ETV Bharat / bharat

Dhanbad Judge Death : বিচারকদের নিরাপত্তার জন্য কিছুই করেনি সিবিআই, মন্তব্য সুপ্রিম কোর্টের

বিচারকদের হুমকি দেওয়া একটি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । শুধুমাত্র শারীরিক হেনস্থাই নয়, বিভিন্ন কুকথা লিখে চিঠি পাঠানো হয় বিচারকদের । মানসিক হেনস্থা করা হয় । বিশেষ করে হাই প্রোফাইল মামলাগুলিতে যখন আদালতের রায় তাদের পক্ষে যায় না, তখনই এরকম হয় । মন্তব্য সুপ্রিম কোর্টের ।

Supreme Court
ফাইল ছবি
author img

By

Published : Aug 6, 2021, 8:06 PM IST

Updated : Aug 6, 2021, 10:55 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট : বিচারকদের উপর বিভিন্ন সময়ে হামলার খবর প্রকাশ্যে এসেছে । এই সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে । কিন্তু সিবিআই অথবা আইবি বিচারকদের নিরাপত্তার জন্য কোনওরকম ব্যবস্থা নেয়নি । আর এই নিয়েই আজ কার্যত সিবিআই এবং আইবিকে কড়া ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা আজ স্পষ্ট ভাষায় জানান, তিনি জানেন এই ধরনের মন্তব্য কতটা গুরুতর, কিন্তু এটাই সত্য ।

ধানবাদের অতিরিক্ত দায়রা বিচারক উত্তম আনন্দের মৃত্যুর পর বিচার বিভাগের সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে । শুধুমাত্র এক গ্যাংস্টারকে জামিন না দেওয়ার কারণে প্রাণ হারাতে হল ধানবাদের বিচারককে । এই পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চে ।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারকদের হুমকি দেওয়া একটি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । শুধুমাত্র শারীরিক হেনস্থাই নয়, বিভিন্ন কুকথা লিখে চিঠি পাঠানো হয় বিচারকদের । মানসিক হেনস্থা করা হয় । বিশেষ করে হাই প্রোফাইল মামলাগুলিতে যখন আদালতের রায় তাদের পক্ষে যায় না, তখনই এরকম হয় । প্রশাসনও কোনও ব্যবস্থা নেয় না । বিচারকদের বাসভবনের কাছে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত । আদালতের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই বিচারকরা আক্রান্ত হচ্ছেন ।

আরও পড়ুন : Calcutta High Court : বেসরকারি স্কুলে বকেয়া ফি-র 50 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের

নয়াদিল্লি, 6 অগস্ট : বিচারকদের উপর বিভিন্ন সময়ে হামলার খবর প্রকাশ্যে এসেছে । এই সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে । কিন্তু সিবিআই অথবা আইবি বিচারকদের নিরাপত্তার জন্য কোনওরকম ব্যবস্থা নেয়নি । আর এই নিয়েই আজ কার্যত সিবিআই এবং আইবিকে কড়া ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা আজ স্পষ্ট ভাষায় জানান, তিনি জানেন এই ধরনের মন্তব্য কতটা গুরুতর, কিন্তু এটাই সত্য ।

ধানবাদের অতিরিক্ত দায়রা বিচারক উত্তম আনন্দের মৃত্যুর পর বিচার বিভাগের সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে । শুধুমাত্র এক গ্যাংস্টারকে জামিন না দেওয়ার কারণে প্রাণ হারাতে হল ধানবাদের বিচারককে । এই পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চে ।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারকদের হুমকি দেওয়া একটি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । শুধুমাত্র শারীরিক হেনস্থাই নয়, বিভিন্ন কুকথা লিখে চিঠি পাঠানো হয় বিচারকদের । মানসিক হেনস্থা করা হয় । বিশেষ করে হাই প্রোফাইল মামলাগুলিতে যখন আদালতের রায় তাদের পক্ষে যায় না, তখনই এরকম হয় । প্রশাসনও কোনও ব্যবস্থা নেয় না । বিচারকদের বাসভবনের কাছে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত । আদালতের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই বিচারকরা আক্রান্ত হচ্ছেন ।

আরও পড়ুন : Calcutta High Court : বেসরকারি স্কুলে বকেয়া ফি-র 50 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের

Last Updated : Aug 6, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.