পালামৌ (ঝাড়খণ্ড), 28 ডিসেম্বর: চিকিৎসা করাতে আসা মহিলাকে গণধর্ষণের অভিযোগ জেলাশাসক ও এসপির গাড়ির চালকদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলার মেদিনীনগর থানা এলাকায় ৷ পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ওই দুই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ওই জায়গায় বাসিন্দা ৷ তিনি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে মেদিনীনগর থানা এলাকায় এসেছিলেন । সেখানে এসে মহিলার মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায় ৷ তাই চিকিৎসা করাতে এসে তিনি একটি মোবাইল রিচার্জের দোকান খুঁজছিলেন ৷ সেসময় তাঁর সঙ্গে অভিযুক্তদের মধ্যে থেকে একজন গাড়ির চালকের দেখা হয় । ওই চালক মহিলার কাছ থেকে টাকা নিয়ে রিচার্জ করে দেন । সেখান থেকে মহিলার নম্বরও পেয়ে যান অভিযুক্ত ৷
এরপর ওই চালক মহিলাকে ফোন করে একটি জায়গায় ডাকেন ৷ সেখানে অপর গাড়ির চালকও আসেন ৷ তারপর মহিলা সেখানে এলে ডিসি ও এসপির চালকরা তাঁকে একটি হাউজিং কলোনি এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনার পরই নির্যাতিতা মহিলা মেদিনীনগর টাউন থানার দ্বারস্থ হন । মহিলার অভিযোগের ভিত্তিতে মেদিনীনগর টাউন থানা পুলিশ তদন্তে নামে ৷ অভিযান চালিয়ে ডিসি ও এসপির চালককে গ্রেফতার করা হয় । পুলিশ উভয় চালককে জিজ্ঞাসাবাদ করছে এবং মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । নির্যাতিতা মহিলা তিন সন্তানের মা বলে জানা গিয়েছে । পালামুর এসপি রিশমা রামেসান বলেছেন, "দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।" জেলাশাসক ও এসপির গাড়ির চালকদের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মেদিনীনগর থানা এলাকায় ৷
আরও পড়ুন: