মুম্বই, 31 অগস্ট: আজ থেকে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক শুরু হচ্ছে ৷ এর আগে জুলাই মাসে কর্ণাটকে 26টি দল বৈঠক করে ৷ এবার মুম্বইয়ে মিলিত হচ্ছে 28টি দল ৷ সূত্রের খবর, এখান থেকে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির ব্যাপারে আলোচনা হতে পারে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই মুম্বইয়ে পৌঁছেছেন ৷ এদিন তিনি 'ইন্ডিয়া' জোটের অন্যতম প্রধান আয়োজক উদ্ধব ঠাকরেকে রাখি পরান ৷ অমিতাভ-জয়া বচ্চনের জলসা বাংলোতেও গিয়েছিলেন তিনি ৷
গ্র্যান্ড হায়াত হোটেলের এই বৈঠকে থাকছে 28টি দল ৷ তৃণমূলের পাশাপাশি বাংলার লোকসভা নির্বাচনের অন্যতম প্রধান দু'টি রাজনৈতিক দল কংগ্রেস ও বামের প্রতিনিধিরাও এখানে উপস্থিত থাকবেন ৷ জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস, বাম ও তার শরিক দলগুলির সঙ্গে একমঞ্চে বসেছেন ৷ তবে রাজ্যের অন্দরে চেহারাটা সম্পূর্ণ উলটো ৷ সম্প্রতি ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তিনি সিপিএমকে কড়া আক্রমণ করেছেন ৷ বাদ যায়নি কংগ্রেস ৷ তাই এখানে বিরোধী বিজেপির সঙ্গে একই সারিতে রয়েছে কংগ্রেস, সিপিএম ৷
আরও পড়ুন: বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ 'ইন্ডিয়া', সাফ জবাব মমতার
ফিরে দেখা যাক 2019 সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল ৷ বাংলায় লোকসভা আসনের সংখ্যা 42 ৷ গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 22 টি আসন ৷ তারপরই বিজেপি 18টি আসনে জয়ী হয় ৷ দুই প্রধান বিরোধী দলের আসনের ফারাক মাত্র 4 ৷ আর কংগ্রেস অনেকটাই পিছিয়ে মাত্র 2টি আসন পেয়েছিল ৷ সিপিএম কোনও আসনই দখল করতে পারেনি ৷
ভোটের হারের দিক থেকেও তৃণমূলকে প্রায় ছুঁয়ে ফেলেছিল বিজেপি ৷ তৃণমূলের প্রাপ্ত ভোটের হার যখন 43.7 শতাংশ, বিজেপি তখন 40.6 শতাংশ ভোট পেয়েছে ৷ আর কংগ্রেস 5.7 শতাংশ ভোট পেয়েছিল ৷ দু'বছর বাদে 2021 সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার সরকার গড়েছে ৷ মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমতাবস্থায়, বাংলার রাজনীতি কোনও চমক দেখে কি না, সেই অপেক্ষায় রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন: আজ বিরোধীদের তৃতীয় মেগা বৈঠক, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হতে পারেন খাড়গে
একদিকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল-সহ 28টি দলের দু'দিন ব্যাপী বৈঠক হচ্ছে ৷ অন্যদিকে একই সময়ে বৈঠকে বসছে মহারাষ্ট্র সরকারের 'মহাযুতি' (Mahayuti) জোট ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ারও দু'দিনের বৈঠক করছেন ৷