ্বিজয়ের মন্তব্যকে ব্যক্তিগত এবং কংগ্রেস এই অনুমোদন করে না বলে জানিয়েছিলেন ৷ তিনি লেখেন, "প্রবীণ নেতা দিগ্বিজয় সিং যে মতামত প্রকাশ করেছেন, তা তাঁর নিজস্ব এবং কংগ্রেসের অবস্থানকে প্রতিফলিত করে না । সার্জিক্যাল স্ট্রাইক 2014 সালের আগে ইউপিএ সরকার দ্বারাও পরিচালিত হয়েছিল । কংগ্রেস জাতীয় স্বার্থে সমস্ত সামরিক কর্মকাণ্ডকে সমর্থন করেছে এবং তা অব্যাহত রাখবে ৷"

প্রসঙ্গত, সোমবার 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন দ্বিগ্বিজয় সিং ৷ কংগ্রেসের এই নেতা বলেন, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এখানেই না থেমে তিনি আরও বলেন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা (Pulwama Terror Attack) নিয়ে তাঁর বক্তব্য ছিল, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"

তিনি আরও প্রশ্ন তুলেছিলেন, "এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি ? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি ?’’ ওই হামলায় 44 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ দ্বিগ্বিজয়ের আরও দাবি, "এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি ৷ মানুষ এই সম্পর্কে সচেতন নয় ৷"

আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে তোপ দ্বিগ্বিজয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.