ETV Bharat / bharat

New Record of Hammerhead Man: দাঁত দিয়ে তুললেন 165 কেজি, নবম বিশ্বরেকর্ড হ্যামারহেড ম্যানের

author img

By

Published : Feb 8, 2023, 7:06 PM IST

Updated : Feb 8, 2023, 8:16 PM IST

বিহারের কৈমুরের বাসিন্দা ধর্মেন্দ্র সিং তার দাঁত দিয়ে 165 কেজি ওজন তুলে তাঁর নবম বিশ্বরেকর্ড গড়লেন (New Record of Hammerhead Man)৷ নেতাজি ওয়ার্ল্ড রেকর্ড (Netaji World Record Book) বুকে আরও একবার নাম লেখালেন তিনি ।

New Record of Hammerhead Man ETV Bharat
নবম বিশ্বরেকর্ড হ্যামারহেড ম্যানের

ধর্মেন্দ্রর বিশ্বরেকর্ড

কৈমুর (বিহার), 8 ফেব্রুয়ারি: তাঁর পরিচিতি হ্যামারহেড ম্যান হিসেবে (New Record of Hammerhead Man)৷ লোহার মতো শক্ত মাথার অধিকারী এই মানুষটির দাঁতের জোরও কম নয় ৷ এ বার দাঁত দিয়েই নয়া নজির গড়লেন বিহারের কৈমুরের বাসিন্দা ধর্মেন্দ্র কুমার সিং ৷ সম্প্রতি কাঁধে বাইক তুলে 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি ৷ আর এ বার দাঁত দিয়ে ধর্মেন্দ্র তুললেন 165 কেজি ওজন ৷ গড়ে ফেললেন তাঁর নবম বিশ্ব রেকর্ড ৷

ধর্মেন্দ্রর নবম বিশ্ব রেকর্ড: ধর্মেন্দ্র কুমার সিং 10 সেকেন্ডের জন্য দাঁত দিয়ে 165 কেজি ওজন তুলে নেতাজি ওয়ার্ল্ড রেকর্ডসে (Netaji World Record Book) নিজের নাম নথিভুক্ত করেছেন । ত্রিপুরার রাজধানী আগরতলায় এই রেকর্ডটি নথিভুক্ত হয়েছে । এই নিয়ে ধর্মেন্দ্রর মুকুটে জুড়ল 9টি বিশ্ব রেকর্ডের পালক । বিহারের কৈমুর জেলার রামগড়ের বাসিন্দা ধর্মেন্দ্র ভারতের হ্যামার হেডম্যান হিসেবে পরিচিত ।

দাঁত দিয়ে তুললেন 165 কেজি: ত্রিপুরা রাজ্য রাইফেলসে জওয়ান হিসেবে পোস্টিং পেয়েছেন ধর্মেন্দ্র কুমার সিং । তাঁকে বিশেষ অফিসারের পদ দেওয়া হয়েছে । নানা আশ্চর্যজনক কীর্তি গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ধর্মেন্দ্র । তিনি ভারতের 'হ্যামার হেডম্যান' উপাধিতে ভূষিত হয়েছেন । বলা হয়, তাঁর মাথা হল বজ্রের মতো কঠিন ৷ সেই কারণেই তাঁকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে ৷

আরও পড়ুন: তিন বছর পাঁচ মাস বয়সে ফের শিখর জয় ! নয়া রেকর্ড অনভির

ধর্মেন্দ্রর নামে অনন্য রেকর্ড: বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেকর্ড করেছেন ধর্মেন্দ্র ৷ মাথা দিয়ে নারকেল ভাঙা, কাঁচা বেল ভাঙা, দাঁত দিয়ে লোহার রড বাঁকিয়ে দেওয়া, মাথা দিয়ে ও পিঠ দিয়ে লোহা বাঁকিয়ে দেওয়া, স্কিপিং-সহ নানা ক্ষেত্রে রেকর্ড রয়েছে তাঁর । এমনই আশ্চর্যজনক নানা কীর্তির কারণে ধর্মেন্দ্র খুবই জনপ্রিয় লাভ করেছেন ।

নয়া রেকর্ড দেশবাসীকে উৎসর্গ করলেন ধর্মেন্দ্র: বিশ্ব চ্যাম্পিয়ন ধর্মেন্দ্র বলেন, "বাংলা থেকে লোকজন এসেছিল এবং আমাকে 165 কেজি ওজন তোলার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল । এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আমার দাঁত দিয়ে 165 কেজি ওজন তুলেছি এবং নেতাজি বিশ্ব রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছি । এই সব আমার দেশবাসীর জন্য উৎসর্গ করলাম । আমি ধন্য যে আজ এই রেকর্ডটি করতে পেরেছি । আপনারা যদি এভাবে আশীর্বাদ করতে থাকেন, তবে ভবিষ্যতেও আমি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে থাকব ।"

ধর্মেন্দ্রর বিশ্বরেকর্ড

কৈমুর (বিহার), 8 ফেব্রুয়ারি: তাঁর পরিচিতি হ্যামারহেড ম্যান হিসেবে (New Record of Hammerhead Man)৷ লোহার মতো শক্ত মাথার অধিকারী এই মানুষটির দাঁতের জোরও কম নয় ৷ এ বার দাঁত দিয়েই নয়া নজির গড়লেন বিহারের কৈমুরের বাসিন্দা ধর্মেন্দ্র কুমার সিং ৷ সম্প্রতি কাঁধে বাইক তুলে 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি ৷ আর এ বার দাঁত দিয়ে ধর্মেন্দ্র তুললেন 165 কেজি ওজন ৷ গড়ে ফেললেন তাঁর নবম বিশ্ব রেকর্ড ৷

ধর্মেন্দ্রর নবম বিশ্ব রেকর্ড: ধর্মেন্দ্র কুমার সিং 10 সেকেন্ডের জন্য দাঁত দিয়ে 165 কেজি ওজন তুলে নেতাজি ওয়ার্ল্ড রেকর্ডসে (Netaji World Record Book) নিজের নাম নথিভুক্ত করেছেন । ত্রিপুরার রাজধানী আগরতলায় এই রেকর্ডটি নথিভুক্ত হয়েছে । এই নিয়ে ধর্মেন্দ্রর মুকুটে জুড়ল 9টি বিশ্ব রেকর্ডের পালক । বিহারের কৈমুর জেলার রামগড়ের বাসিন্দা ধর্মেন্দ্র ভারতের হ্যামার হেডম্যান হিসেবে পরিচিত ।

দাঁত দিয়ে তুললেন 165 কেজি: ত্রিপুরা রাজ্য রাইফেলসে জওয়ান হিসেবে পোস্টিং পেয়েছেন ধর্মেন্দ্র কুমার সিং । তাঁকে বিশেষ অফিসারের পদ দেওয়া হয়েছে । নানা আশ্চর্যজনক কীর্তি গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ধর্মেন্দ্র । তিনি ভারতের 'হ্যামার হেডম্যান' উপাধিতে ভূষিত হয়েছেন । বলা হয়, তাঁর মাথা হল বজ্রের মতো কঠিন ৷ সেই কারণেই তাঁকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে ৷

আরও পড়ুন: তিন বছর পাঁচ মাস বয়সে ফের শিখর জয় ! নয়া রেকর্ড অনভির

ধর্মেন্দ্রর নামে অনন্য রেকর্ড: বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেকর্ড করেছেন ধর্মেন্দ্র ৷ মাথা দিয়ে নারকেল ভাঙা, কাঁচা বেল ভাঙা, দাঁত দিয়ে লোহার রড বাঁকিয়ে দেওয়া, মাথা দিয়ে ও পিঠ দিয়ে লোহা বাঁকিয়ে দেওয়া, স্কিপিং-সহ নানা ক্ষেত্রে রেকর্ড রয়েছে তাঁর । এমনই আশ্চর্যজনক নানা কীর্তির কারণে ধর্মেন্দ্র খুবই জনপ্রিয় লাভ করেছেন ।

নয়া রেকর্ড দেশবাসীকে উৎসর্গ করলেন ধর্মেন্দ্র: বিশ্ব চ্যাম্পিয়ন ধর্মেন্দ্র বলেন, "বাংলা থেকে লোকজন এসেছিল এবং আমাকে 165 কেজি ওজন তোলার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল । এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আমার দাঁত দিয়ে 165 কেজি ওজন তুলেছি এবং নেতাজি বিশ্ব রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছি । এই সব আমার দেশবাসীর জন্য উৎসর্গ করলাম । আমি ধন্য যে আজ এই রেকর্ডটি করতে পেরেছি । আপনারা যদি এভাবে আশীর্বাদ করতে থাকেন, তবে ভবিষ্যতেও আমি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে থাকব ।"

Last Updated : Feb 8, 2023, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.