ETV Bharat / bharat

Shanti Swarup Bhatnagar Award: শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় - বাঙালি চিকিৎসক

সোমবার ঘোষণা করা হয়েছে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার প্রাপকদের নাম ৷ বাংলার চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় এই সম্মান পেয়েছেন ৷

ETV Bharat
শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 11:06 PM IST

Updated : Sep 12, 2023, 6:25 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: এবছর শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন বাংলার চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় ৷ দেশের বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সবথেকে বজড় এই পুরস্কার ৷ সোমবার এই সম্মানের প্রাপকদের নাম ঘোষণা হয়েছে ৷ দীপ্যমান গঙ্গোপাধ্যায় একজন ইমিউনোলজিস্ট ৷ তাঁর এই সম্মানে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি এই চিকিৎসককে শুভেচ্ছাও জানিয়েছেন ৷ 2022 সালের জন্য এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অফ ইন্ডিয়া (CSIR) ৷ 45 বছরের কমবয়সী বিজ্ঞানীদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় ৷ এর পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা ৷ এবছর 12 জন প্রাপকদের মধ্যে অন্যতম দীপ্যমান গঙ্গোপাধ্যায় ৷

বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছেন তিনি ৷ দীপ্যমান গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি খুশি ৷ তিনি একজন গবেষক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, কোভিড সম্পর্কিত গবেষণার জন্য দীপ্যমান গঙ্গোপাধ্যায় এই সম্মান পাওয়ায় তিনি খুশি ৷

  • Congratulations to Dr Dipyaman Ganguli, Immunologist, IICB, for getting the prestigious Bhatnagar Award for his pathbreaking works relating to covid research.
    The Bhatnagar award comes in the health related field to a scientist from Bengal after several years.
    Best wishes, Doc!

    — Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ঘরের ছেলে, খুশির হাওয়া দিনহাটায়

রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন এই চিকিৎসক ৷ কলকাতা মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন ৷ পিএইচডি করেন সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে ৷ এছাড়াও ইমিফনোলজিতে তিনি পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ৷ যুক্তছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়. থেকে ৷ 2013 সালে দেশে ফিরে তিনি নিজের ল্যাবরেটরি গড়েন ৷ (পিটিআই)

কলকাতা, 11 সেপ্টেম্বর: এবছর শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন বাংলার চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় ৷ দেশের বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সবথেকে বজড় এই পুরস্কার ৷ সোমবার এই সম্মানের প্রাপকদের নাম ঘোষণা হয়েছে ৷ দীপ্যমান গঙ্গোপাধ্যায় একজন ইমিউনোলজিস্ট ৷ তাঁর এই সম্মানে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি এই চিকিৎসককে শুভেচ্ছাও জানিয়েছেন ৷ 2022 সালের জন্য এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অফ ইন্ডিয়া (CSIR) ৷ 45 বছরের কমবয়সী বিজ্ঞানীদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় ৷ এর পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা ৷ এবছর 12 জন প্রাপকদের মধ্যে অন্যতম দীপ্যমান গঙ্গোপাধ্যায় ৷

বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছেন তিনি ৷ দীপ্যমান গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি খুশি ৷ তিনি একজন গবেষক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, কোভিড সম্পর্কিত গবেষণার জন্য দীপ্যমান গঙ্গোপাধ্যায় এই সম্মান পাওয়ায় তিনি খুশি ৷

  • Congratulations to Dr Dipyaman Ganguli, Immunologist, IICB, for getting the prestigious Bhatnagar Award for his pathbreaking works relating to covid research.
    The Bhatnagar award comes in the health related field to a scientist from Bengal after several years.
    Best wishes, Doc!

    — Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ঘরের ছেলে, খুশির হাওয়া দিনহাটায়

রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন এই চিকিৎসক ৷ কলকাতা মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন ৷ পিএইচডি করেন সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে ৷ এছাড়াও ইমিফনোলজিতে তিনি পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ৷ যুক্তছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়. থেকে ৷ 2013 সালে দেশে ফিরে তিনি নিজের ল্যাবরেটরি গড়েন ৷ (পিটিআই)

Last Updated : Sep 12, 2023, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.