ETV Bharat / bharat

DK Shivakumar: সোনিয়াকে কর্ণাটকের জয় উপহার দিতে পারায় শিবকুমারের চোখে জল - ডি কে শিবকুমার

কর্ণাটকের ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ এই জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর কথায়, তিনি সোনিয়া গান্ধিকে কর্ণাটকের জয় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ আর সেটা তিনি করে দেখাতে পেরেছেন ৷

DK Shivakumar
DK Shivakumar
author img

By

Published : May 13, 2023, 2:56 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 13 মে: কর্ণাটকে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই কান্নায় ভেঙে পড়েন ওই রাজ্য়ে দলের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর দাবি, তিনি সোনিয়া গান্ধিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার কর্ণাটকের জয় উপহার দেবেন ৷ সেটা করতে পারার আনন্দেই শনিবার চোখের জল ধরে রাখতে পারেননি 61 বছর বয়সী এই নেতা ৷

এ দিন সকালে তিনি বলেন, "আমি আমার দলের কর্মী ও আমার সমস্ত নেতাদের কৃতিত্ব দিই । তাঁরা কঠোর পরিশ্রম করেছেন । জনগণ আমাদের প্রতি বিশ্বাস রেখেছে ও নেতারা আমাদের সমর্থন করেছেন । এটি সম্মিলিত নেতৃত্বের ফল । আমি শুরুতে বলেছি একসঙ্গে চিন্তা করতে পারলেই অগ্রগতি হয় এবং একসঙ্গে কাজ করলে সাফল্য আসে ।’’

তাঁর সংযোজন, ‘‘আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গেকে আশ্বস্ত করেছিলাম যে আমি কর্ণাটকে জয় উপহার দেব । আমি ভুলতে পারি না সোনিয়া গান্ধি জেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যখন বিজেপি আমাকে বন্দি করেছিল ।"

তিনি সিদ্দারামাইয়া-সহ রাজ্যের সমস্ত কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়েছেন । 2013 থেকে 2018 সাল পর্যন্ত কর্ণাটকে কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এবারও তিনি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ৷ তার সঙ্গে শিবকুমারও রয়েছেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ৷ তাই প্রশ্ন উঠছে, এই জয়ের পর তিনি কি এগিয়ে রয়েছেন ? শিবকুমার অবশ্য বলেছেন, "কংগ্রেস অফিস আমাদের মন্দির । আমরা কংগ্রেস অফিসে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব ।" এখন প্রশ্ন হল, তাঁর কান্নায় কংগ্রেসের হাইকমান্ডের মন গলে কি না !

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় আসন সংখ্যা 224 ৷ সেখানে সরকার গড়ার ম্যাজিক ফিগার 113 ৷ এই প্রতিবেদন লেখার সময় কংগ্রেস 132টি আসনে এগিয়ে রয়েছে ৷ ফলে শিবকুমাররাই যে এবার দক্ষিণ ভারতের ওই রাজ্যের কুর্সি দখল করতে চলেছে, তা নিশ্চিত ৷ এবার প্রশ্ন কে হবেন মুখ্যমন্ত্রী ! সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অবশ্যই রয়েছেন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ৷ তবে তার আগে তাঁরা এই জয় নিয়ে উৎসব পালনে বেশি আগ্রহী ৷

বেঙ্গালুরুতে কর্ণাটকে কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের বাসভবনেও পার্টি কর্মীরা উৎসবে মেতেছেন ৷ দিল্লিতেও দলীয় কার্যালয়ে কংগ্রেসের কর্মীরা পটকা ফাটিয়ে প্রত্যাশিত বিজয় উদযাপন করেন । রাজনৈতিক মহলের মতে, এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন দিল ৷ বছরের শেষে আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে ৷ সেখানেও ভালো ফল করার জন্য কংগ্রেসের মনোবল অনেকটাই বাড়ল ৷

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় জয় কংগ্রেসের, দাবি সচিন পাইলটের

বেঙ্গালুরু (কর্ণাটক), 13 মে: কর্ণাটকে কংগ্রেসের জয় নিশ্চিত হতেই কান্নায় ভেঙে পড়েন ওই রাজ্য়ে দলের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর দাবি, তিনি সোনিয়া গান্ধিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার কর্ণাটকের জয় উপহার দেবেন ৷ সেটা করতে পারার আনন্দেই শনিবার চোখের জল ধরে রাখতে পারেননি 61 বছর বয়সী এই নেতা ৷

এ দিন সকালে তিনি বলেন, "আমি আমার দলের কর্মী ও আমার সমস্ত নেতাদের কৃতিত্ব দিই । তাঁরা কঠোর পরিশ্রম করেছেন । জনগণ আমাদের প্রতি বিশ্বাস রেখেছে ও নেতারা আমাদের সমর্থন করেছেন । এটি সম্মিলিত নেতৃত্বের ফল । আমি শুরুতে বলেছি একসঙ্গে চিন্তা করতে পারলেই অগ্রগতি হয় এবং একসঙ্গে কাজ করলে সাফল্য আসে ।’’

তাঁর সংযোজন, ‘‘আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গেকে আশ্বস্ত করেছিলাম যে আমি কর্ণাটকে জয় উপহার দেব । আমি ভুলতে পারি না সোনিয়া গান্ধি জেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যখন বিজেপি আমাকে বন্দি করেছিল ।"

তিনি সিদ্দারামাইয়া-সহ রাজ্যের সমস্ত কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়েছেন । 2013 থেকে 2018 সাল পর্যন্ত কর্ণাটকে কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এবারও তিনি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ৷ তার সঙ্গে শিবকুমারও রয়েছেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ৷ তাই প্রশ্ন উঠছে, এই জয়ের পর তিনি কি এগিয়ে রয়েছেন ? শিবকুমার অবশ্য বলেছেন, "কংগ্রেস অফিস আমাদের মন্দির । আমরা কংগ্রেস অফিসে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব ।" এখন প্রশ্ন হল, তাঁর কান্নায় কংগ্রেসের হাইকমান্ডের মন গলে কি না !

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় আসন সংখ্যা 224 ৷ সেখানে সরকার গড়ার ম্যাজিক ফিগার 113 ৷ এই প্রতিবেদন লেখার সময় কংগ্রেস 132টি আসনে এগিয়ে রয়েছে ৷ ফলে শিবকুমাররাই যে এবার দক্ষিণ ভারতের ওই রাজ্যের কুর্সি দখল করতে চলেছে, তা নিশ্চিত ৷ এবার প্রশ্ন কে হবেন মুখ্যমন্ত্রী ! সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অবশ্যই রয়েছেন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ৷ তবে তার আগে তাঁরা এই জয় নিয়ে উৎসব পালনে বেশি আগ্রহী ৷

বেঙ্গালুরুতে কর্ণাটকে কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের বাসভবনেও পার্টি কর্মীরা উৎসবে মেতেছেন ৷ দিল্লিতেও দলীয় কার্যালয়ে কংগ্রেসের কর্মীরা পটকা ফাটিয়ে প্রত্যাশিত বিজয় উদযাপন করেন । রাজনৈতিক মহলের মতে, এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন দিল ৷ বছরের শেষে আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে ৷ সেখানেও ভালো ফল করার জন্য কংগ্রেসের মনোবল অনেকটাই বাড়ল ৷

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় জয় কংগ্রেসের, দাবি সচিন পাইলটের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.