ETV Bharat / bharat

Adhir on No-Confidence Motion: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

Adhir Chowdhury on No-Confidence Motion: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে ৷ পরে অন্য বিল নিয়ে আলোচনা হবে ৷ লোকসভার অধিবেশন শুরুর আগে এমনটাই জানালেন অধীর চৌধুরী ৷

Adhir on No-Confidence Motion ETV BHARAT
Adhir on No-Confidence Motion
author img

By

Published : Jul 31, 2023, 11:09 AM IST

Updated : Jul 31, 2023, 11:19 AM IST

নয়াদিল্লি, 31 জুলাই: অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করার চেষ্টা হচ্ছে ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সোমবার অধীর জানান, বিরোধী জোট 'ইন্ডিয়া'র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রের আনা অন্য বিল নিয়ে আলোচনায় বিরোধীদের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি ৷ তবে, বিজেপির সরকার পরিকল্পিতভাবে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অন্যদিকে, মণিপুরে বিরোধী জোটের সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছিল আজ তাদের থেকে রিপোর্ট নেবেন জোটের নেতারা ৷

  • VIDEO | "We want that discussion over No-Confidence Motion should be held first. We don't have any issue with discussion over other bills, but first No-Confidence Motion should be discussed," says Congress leader @adhirrcinc. pic.twitter.com/Vw42Myo5JM

    — Press Trust of India (@PTI_News) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অধীর এদিন বলেন, "বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাব এনেছে, তা নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ দেশের ভালোর জন্যই এমনটা করা দরকার ৷ অন্য বিল নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই ৷ কিন্তু, আগে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করে দেখানোর চেষ্টা করছে ৷ এটা দেশের জন্য ভালো নয় ৷"

অন্যদিকে, আপ সাংসদ রাঘব চাড্ডা সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, মণিপুরে যাওয়া সাংসদদের নিয়ে আজ সংসদে বৈঠক হবে ৷ সেই বৈঠকে মণিপুরের অবস্থা সম্পর্কে তাঁরা যে তথ্য নিয়ে এসেছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ সেই আলোচনার পরই মণিপুর নিয়ে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

  • #WATCH | Delhi: AAP MP Raghav Chadha, says, "The I.N.D.I.A alliance has come after wiping off the tears of the people of Manipur...Today, the MPs of the I.N.D.I.A bloc has been called for the meeting and they will explain the situation in Manipur. After the meeting, we inform you… pic.twitter.com/7LY7lDeHcx

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

উল্লেখ্য অধীর চৌধুরীর নেতৃত্বে গত শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার 21 সাংসদদের প্রতিনিধি দল মণিপুরে গিয়েছিল ৷ গত 3 মাস ধরে অশান্ত মণিপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সেখানকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ যার ভিত্তিতে গতকাল মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছেন অধীর চৌধুরীরা ৷ আর আজ লোকসভায় বাদল অধিবেশন শুরুর আগে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবি তুললেন ৷

নয়াদিল্লি, 31 জুলাই: অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করার চেষ্টা হচ্ছে ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সোমবার অধীর জানান, বিরোধী জোট 'ইন্ডিয়া'র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রের আনা অন্য বিল নিয়ে আলোচনায় বিরোধীদের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি ৷ তবে, বিজেপির সরকার পরিকল্পিতভাবে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অন্যদিকে, মণিপুরে বিরোধী জোটের সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছিল আজ তাদের থেকে রিপোর্ট নেবেন জোটের নেতারা ৷

  • VIDEO | "We want that discussion over No-Confidence Motion should be held first. We don't have any issue with discussion over other bills, but first No-Confidence Motion should be discussed," says Congress leader @adhirrcinc. pic.twitter.com/Vw42Myo5JM

    — Press Trust of India (@PTI_News) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অধীর এদিন বলেন, "বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাব এনেছে, তা নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ দেশের ভালোর জন্যই এমনটা করা দরকার ৷ অন্য বিল নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই ৷ কিন্তু, আগে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করে দেখানোর চেষ্টা করছে ৷ এটা দেশের জন্য ভালো নয় ৷"

অন্যদিকে, আপ সাংসদ রাঘব চাড্ডা সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, মণিপুরে যাওয়া সাংসদদের নিয়ে আজ সংসদে বৈঠক হবে ৷ সেই বৈঠকে মণিপুরের অবস্থা সম্পর্কে তাঁরা যে তথ্য নিয়ে এসেছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ সেই আলোচনার পরই মণিপুর নিয়ে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

  • #WATCH | Delhi: AAP MP Raghav Chadha, says, "The I.N.D.I.A alliance has come after wiping off the tears of the people of Manipur...Today, the MPs of the I.N.D.I.A bloc has been called for the meeting and they will explain the situation in Manipur. After the meeting, we inform you… pic.twitter.com/7LY7lDeHcx

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

উল্লেখ্য অধীর চৌধুরীর নেতৃত্বে গত শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার 21 সাংসদদের প্রতিনিধি দল মণিপুরে গিয়েছিল ৷ গত 3 মাস ধরে অশান্ত মণিপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সেখানকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ যার ভিত্তিতে গতকাল মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছেন অধীর চৌধুরীরা ৷ আর আজ লোকসভায় বাদল অধিবেশন শুরুর আগে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবি তুললেন ৷

Last Updated : Jul 31, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.