ETV Bharat / bharat

আধিকারিকের যৌন নিগ্রহে আত্মহত্যা অন্তঃসত্ত্বা দীপালির - আত্মহত্যা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আরএফও দিপালীর

গত সপ্তাহের বৃহস্পতিবার নিজের সার্ভিস রিভেলভার দিয়ে আত্মহত্য করেন রেঞ্জ অফিসার দীপালি ৷ ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷

Dipali Chavan committed suicide
Dipali Chavan committed suicide
author img

By

Published : Mar 30, 2021, 12:29 PM IST

Updated : Mar 30, 2021, 12:35 PM IST

অমরাবতী, 30 মার্চ: গত 25 মার্চ আত্মহত্যা করেন হরিসালের রেঞ্জ অফিসার দীপালি চবন (33) ৷ ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ সাসপেন্ড করা হয়েছে গুগামাল ফরেস্ট রেঞ্জের ডেপুটি কনজারভেটর বিনোদ শিবকুমারকে ৷ যিনি দীপালিকে নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নিগ্রহ করতেন বলে অভিযোগ ৷ শুক্রবার নাগপুর রেল স্টেশন থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় শিবকুমারকে ৷ একই ঘটনায় সরানো হয়েছে মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর এমএস রেড্ডিকে ৷

গত সপ্তাহের বৃহস্পতিবার নিজের সার্ভিস রিভেলভার দিয়ে আত্মহত্য করেন দীপালি ৷ ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এদিকে, দীপালি সুইসাইড নোটে লিখে গেছেন, শিবকুমার তাঁকে পেশাগত হেনস্থা তো করতেনই, এমনকি নিয়মিতভাবে যৌন নিগ্রহ করেছেন ৷ দীপালির অভিযোগ, উচ্চপদস্থ আধিকারিকের যৌন নিগ্রহের কারণে তাঁর একবার অনিচ্ছাকৃত গর্ভপাত হয় ৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আত্মহত্যা করছেন তিনি ৷

আরও পড়ুন: আসানসোলে মানসিক অবসাদে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির

এর মধ্যে গত শুক্রবার অমরাবতী পুলিশ নাগপুর স্টেশন থেকে বন আধিকারিক বিনোদ শিবকুমারকে গ্রেফতার করে ৷ বেঙ্গালুরুর উদ্দেশে রাজধানী এক্সপ্রেসে চাপার আগে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷

দীপালি চবনের জন্ম 1986 সালে মহারাষ্ট্রের সাতারা জেলায় ৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ৷ 2011 সালে তাঁর বাবা মারা যান, ছয় মাসের মধ্যে ক্যানসারে মৃত্যু ভাইয়ের ৷ পরিবারের দায়িত্ব দীপালির উপরে এসে পড়ে ৷ 2014 সালে মহারাষ্ট্র স্টেট সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করেন দীপালি ৷ প্রথমবার ফরেস্ট রেঞ্জ অফিসার পদে ধূলাঘাট রেলওয়ে বনাঞ্চলে যোগ দেন ৷ 2019 সালে বিয়ে করেন অমরাবতীর রাজেশ মোহিতকে ৷ এরপর ধূলাঘাট থেকে বদলি হয়ে গুগামাল ফরেস্ট রেঞ্জ-এ কাজ করছিলেন এই তরুণী বন আধিকরিক ৷

অমরাবতী, 30 মার্চ: গত 25 মার্চ আত্মহত্যা করেন হরিসালের রেঞ্জ অফিসার দীপালি চবন (33) ৷ ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ সাসপেন্ড করা হয়েছে গুগামাল ফরেস্ট রেঞ্জের ডেপুটি কনজারভেটর বিনোদ শিবকুমারকে ৷ যিনি দীপালিকে নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নিগ্রহ করতেন বলে অভিযোগ ৷ শুক্রবার নাগপুর রেল স্টেশন থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় শিবকুমারকে ৷ একই ঘটনায় সরানো হয়েছে মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর এমএস রেড্ডিকে ৷

গত সপ্তাহের বৃহস্পতিবার নিজের সার্ভিস রিভেলভার দিয়ে আত্মহত্য করেন দীপালি ৷ ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এদিকে, দীপালি সুইসাইড নোটে লিখে গেছেন, শিবকুমার তাঁকে পেশাগত হেনস্থা তো করতেনই, এমনকি নিয়মিতভাবে যৌন নিগ্রহ করেছেন ৷ দীপালির অভিযোগ, উচ্চপদস্থ আধিকারিকের যৌন নিগ্রহের কারণে তাঁর একবার অনিচ্ছাকৃত গর্ভপাত হয় ৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আত্মহত্যা করছেন তিনি ৷

আরও পড়ুন: আসানসোলে মানসিক অবসাদে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির

এর মধ্যে গত শুক্রবার অমরাবতী পুলিশ নাগপুর স্টেশন থেকে বন আধিকারিক বিনোদ শিবকুমারকে গ্রেফতার করে ৷ বেঙ্গালুরুর উদ্দেশে রাজধানী এক্সপ্রেসে চাপার আগে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷

দীপালি চবনের জন্ম 1986 সালে মহারাষ্ট্রের সাতারা জেলায় ৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ৷ 2011 সালে তাঁর বাবা মারা যান, ছয় মাসের মধ্যে ক্যানসারে মৃত্যু ভাইয়ের ৷ পরিবারের দায়িত্ব দীপালির উপরে এসে পড়ে ৷ 2014 সালে মহারাষ্ট্র স্টেট সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করেন দীপালি ৷ প্রথমবার ফরেস্ট রেঞ্জ অফিসার পদে ধূলাঘাট রেলওয়ে বনাঞ্চলে যোগ দেন ৷ 2019 সালে বিয়ে করেন অমরাবতীর রাজেশ মোহিতকে ৷ এরপর ধূলাঘাট থেকে বদলি হয়ে গুগামাল ফরেস্ট রেঞ্জ-এ কাজ করছিলেন এই তরুণী বন আধিকরিক ৷

Last Updated : Mar 30, 2021, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.