দিল্লি, 18 ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবি এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ৷ তাঁর আবেদন, হোয়াটস অ্যাপের ব্যক্তিগত বার্তালাপ-সহ তদন্তে পাওয়া অন্যান্য তথ্য সংবাদমাধ্যমে যেন চলে না যায় ৷ কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি ও তা শেয়ার করার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দিশাকে ৷ তিনি দিল্লি হাইকোর্টে করা ওই আবেদনে হোয়াটস অ্যাপে তাঁর ব্যক্তিগত বার্তালাপের তথ্য প্রকাশ করায় টিভি চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন জানিয়েছেন ৷
প্রায় দু’মাস ধরে দিল্লির সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে ৷ আপাত শান্তিপূর্ণ ভাবে চলা ওই বিক্ষোভ ঘিরে গত 26 জানুয়ারি ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ কৃষকদের ট্রাক্টর ব়্যালি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে দিল্লিতে ৷ সেদিন দিল্লিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে কৃষকদের ৷ ওই ঘটনা নিয়ে টুলকিট তৈরির অভিযোগে এবং তা সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ ৷
আরও পড়ুন : ষড়যন্ত্র! গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট
এদিকে দিল্লি পুলিশ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে পুলিশের পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি ৷ এই হলফনামাও জমা দেওয়া হবে ৷ আদালত তিনটি টিভি চ্যানেলকে নোটিস দিয়েছে ৷ আগামিকাল, শুক্রবার ওই নিয়ে শুনানি হবে ৷